নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তুমি . চাইলেই , যে মরে গেছে আজ !!!!

১৪ ই জুন, ২০২০ দুপুর ২:৫০




তুমি . চাইলেই

তুমি . চাইলেই বৃষ্টি নামে— তুমি চাইলেই খরা
তুমি চাইলেই করতে পারি . ধরা কে জ্ঞান সরা ।
তুমি চাইলেই করিনা যে পরোয়া আর কাহারে
তুমি চাইলেই করি নিয়ন্ত্রণ গুগো আমি আপনারে।

মম প্রেমের আবির মেখে তোমার যতো ঢং
আর কেহ না বুঝুক আমি বুঝিগো তারে।
তুমি যেন আমার মনের রঙিন ইচ্ছে ঘুড়ি
শুধু উড়ে উড়ে যাও ঐ আকাশের উপারে ।

মেঘের সাথে যেন খুব সখ্যতা তোমার,
ওগো জলপরী,
তোমার সঙ্গ আমার কাছে যেন স্বর্গসুখ
তুমি চাইলে এক নিমিষে বেদনারা
রঙিন প্রজাপতি ।

তোমার আমার এই প্রেম যেন তাজা কবিতা;
যেমন প্রস্ফুটিত একটি রক্তগোলাপ,
সুবাসে যার অপার মুগ্ধতা— বাড়ির চারিপাশ;
তুমি কী তবে আকাশে ভেসে থাকা মেঘ
প্রেম ভরা এই হৃদয়টা মোর তবে অনন্ত আকাশ।




যে মরে গেছে আজ

তোমরা যারা করছ উপহাস— একটি লাশ নিয়ে
তোমরা কি দেখেছো বেঁচে থাকা— তার উপহাস
ঠিক যেন তোমাদের মতন করে, জীবন বরবাদ।
কি লাভ হলো তাতে টাকা ক্ষমতা তুচ্ছ অতি
ভেবে দেখেছ কি? তোমরা বাঁচবে কেমন করে?
কোভিড নাইন ভয়াবহ সংক্রামক ব্যাধি
বলছি তোমারে— তোমাদেরে ।
কি লাভ বলো এত মিথ্যে স্তূতি বন্দনায়
কি লাভ হবে তাতে মরণেরও পরে।
জীবন যার পূণ্য কর্মময় সেইতো লাভবান
তার জন্য আছে অনেক প্রতিদান মরণের পরে।
পাপিষ্ঠের প্রশংসার নেই কোন দাম শ্রষ্টার বিচারে
কেমন জীবন তুমি করবে গঠন ভেবে নাও তারে .
যে চলে গেছে তুমি শুধু সমবেদনায় বলতে পারো
যেখান থেকে এসেছি সেখানেই আমরা . যাবো ফিরে।


ছবি গুগুল থেকে নেয়া ।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:০৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




তুমি . চাইলেই
সম্ভবত এই তুমির কাছেই আমরা হাজার হাজার বছর ধরে “পরাজিত”

যে মরে গেছে আজ
জীবন মৃত্যু আসলে ঘড়ির কাটার সাথে চলছে।
যে কোনোদিন যে কোনো সময় এই ঘড়ির কাটা থেমে যেতে পারে।




১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:২১

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ঠাকুরমাহমুদ

যাকে ভালোবাসা তাকে একটা সাগর পরিমান ভালোবাসা উচিৎ তবে কথাবৃক্ষ হয় । আজতো বৃষ্টি হলো। গতকালও সেইরকম ঝুম বৃষ্টি মনে হলো প্রকৃতি দারুণ খুশি অসাধারণ এক প্রেমের মহেন্দ্র ক্ষণ ।



