![]() |
![]() |
নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তোমায় মুগ্ধ করার মতো
জানি কিছুই নেই আমার কাছে,
তবুও তো তোমায় মুগ্ধ করার আমার প্রচেষ্টা
সতত তোমার সঙ্গী হয়েই আছে।
কবিতা লিখে হয়তো পারিনি
হয়তো গান শুনিয়েও নয় ;
এই যে অনন্ত প্রচেষ্টা মোর
প্রিয়তমা অপ্রগলভ প্রেম তারে কয়।
তোমায় ঘিরে হয়তো আরও
অনেক প্রেমই আছে,
ভেবে দেখেছো কী
কতটুকু দৈন্য সেসব
আমার প্রেমের কাছে?
কত বাঁধা গোলক ধাঁধা পেরিয়ে তবেই
তোমার পানে ছুটে আসি
কাছে থেকে দেখতে যদি তার সব
পারিতে বুঝিতে তুমি
তোমায় আমি আজও কত্ত ভালোবাসি।
তুমি যেন আমার প্রাণে বেঁচে থাকার শ্বাস
কি করে পারবে বলো করিতে উপহাস?
এমন প্রেম লয়ে।
তোমায় লয়ে কতো স্বপ্ন করছে অনুযোগ
স্বপ্ন গুলো যেন শীতের ঝরা শিউলি ফুল।
তুমি চাইলে হতে পারে তা,
রূপকথার গল্প নয়-
মধুচন্দ্রিমার প্রগাঢ় বাস্তবতা।
শুধু আমার হয়ে...
২| ৩১ শে মে, ২০২০ সকাল ৮:৪৭
স্বপ্নের শঙ্খচিল বলেছেন: তুমি চাইলে হতে পারে তা,
রূপকথার গল্প নয়-
মধুচন্দ্রিমার প্রগাঢ় বাস্তবতা।
.............................................................
প্রিয়তমার চাওয়ার মধ্যেই থাকে ইতিহাসের
ভাঙাগড়া, যুদ্ধবিগ্রহ অমর কীর্তি সমূহ,
আমরা যদি রোবটে যুগে পদার্পণ করি , তখন কি
এমন কবিতা রচনা হবে ?
..............................................................
কবিতার আবেগ মন ছুঁয়ে যায় ।
৩| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:০১
রাজীব নুর বলেছেন: প্রানবন্ত।
৪| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:০৭
এম এ হানিফ বলেছেন: অসাধারণ কবিতা।
৫| ৩১ শে মে, ২০২০ দুপুর ১:২৬
নেওয়াজ আলি বলেছেন: ভালোই হয়েছে।
৬| ৩১ শে মে, ২০২০ সন্ধ্যা ৬:১৯
শের শায়রী বলেছেন: এই কবিতাটা পছন্দ হয়েছে প্রিয় কবি।
৭| ৩১ শে মে, ২০২০ রাত ৮:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: আমি সাজিদ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৮| ৩১ শে মে, ২০২০ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নের শঙ্খচিল কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
৯| ৩১ শে মে, ২০২০ রাত ৮:৪০
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
১০| ৩১ শে মে, ২০২০ রাত ৮:৪১
সেলিম আনোয়ার বলেছেন: এমন এ হানিফ ধন্যবাদ।
©somewhere in net ltd.
১|
৩১ শে মে, ২০২০ সকাল ৮:৪১
আমি সাজিদ বলেছেন: সুন্দর।