নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আরও একটি মৃত্যু সংবাদ!!!!

১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৭

আরও একটি মৃত্যু সংবাদ
মানুষটা খুবই পরিচিত
এখন দিন চলছে এভাবেই
এমন বার্তা শ্রবণ এখন প্রতিনিয়ত।

এ যেন শবের মিছিল
মিছিলে সবে পথ চলছি একই সাথে
কার জীবন ঘড়ি কখন যে থেমে যাবে
কেউ কী বলতে পারে?

তবুও কেন যে এত অহমিকা?
তবুও কেন এত ব্যঙ্গ বিদ্রুপ?
নিজের মৃত্যু সংবাদ কেহইতো শুনে না
শুনবে কি করে?
কেউ করতে পারে না যে শ্রবণ মরণের পরে।

শুধু একই প্রশ্ন মনে মরার পর
মানুষের গন্তব্যে কোথায়
মন লইলে কি তার খবর?
মৃত দেহ পড়ে থাকে কবরের ভিতর
আত্না থাকে কোথায় কারো জানা নাই!
কবর তো এক, বিষাক্ত সাপ বিচ্ছুর ঘর,
দংশনে দংশনে ব্যথা ভরা সুদীর্ঘ জীবন!
সেখানে লাগে না কোন কাজে ;
চাটুকারিতা আর ক্ষমতার মসনদ।

কবর নাকি শান্তির ঘুম শুধু তার জন্য
ঈমান আমল শুদ্ধ যার, জীবন পরিচ্ছন্ন।

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩

খায়রুল আহসান বলেছেন: শেষের দু'লাইন ধ্রুব সত্য বলে বিশ্বাস করি। কিন্তু এমন শুদ্ধ আমল অর্জন এবং পরিচ্ছন্ন জীবন যাপন এত কঠিন! চারিদিকে অশুদ্ধতার কারণে এবং শয়তানের ইশারায় পদে পদে পদস্খলনের সম্ভাবনা!
মৃত্যুর পরে আমল সংশোধনের কিংবা নতুন করে পুণ্য অর্জনের কোনই উপায় নেই। সুতরাং, সময় থাকতেই সাধু সাবধান!

১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৫২

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট শ্রদ্ধেয় খায়রুল আহসান । নিরন্তর শুভকামনা আপনার জন্য।

সকালে উঠিয়া আমি মনে মনে বলির মতো তবু যদি কিছু উপকার হয় ।

২| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১২:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই,
লক ডাউনে দেশ - বিশ্বের কি হয়েছে জানিনা, তবে মানুষের মন মানসিকতা লক্ড হয়ে গেছে - লক্ড হয়ে যাচ্ছে এখানে কোনো সন্দেহ নেই। ভাই, মৃত্যুর সংবাদ আর শুনতে চাই না। আমাদের সবার মরতে হবে তাই মৃত্যু নিয়ে আর ভাবতে চাই না। যা হবার হবে। এখানে আর কিছু করার নেই।

আপনি আমি - আমরা সম বয়সি মানুষ। জগৎ সংসার তো অনেক দেখলাম। যদি আমরা বেঁচে থাকি যদি কখনো বিশ্ব শান্ত হয় তাহলে সন্ধ্যার পর সন্ধ্যা সংসদ ভবন লেকের পার বসে গল্প করবো - নাকি বলেন?

ভাই আপনার জন্য দোয় করি - আমার জন্যও দোয়া করবেন।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: হয়তো এমনও হতে পারে ভালো কথাও ভালো নাও লাগতে পারে।

মানুষের ভিতরে যখন দুনিয়ার নেশা আর অজ্ঞতার নেশ ঢুকে যায় তখন যা খুশি তাই পারে ।

কবিতা চুরি হওয়ার ভয় আমি করি না।

বুকের মধ্যে থাকলে কথা গাছ
প্রিয়ার সনে প্রেম হবে বারোমাস।

৩| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:০৮

বিজন রয় বলেছেন: আপনার অনেক কবিতার ভীড়ে এই কবিতাটি অনেক অনেক ভাল হয়েছে।

আরো চাই এমন।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: আপনার মন্তব্যে অনুপ্রাণিত বিজন রয় ।

আমিও কবিতা লিখতে চাই


শুধু সে যেন থাকে আমার সাথে
প্রগাঢ় প্রেমে অপার ভালোবাসায় :)

৪| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৩১

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো।

১৫ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই জুন, ২০২০ দুপুর ১:৪৪

পদ্মপুকুর বলেছেন: এর মধ্যেও আমাদের কোনো পরিবর্তন হবে না আশা করি!!
সেই একই অদুরদর্শীতা, একই রাজনৈতিক বিরোধিতা, একই রেষারেষি চলতেই থাকবে। সাথে থাকবে আমাদের অসার অহমিকা আর বিদ্রুপের বহর।

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০২

সেলিম আনোয়ার বলেছেন: পরিবর্তন কাম্য সবার।

আল্লাহ চাইলে বাধ্য হবে মানুষের কি সাধ্য আছে
দেখেছেন সবাই ইউরোপ আমেরিকায় ।

৬| ১৫ ই জুন, ২০২০ বিকাল ৪:৫৭

ঢাবিয়ান বলেছেন: পদ্ম পুকুর বলেছেন: এর মধ্যেও আমাদের কোনো পরিবর্তন হবে না আশা করি!!
সেই একই অদুরদর্শীতা, একই রাজনৈতিক বিরোধিতা, একই রেষারেষি চলতেই থাকবে। সাথে থাকবে আমাদের অসার অহমিকা আর বিদ্রুপের বহর।
একমত

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:০৪

সেলিম আনোয়ার বলেছেন: মূর্খতা ব্যক্তিত্বহীনতা অমানবিক অসভ্যতা এগুলো কারো পছন্দনীয় হওয়ার কথা নয়। যদি হয় তেমন লোকের চেয়ে পশুও ঢের ভালো ।

৭| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৩

রাজীব নুর বলেছেন: কবিতার প্রতিটা লাইনে সত্য স্পষ্ট।

১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: আপনার সত্য মনে হয়েছে জেনে ভাল লাগলো । ধন্যবাদ কমেন্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.