নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মনে হয় কতো-দিন তোমায় দেখিনা
যদি দেখা হত মন্দ হতো না।
এ যে মরণ উপত্যকা।
এখানে জীবনটা অনিশ্চয়তায় ঘেরা
অসচেতনতায় আমরা মৃত্যুকে অবিশ্যম্ভাবি করে তুলেছি, তুলছি
আমাদের অযাচিত গায়ে পড়া স্বভাব
মৃত্যুর মিছিলে চেয়ে দেখি পরিচিত আড্ডা বাজ।
তোমার অবজ্ঞার পেয়ালা করি পান
যেন সেই অনাদিকাল ধরে,
যদিও তুমি ঢলে পড়ো আমারই অদূরে
তোমার ঢলে পড়া স্বভাব।
এসব আমাকে আর আহত করে না আর
চারিদিকে যে ফুলের সমাহার।
তারাই ভারসাম্য এনে দেয়।
জানি না এ কী প্রেম নাকি করুনা
তুমি কি বিলুপ্ত প্রায় প্রজাতি তবে ?
বিলুপ্ত প্রায় প্রাণি
অনেক বেশি যত্নের দাবি রাখে।
২| ০১ লা জুন, ২০২০ রাত ১২:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনার কবিতায় ছন্দের মাঝে মোলায়েম মিল নেই
৩| ০১ লা জুন, ২০২০ সকাল ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা রইল আপনার জন্য।
৪| ০১ লা জুন, ২০২০ সকাল ৯:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: চাদগাজী ওটা ওভাবে ই লেখা। কবিতা স্বতস্ফূর্ত হওয়া চাই। মডিফাইড নয়।
৫| ০১ লা জুন, ২০২০ সকাল ৯:৫০
কাছের-মানুষ বলেছেন: বরাবরের মতই কবিতা ভাল হয়েছে। আমার ভাল লাগা রইল।
৬| ০১ লা জুন, ২০২০ সকাল ১০:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কাছের মানুষ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
©somewhere in net ltd.
১| ৩১ শে মে, ২০২০ রাত ১১:০৪
নেওয়াজ আলি বলেছেন: নিখুঁত প্রকাশ।