নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমিই বোধহয় বেশি জানো!!!!

০৬ ই জুন, ২০২০ ভোর ৬:১৭

আমার চেয়ে তুমিই বোধহয় বেশি জানো ;
আমার লেখা কয়টি কবিতা
তোমায় নিয়ে কয়টি লেখা
কয়টি আবার গানের মতো
কয়টি তোমার মনের মতো
গভীর প্রেমে তোমার দেখা
তোমার আমার প্রেমের উপাখ্যান
চুল চেরা বিশ্লেষণে তোমার নখদর্পণে
তুমিই জানো অপ্রগলভ এই প্রেমের
ইতি রেখা কোথায় টানো।

আমি হলফ করে বলতে পারি
কোথায় তোমার ইচ্ছে ঘুড়ি
করছে শুধু উড়ুউড়ি , উদাসীর বায়
অদৃশ্য এক শক্তি যেন
তোমায় আবিষ্ট করে রাখে
গোপনে পড়ে তা যেন তোমার তৃপ্তি লাভ।

যে কয়টি হয়না প্রকাশ
তোমার জানার বাইরে থাকে,
জানি তোমার মনে প্রশ্ন জাগে
এই রকম কয়টি আছে , হয় না জানা শতভাগ।

কয়টি তোমার অধরাই থাকে
তুমি বোধহয় এও জানো অনেক লেখাই
যায় হারিয়ে অবহেলায় অযতনে।

আরও কতো ভাবনা, তুমি যদি আমার হতে
খুব সহজে হতো লেখা আরও ক___তো..
হতাম যদি পরিপুষ্ট তোমার থেকে পুষ্টি নিয়ে
প্রতিনিয়ত।

এমন রকম ভাবনা গুলো দুঃখ হয়ে
হয়তো তোমার বুকেই থাকে ।

আমার সব ভাবনা গুলো
যেন রঙিন প্রজাপতি!
ফুলে ফুলে ঘুড়ে বেড়ায়
হয়তো অনেক সুখেই আছে
যেমন করে দূরের তারা আকাশ বাতি।

যেন সুখের প্রদীপ জ্বেলে
নির্ঘুম দুই চোখের মাঝে
রাতের ঘুম নেয় যে কেড়ে !

কয়টি লেখা গুনগুনিয়ে
শুধু তোমার কন্ঠে বাজে
তুমিই জানো তুমিই জানো
তোমায় নিয়ে কয়টি হলো
আর কয়টি হতে পারে।

আমি শুধু এটুকু জানি
তোমার প্রেমে আমার কলম
যেন অসীম রকম শক্তিধর ,
এর থেকে নেই পরিত্রাণ তোমার
যেমন করে রাতের আঁধারের সূর্য থেকে;
রাতের আঁধার যায় ফুরিয়ে
উঠে যখন দিবাকর।


মন্তব্য ১১ টি রেটিং +১/-০

মন্তব্য (১১) মন্তব্য লিখুন

১| ০৬ ই জুন, ২০২০ সকাল ৯:০৩

বুরহানউদ্দীন শামস বলেছেন: দারুন ।
মুগ্ধতা রেখে গেলাম।

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ০৬ ই জুন, ২০২০ সকাল ৯:৩৪

হাসান মাহবুব বলেছেন: বাহ! বেশ সুরেলা।

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: হাসান মাহবুব ব্লগে সুস্বাগতম। কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৩| ০৬ ই জুন, ২০২০ সকাল ৯:৪৩

চাঁদগাজী বলেছেন:


বাংগালী মেয়েরা কবিতায় জেনেছে আপনজনের মনের কথা

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী কবির অন্তরতমা কবিতা নিবেদনে কবিতা পাঠ করে কবির মনোজগত সম্পর্কে সম্যক ধারণা লাভ করে থাকেন বা থাকবেন

কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৪| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: বুরহান উদ্দীন শামস কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৫| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: হাসান মাহবুব ব্লগে সুস্বাগতম। কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

৬| ০৬ ই জুন, ২০২০ দুপুর ১:০৮

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী কবির অন্তরতমা কবিতা নিবেদনে কবিতা পাঠ করে কবির মনোজগত সম্পর্কে সম্যক ধারণা লাভ করে থাকেন বা থাকবেন

কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

৭| ০৬ ই জুন, ২০২০ বিকাল ৩:১৮

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা। ভাষা সুন্দর।

০৭ ই জুন, ২০২০ সকাল ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নূর কমেন্ট এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা রইলো আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.