নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

দূরন্ত পথিক!!!!

১০ ই জুন, ২০২০ রাত ১২:১২




অনেকেই চলে গেছে
আসেনিকো ফিরে আর— এই খানে.
আমাদের হাসি খেলায়।

এক বুক অভিমান নিয়েই চলে গেছে তারা
তাদের কথা মনে করে
মন ওঠেছে আজ ভরে— অপার বিষন্নতায়।

সময় থাকেনি থেমে হায়,
বদলে গেছে দিন সময়ের ডানায় ভর করে।
দিন বদলের খেলায় একদিন সবই বদলায়।

শুধু যোগ্যতম টিকে থাকে
সঙ্গোপনে প্রেরণার রক্ত গোলাপ হয়ে ফুটে,
সৌভাগ্যবান তার সুবাস বুকে লয়ে
সম্মুখ পানে ছুটে ।

মায়াভরা এই ভূবনে
আমরা যেন কতো আপন— কতো কাছের
আমাদের এই পথচলা অটুট বন্ধনে
কখনোই যেন শেষ হবার নয়।

আমরা যেন দূরন্ত পথিক
তিমির আঁধার দূর করে।

আমরা যেন পানকৌড়ি ডুব
অপ্রগলভ প্রেমের সরোবরে।

উৎসর্গ : সুপ্রিয় ব্লগার রাজীব নুর
ছবিঃ সুপ্রিয় ব্লগার ঠাকুর মাহমুদ




মন্তব্য ১৪ টি রেটিং +২/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ রাত ১২:২২

চাঁদগাজী বলেছেন:



নতুনদের আগমনে ভরে থাক আনন্দমেলা

১০ ই জুন, ২০২০ সকাল ৮:৪০

সেলিম আনোয়ার বলেছেন: নতুনদের আগমনে পুরোণোদের সঙ্গে নিয়ে ভরে থাক আনন্দ মেলা ।

২| ১০ ই জুন, ২০২০ রাত ১২:৩৪

ঠাকুরমাহমুদ বলেছেন:

যারা চলে গেছেন - অনেকেই অভিমানে চলে গেছেন। সেলিম আনোয়ার ভাই আমরা দোষগুণে মানুষ আমাদের দুঃখ থাকবে, আমাদের অভিমান থাকবে। প্রিয়জনদের প্রতি, প্রিয় জায়গার প্রতি এমনকি চশমাটির প্রতিও দুঃখ করি - অভিমান করি! আপনার প্রতি কৃতজ্ঞতা রইলো ভাই।

১০ ই জুন, ২০২০ সকাল ৮:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।

বিশাল একটা হৃদয় চাই— সাগরের মতো
যেখানে সব কিছু সীমিত, কানকথা চিল ডেকে আনে
হীরে ফেলে কাচ তুলে করা ভুল ধ্বংস ডেকে আনে
অনেক হয়েছে এখনই ছুড়ে ফেল তারে
ভুল কখনো হয় না ফুল শখের বাগানে
সে যেন আগাছা প্রতিবন্ধক হয় পুষ্টি সব শুষে নিয়ে
ম্লান মুখে দাড়িয়ে থাকে যেন যক্ষের ধন
দূরে ছুড়ে ফেলে দেয়ার এখনই মহেন্দ্র ক্ষণ
আগাছা উৎপাটন করে তুমি হাতে নাও তুলে
সুগন্ধি গোলাপ এক সুঘ্রাণ লও তার দিয়ে প্রাণমন ।

কেমন হলো কবিতা বিজ্ঞ ঠাকুর মাহমুদ ,
শুভ সকাল ।

৩| ১০ ই জুন, ২০২০ রাত ১২:৪৯

রাজীব নুর বলেছেন: আজ রাতে আমি ঘুমাতে পারবো না।
সারারাত কাদতে কাদতে ভোর হয়ে যাবে।
কষ্টের কান্না নয়। আনন্দের কান্না!

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১০ ই জুন, ২০২০ রাত ১:১৫

রুদ্র নাহিদ বলেছেন: জীবনের এই ব্যস্ত ট্রেন,চলার পথে কোন স্টেশন ধরে, কত স্টেশন ছাড়ে, তবু চলতেই থাকে। এটাই জীবন।

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট রুদ্র নাহিদ।


জীবন নদীর মতন ।

৫| ১০ ই জুন, ২০২০ ভোর ৪:৪৩

নেওয়াজ আলি বলেছেন: জীবনের হাট বাজার । কেউ আসে কেউ যায়।

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: তবু যেতে নাহি দেব হায় ।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ১০ ই জুন, ২০২০ ভোর ৫:৫৩

নুরুলইসলা০৬০৪ বলেছেন: যারা চলে গেছে দুরের কোন দেশে তারা ভালো থাকুক,আর যারা চেলে পরপারে তাদের ভালো টা গ্রহন করুন।

১০ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ১০ ই জুন, ২০২০ সকাল ১১:০০

পদ্মপুকুর বলেছেন: মায়াভরা এই ভূবনে
আমরা যেন কতো আপন— কতো কাছের
আমাদের এই পথচলা অটুট বন্ধনে
কখনোই যেন শেষ হবার নয়।[/si

একসাথে ব্লগিং করে একজন ব্লগারের জন্য এর চেয়ে বেশি আর কি চাই? নাদেখা, অপরিচিত সব চরিত্রের জন্য এই ভালোবাসাময় গল্প-কবিতা, সে শুধু ব্লগাররাই পেতে পারে। আশা করি সব ব্লগারের চাওয়াই খুব দ্রুত নিরাপদ বাহুবন্ধনী লাভ করবেন রাজীব নুর।

১০ ই জুন, ২০২০ রাত ৯:০৬

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.