নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কত কিছুইতো করার আছে..

১১ ই জুন, ২০২০ দুপুর ১২:১৭



তোমরা যারা এইখানে করছো বিচরণ,
তোমাদের চিন্তাধারা সমাজে আনতে পারে
অভাবনীয় পরিবর্তন।

তোমরা প্রাণখুলে তাই হাসো—
তোমরা সবাই একসাথে বাঁচো।

তোমাদের দেয়ার— অনেক কিছুই আছে
এদেশ যেন তোমাদের দিকেই চেয়ে আছে..

তোমরা যদি লিখো— দেশের কথা দশের কথা
তোমরা যদি তুলে ধরতে পারো— সমাজের দূর্বলতা
তোমরা যদি ভাবো— কীভাবে তার থেকে হতে পারে উত্তরণ?
তোমরাই খোঁজে পাবে, তোমরাই দেখিয়ে দেবে, তবে
সফলতার সহজ সরল পথ—তোমাদের আছে সেই মেধা ও মনন।

সেই পথে চলে হতে পারে সমাজের কাঙ্ক্ষিত বিবর্তন।

তোমরা যদি বুঝো —তোমাদের কতো দাম
তোমরা যদি পরস্পরকে করো হে সম্মান;
তোমরা ভেবে দেখো কত কিছুইতো করার আছে..
জীবনটাতো অনেক ছোট তাতে কাজের শেষ নাই
কাজের কাজ করতে না পারলে জীবন বৃথা তাই ।

সুদৃঢ় প্রত্যয়ে মানব সেবায় আর উন্নয়নে করিতে পারো যদি আত্ননিবেদন
তবেই তোমাদের ধন্য মানব জীবন, তাই অন্যরে আর করো না অপমান।

সফলতা মানে, একক কিছু নয়;
দেশের দশের সামগ্রিক মঙ্গলসাধন যদি হয় ,
সফলতা তারেই কয়।

তর্কে তর্কে অযথা আর সময় করো না অপচয় ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:০২

মাহমুদুর রহমান সুজন বলেছেন: সুন্দর কাব্য ভাবনায় সমুদয় উপদেশগুলো একটা উন্নত মননের জাতির গঠনের বার্তা।

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ।

উন্নত জাতি মানে আমি উন্নত মনে রাখি তাই

২| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:২৪

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই, কখনো যদি বিশ্ব শান্ত হয় আবার যদি কোনো কনফারেন্সে যাই আপনার এই কবিতার চার-ছয় লাইন আবৃত্তি করবো সাথে কৃতজ্ঞতা স্বীকা্র করে আপনার নামও উল্লেখ করবো। কবিতাটি প্রিয়তে রাখছি।

১১ ই জুন, ২০২০ দুপুর ১:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সত্যি আমার গর্ব হচে্ছ ।


আমি যেন লিখে যেতে পারি লিখে লিখে করতে পারি জয়.....

কমেন্টে ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৪৯

রাজীব নুর বলেছেন: খুব সুন্দর লিখেছেন।
আমি এখনও বিশ্বাস করি লিখে লিখে দুনিয়াটা বদলে দেওয়া সম্ভব।

১৪ ই জুন, ২০২০ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: খুব সুন্দর কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য

৪| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৫১

ইসিয়াক বলেছেন:
খুবই সুন্দর।আমার মনের মতো।

১৪ ই জুন, ২০২০ সকাল ১১:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য

৫| ১১ ই জুন, ২০২০ দুপুর ১:৫৮

নেওয়াজ আলি বলেছেন: সাবলীল সুন্দর উপস্থাপন । 

১৪ ই জুন, ২০২০ সকাল ১১:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য

৬| ১১ ই জুন, ২০২০ বিকাল ৫:২০

চাঁদগাজী বলেছেন:


কাহাদের সাথে আলাপ আলোচনা করতে বেশী ভালো লাগে, বাংলাদেশ সরকারের প্রশাসনের লোকজনের সাথে, নাকি ব্লগের লোকজনের সাথে?

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫০

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার প্রশ্ন। ওভাবে ভাগ করে বলা যাবে না । প্রতিটি বলয়ে কিছু ভাললাগার মানুষ থাকে । আমার ব্লগবাড়িতে যারা নিয়মিত অতিথী তাদের সঙ্গে কথা বলতে ভাল লাগে। অফিসেও তেমন আছে । বিশেষ কেউ যে তার সঙ্গে কথা বলা তো অমৃতের মত। তবে আমি কম কথা বলা মানুষ। অগুরুত্বপূর্ণ মনে হলে কথা বলা বন্ধ করি। মাথার মধ্যে আমার কবিতার বাস আয়েশি সময়ে কবিতার উদয় হয় কবিতা নিয়ে কাটিয়ে দিই তেমন অবসর। বাকী সময় গবেষণা। গবেষণার মজা অন্যরকম দারুন অনুসন্ধানি মন নিয়ে প্রশ্নের উত্তর খুজে বেড়াই। নিয়ম কানুনের কারণে কমপক্ষে নিজের গবেষণা বিষয়টি পেস্টে আনা হয় না। সরকারে পলিসি এমনই। কবিতা পোস্ট করায় কোন বিধিনিষেধ নেই। যারা অলস তারা আমার অবসয় সময়ের লেখা পড়েই মন্তব্য করে ফেলে কাজ কাম করে না শুধু কবিতা লিখে বেলা পার। তাদের জীবন কর্মমুখর নয়। সে হয়তো মানে না কাজই জীবন। অথবা জানে না ২৪ ঘন্টর দিনে কত বেশি কাজ কার সম্ভব । অথচ অহেতুক আডডা অপরের সমালোচনা কুৎসা করে তার দিন কেটে যায় । আসলে জীবনে অনেক কিছুই করা যায়। প্রিয়জনের সঙ্গে কথা বলে কবিতা লিখে অবসর সময়কে অর্থপূর্ণ করা সম্ভব। কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য

৭| ১২ ই জুন, ২০২০ সকাল ৯:১৫

জাফরুল মবীন বলেছেন: সুন্দর আহবান জানিয়েছেন মগজবিহীন মাখলুকাতকে।

১৪ ই জুন, ২০২০ দুপুর ১২:৫২

সেলিম আনোয়ার বলেছেন: জাফরুল মবীন,

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.