নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি এসেছো হায় এমন বাদল দিনে
তাই মেঘলা মেঘলা স্বপ্ন প্রশান্তি
যেন এনে দিলো এই প্রাণে।
তোমায় নিয়ে এক টেবিলে বসে
এক কাপ চা
মন্দ হতো না।
এমন মধুর ক্ষণে রিমঝিম বৃষ্টি যেন
প্রেম ঢেলে দেয় প্রাণে,
মন উচাটন ভীষণ রকম উদাসী এখন
তুমি কেন যে এমন ক্ষণে সঙ্গী হলে না
রজনী গন্ধা ফুলের সুবাস হয়ে
এই প্রাণের সুঘ্রাণ হলে না।
ঝড়ো হাওয়ায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর
তোমার কামনায় কোকিল ডাকে বুকের ভেতর
সোনার মেয়ে ক্ষণেক এসে আমার সঙ্গে তুমি ওগো প্রেম করো না।
হিমেল হাওয়া শীতল আমেজ এই বুকে কামনা
এমন ক্ষণে এই আমাকে
তুমি ওগো আদর করে জড়িয়ে ধরো না।
২| ২৮ শে মে, ২০২০ রাত ১২:০৮
নেওয়াজ আলি বলেছেন: ভালো লিখেছেন ।
৩| ২৮ শে মে, ২০২০ রাত ১২:১৯
ইসমাঈল আযহার বলেছেন: মেয়েরা বোধ হয় শুধু অনুভবেই সুন্দর
৪| ২৮ শে মে, ২০২০ রাত ১২:৩৪
চাঁদগাজী বলেছেন:
আলেয়ার মতো, এই আছে, এই নেই
৫| ২৮ শে মে, ২০২০ রাত ১২:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নের শঙ্খচিল খুব দুঃসংবাদ। সবাই ভালো থাকুক।
৬| ২৮ শে মে, ২০২০ রাত ১:২৪
কাছের-মানুষ বলেছেন: ভাল লাগল কবিতা। আমাদের এখানেও এখন বাহিরে বৃষ্টি হচ্ছে।
৭| ২৮ শে মে, ২০২০ রাত ২:৩৪
রাজীব নুর বলেছেন: অতি মনোরম!
৮| ২৮ শে মে, ২০২০ ভোর ৫:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।
নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।
৯| ২৮ শে মে, ২০২০ ভোর ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: ইসমাইল আযহার না ঠিক তা না।
উপরে কঠোর অতি
ভেতরটা তো কোমল
মুখে যতই থাকুক গরল
আসলে সহজ সরল।
আমাকেই বাসে ভালো
লোক লজ্জায় প্রকাশ করে না।
©somewhere in net ltd.
১| ২৮ শে মে, ২০২০ রাত ১২:০৬
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ঝড়ো হাওয়ায় বৃষ্টি পড়ে টাপুর টুপুর
তোমার কামনায় কোকিল ডাকে বুকের ভেতর
......................................................................
বৃষ্টি তো এখনও পড়ছে, কিন্ত ইউনাইটেড হাসপাতালে
আগুনে পুড়ে ৫ জন করোনা রুগী মারা গেল,
তাই হৃদয়ের মাঝে আগুন জ্বলছে ।