নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নিকৃষ্টতম জীব!!!!

০৪ ঠা জুন, ২০২০ সকাল ৯:৪২

হাতীর গর্ভে হাতির ছানা
সুন্দর এই পৃথিবী দেখা তার যে মানা
নিষ্ঠুর মানুষের মাঝে
হাতির শাবকের জন্মগ্রহণ
তাই আর হয়ে ওঠে না..

মানুষ নামের পশু গুলো
খাইয়ে দিল আনারস
ভেতরে আতশবাজি ভরে,
একে একে ফুটলো বোমা
মা হাতীটার উদরে।

রক্তাক্ত আহত অসহায় মা হাতী
অনাগত শাবকের মঙ্গল কামনায়
সুদীর্ঘ পথ পাড়ি দিয়ে..
জলের মাঝেই নিয়েছিল ঠাঁই
তবুও গর্ভে থাকা শাবকটার
কষ্ট যদি কিছুটা কমে হায়।

বুকে তার বেদনার সমাহার অনেক অভিমান
গর্ভে তার আছে এক নিষ্পাপ অনাগত সন্তান
সে তো মানুষের কোন ক্ষতি করেনি
তবে কেন মানুষের এই অযাচিত শাস্তি বিধান।
সে যেন বেছে নিল তাই আপনার সলিল সমাধি
আর কারো দেয়া অন্ন সে আর গ্রহণ করেনি।
মা হাতীটা বুঝে গিয়েছিলো
সে বাঁচবে না আর বেশি ক্ষণ।

মা হাতীর ভেতরটা যে প্রচণ্ড অগ্নিদগ্ধ
হাতি শাবক যাচ্ছে মরে এই আশঙ্কায়
মা হাতী মাঝেই নিয়েছিল ঠাঁই
তিনদিন দাঁড়িয়ে থাকে সে
শীতল জলের মাঝে
তবু যদি গর্ভে থাকা হাতী শাবকের
যাতনার কিছুটা হয় উপশম ।


জগৎ জুড়িয়া এখনো অমানুষ জনপদ
তাদের থেকে বন্য পশুরাও নয় যে নিরাপদ।

সুতীব্র যন্ত্রণা বুকে গেছে মরে মা
শিশুটিও তার মরে গেছে তাই
পৃথিবীর আলো তার আর দেখা হয় না।

মানবতাও মরে গেছে তারও অনেক আগে।

সৃষ্টির মাঝে মানুষই এখন নিকৃষ্টতম জীব
আপন কর্মদোষে , ভেবে ভেবে প্রাণে কষ্ট লাগে।

তাইতো তারা করতে পারে এমন নির্মম কাজ
লোভী অমানুষেরা হয়ত ব্যস্ত এখন
মরা হাতীর দাঁত আর অস্থি নিয়ে
আশাহত হৃদয়ে তাই অনেক বেদনা করছে বিরাজ।

মানুষের মুখে যতই সাধু সন্ন্যাসী পূজা অর্চনা
ভেতরটা যেন কেবলই ভরা পাপের তাড়ণা ।

মন্তব্য ১৩ টি রেটিং +১/-০

মন্তব্য (১৩) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:২০

চাঁদগাজী বলেছেন:


বিশ্বে মাঝে সবচেয়ে ঘৃণিত বেজন্মাদের জন্ম হয়েছে ভারতে।

২| ০৪ ঠা জুন, ২০২০ সকাল ১০:৫৮

এম এ হানিফ বলেছেন: এই মানুষকে সৃষ্টির সেরা জীব বলতে কষ্ট হয়। এত নিকৃষ্ট, এত নির্দয় মানুষ!

৩| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৪| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: এমন এ হানিফ কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।
আমরা এখন সত্য বলতে ও যেন ভয় পাই। অথচ সবাই জীবন মৃত্যুর সন্ধিক্ষণে।

৫| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১২:৫৫

কালো যাদুকর বলেছেন: এটি একটি অত্যন্ত বেদনাদায়ক ঘটনা। মানুষের নিচতার শেষ কোথায়?

৬| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কালো যাদুকর এ ঘটনায় জড়িত যারা তাদের আফ্রিকার গহীন জঙ্গলে হিংস্র সিংহ হায়েনার মধ্যে রেখে আসা উচিৎ।

৭| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ১:৫৫

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত বেদনাদায়ক :((

৮| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি মানুষের নেই মানবতা।

৯| ০৪ ঠা জুন, ২০২০ দুপুর ২:৫৬

রাজীব নুর বলেছেন: গুড ওয়ান।

১০| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৩:২১

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই,
সমগ্র পৃথিবীতে হাতি সহ সকল প্রাণী বিপন্ন। এভাবে হাতি হত্যা সহ বিকৃত হত্যার মতো চিন্তা দেখে আমি খুবই মর্মাহত ভাই। আমি মৃত্যুদন্ড সমর্থন করি না। এ ধরনের পিশাচদের মৃত্যুদন্ড হলেও তারা মুক্তি পেয়ে যায়। এদেরকে দরকার প্রিজনে ডান্ডাবেরী দিয়ে বেইজমেন্টের অন্ধকার সেলে রাখা - যাবজ্জীবন।


১১| ০৪ ঠা জুন, ২০২০ বিকাল ৪:৩৬

আহলান বলেছেন: মর্মস্পর্ষী .... !!

১২| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪১

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

১৩| ০৪ ঠা জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪২

সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুরমাহমুদ যথার্থ কমেন্ট।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.