নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

রজনীগন্ধা ফুল !!!!

১০ ই জুন, ২০২০ রাত ৮:২৪




তুমি মোর ব্যথাভরা জীবনে ভালোবাসার আলো,
তুমি দূর থেকে মোরে যেন— প্রণয় সুধা ঢালো।
তোমাকে ভালোবাসবো বলেই যেন হেথায় আমার আগমন,
তোমার সুবাসে এক নিমিষে দূর প্রবাসে দুঃখেরা করে গমন ।

আমি অবাক হয়ে ভাবি আমি মুগ্ধ হয়ে যাই
আমি যেন কুসুম কোমল তোমার প্রেমের ‍ছুঁয়ায়।

মনে হয় ক—তো দিন ক—তো রাত শুধু তোমায় খুঁজেছি হায়
তোমায় পেয়ে ধন্য হলো আমার এই জীবন— আর কিছু না চাই ।
তোমায় না পেলে এ জীবন যেন বৃথা
তোমায় না পেলে আর কোথাও— নেই যেন মোর সফলতা
জীবনে চলার পথে
প্রতিটি পদক্ষেপে
তুমি যেন দূর করো— মোর ব্যর্থতা।

আমি তোমায় পেয়েছি তা—ই, এই পরাণ যাহা চায়!
তোমার বিনিময়ে তাই এই জীবনে— আর কিছু না চাই।

তুমি মোর জীবনের সাধনা এই জীবনে তোমায় পেলে
পাওয়ার যেন— কিছুই বাকি নাই।

অপসরা ঘুণেধরা এই সমাজে তোমায় আকড়ে ধরে
মানুষের মত মানবিক এক জীবন— আমি শুধু চাই।
ভুলে যাও—
ওগো মোর নিরুপমা—
অতীতের সব ভুল,
এই জীবনে তুমি যেন মোর বহু কাঙ্ক্ষিত রজনীগন্ধা ফুল ।
ভুলে ভরা এই জীবনে তোমার প্রেমে নেই যে কোন ভুল ...

মন্তব্য ১০ টি রেটিং +২/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৬

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত মুগ্ধকর লেখা

১০ ই জুন, ২০২০ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

২| ১০ ই জুন, ২০২০ রাত ৮:৪৮

মোহাম্মদ গোফরান বলেছেন: রজনীগন্ধা ফুল এর গন্ধটাই তো নস্টালজিক হয়ে যাওয়ার মতো।

১০ ই জুন, ২০২০ রাত ৯:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা।

মোহাম্মদ গোফরান ভাল থাকবেন সবসময় এই শুভকামনা থাকলো ।

৩| ১০ ই জুন, ২০২০ রাত ৯:৪৯

রাজীব নুর বলেছেন: সহজ সরল ভাষা।
এই ফুল আমার প্রিয়।
ঘরে রেখে দিলে রাতে ফুলের সৌরভে ঘরে ভরে যায়।

১০ ই জুন, ২০২০ রাত ৯:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১০ ই জুন, ২০২০ রাত ১০:১৪

সাইন বোর্ড বলেছেন: সুন্দর অনুভূতির প্রকাশ, ভাল লাগল ।

১০ ই জুন, ২০২০ রাত ১০:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ১১ ই জুন, ২০২০ সকাল ৮:২৯

ইসিয়াক বলেছেন: সুন্দর

১১ ই জুন, ২০২০ দুপুর ১২:১৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.