মানুষ সত্যি অবিবেচক যেন নিজেদের শবের মিছিলে ব্যঙ্গ বিদ্রুপ চলছে

২| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:০৯

বিজন রয় বলেছেন: আজ যে হাসে কাল যে কাঁদে। তবুও মানুষের জ্ঞান হয় না।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: জ্ঞানের গভীরতা কম অথবা অজ্ঞতার নেশা। যাদের দেশসেবা ব্রত হওয়া উচিৎ তারা মিথ্যে ক্ষমতার মসনদের উপাসনা করে। তারপর মরে যায় অপমানে। । মৃত্যু আবশ্যক। আজ অথবা কাল। মৃত্য পরাজয় নয়। সুন্দর।

অসত্যের উপাসনা অসুন্দর পরিত্যাজ্য ।

৩| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:১৮

নেওয়াজ আলি বলেছেন: সব কথা অতি সহজ সরল ও নন্দিত  ভাবে  উপস্থাপন

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সত্য উপলব্ধির বিষয় ।জীবনটা অনেক সময় বুঝা পড়া। সহসা তা হয় না। ভালবাসা অমূলক নয় । অনেক সময় তা অসীম হতে পারে। সসীম জীবনের স্বার্থকতা অসীমের সন্ধান লাভে। ভালবাসা অতুলনীয় ...


ধন্যবাদ ।

৪| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:১৯

রাজীব নুর বলেছেন: এবং আপনি চাইলেই সুন্দর কবিতা লিখতে পারেন।

১৪ ই জুন, ২০২০ বিকাল ৩:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: প্রেম হয়ে গেলে কবিতা কঠিন কিছু নয়। কথা বৃক্ষ ক্রমশ ডালপলা ছড়িয়ে অসীমে বিস্তার লাভ করতে থাকে। কবি গুরু কিংবা বিদ্রোহী কবি নজরুল তাদের জ্ঞানের পরিধির মাপকাঠি পড়াশুনা নয়। ভেবে দেখুন তো আমার একটা ফরেন ডিগ্রি আছে যেটি অনেকেরই আছে তাদের কিন্তু নেই। কিন্তু যাপিত জীবন যদি বিষয় হয়ে থাকে আমার যে বৈচিত্রময় জীবন ঐতিহ্য পূর্ণ তার প্রভাব কবিতাতে থাকবে এটা স্বাভাবিক। বিশ্ববিদ্যালয়ে অনেকে পড়ে কতজন থাকে স্বর্ণশিখরে কতজনের এমন অর্জন।

সরকারি চাকুরি যেখানে সোনার হরিণ সেখানে তেমন চাকুরি লাভকে আমার ক্ষেত্রে তুচ্ছ বিবেচনা করা হয়েছে । আমি নিজেকে প্রশ্ন অনেক মানুষের জীবন নিয়ে অর্জন নিয়ে অবাক হই । অথচ বাস্তব । মাঝে মাঝে ভয় হয়। আমি স্রষ্টার কাছে ক্ষমা চাই । অহংবোধ যেন আমাকে না পেয়ে বসে ।

আমি লিখি কিন্তু ভালো লিখি না, হুমায়ূন আহমেদ স্যারও ভালো লিখতেন না??? স্যারের দূর্বলতা গুলো ঠিকই খুজে পাই
নিজেরটা কি খুঁজে বেড়াই ?? সব মানুষের বিবেচনা একচোখে

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।

৫| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:০৩

বঙ্গভূমির রঙ্গমেলায় বলেছেন:
:)

১৪ ই জুন, ২০২০ বিকাল ৪:২৩

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ ।

৬| ১৪ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩

মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
ভালো লাগলো আপনার দু'টো কবিতাই ।
অপরিসীম ভালোবাসা ও ধ্রুবসত্য মৃত্যু ++

১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ১৪ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৭

চাঁদগাজী বলেছেন:


মানবী চাঁদের মতো, সারা ভুবনে আলো ছড়ায়।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট ।

সে যে চাঁদের চেয়েও চাঁদ
জানি না তার কি সে এতো ভয়
তার প্রেমে আমার নেই কোন সংশয়
শুধু সারা ভূবনে নয় এ হৃদয়ের রানি সে যে
ধন্য হল এই জীবন তার প্রেমের ছূঁয়ায় ।


আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.