নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ভালোবাসা নিলামের পণ্য নয়!!!!

০১ লা জুন, ২০২০ সকাল ১০:৫৩

কেউ আসে নি !
অতটা সাহস বুকে লয়ে কোন রূপসী

বড়জোর যারা থাকতো আমার কাছে
তারাই জীবন সঙ্গী হয়ে গেছে।

তাদের একজন সঙ্গী করে কেটে পড়েছে
আমাকে দূরের নক্ষত্র ভেবে
নিশীথ স্বপনে কল্পনায় হয় তো
আমাকেই ভালোবেসে।

অনেকে আবার হয়তো বুঝে ওঠেনি
তাদের প্রেমিক পুরুষ আমারই অনুগত
আমি যথার্থই রাজা
হয়তো ভেবে নিয়েছে উপহাস

আমারও খুঁত খুঁতখুঁতে স্বভাব।

নিখুঁত বাছ বিচারেই কেটে গেছে সময়
তোমাকেই হৃদয়ে দিয়েছি ঠাঁই প্রথম
সবিনয় প্রেম নিবেদনে কবিতায়
অস্থি মজ্জায় মননে মগজে স্নায়ুতে..

তুমি যেন নির্ভয়ে আমাকে
কাছে টেনে নিতে পারো, খুব সহজে
অথচ তুমিও যেন সেই একই পথের পথিক
এ শুধু আমার আশঙ্কা হয়ে থাক।

বীরত্ব মাখা ইতিহাস আমার আছে
তবুও শুধু ভালবাসা দিয়েই তোমাকে
জয় করতে চেয়েছি এটাতো বুঝো ?


তোমার প্রতীক্ষায় কেটে গেছে এক সুদীর্ঘ সময়

এখনো বলি আমি রক্ত মাংসে গড়া
খুব সাধারণ এক প্রেমিক পুরুষ
শুধুই তোমার ।

অন্য পরিচয় যা আছে থাকুক
দূরবর্তী কোন গ্রামে

তুমি এসো এ হৃদয়ে
ওগো মোর মনোহরিণী
নিসংকুচে প্রগাঢ় বিশ্বাসে, শুনো!

আমার পরিচয় হয়ে থাক
শুধু তোমাকেই ভালবাসি
অথবা তোমার একান্ত অধিকার।

মনে রেখো
ভালোবাসা নিলামের পণ্য নয় কোন।


মন্তব্য ৬ টি রেটিং +০/-০

মন্তব্য (৬) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২০ সকাল ১১:৪৪

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: বীরত্ব মাখা ইতিহাস আমার আছে
তবুও শুধু ভালবাসা দিয়েই তোমাকে
জয় করতে চেয়েছি

.............................................................
বীরেরা শুধু ভালবাসার মধ্যে বেঁচে থাকে ।

২| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:০২

সেলিম আনোয়ার বলেছেন: স্বপ্নের শঙ্খচিল কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
নিরন্তর শুভকামনা।

৩| ০১ লা জুন, ২০২০ দুপুর ১২:৩৮

রাজীব নুর বলেছেন: দারুন সুন্দর।

৪| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:১২

সাইন বোর্ড বলেছেন: দারুণ লাগল ।

৫| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:১৯

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর। অপরিসীম ভালো লাগলো।

৬| ০১ লা জুন, ২০২০ দুপুর ১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.