নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
এটা কি তবে প্রেমের বিবর্তন ?
প্রকাশ্য দিবালোকের মতো
মুছে ফেলে সব জড়তা
লজ্জাবতী লতা— কথাবৃক্ষ এখন।
অপ্রগলভ এক প্রেমের উত্তাপে ।
প্রেম যে অমোঘ শক্তিধর
তা মেনে নিতে হবে; মেনে নিতে হয়।
তোমার আমার প্রেম ধ্রুবতারার মত
সুন্দর শাশ্বত ;
সারা পৃথিবী যেন অবাক চেয়ে রয় ।
এ হৃদয়ে তুমি যেন প্রেমের অনুরণন;
কবিতার জিয়ন কাঠি, পরম আরাধন।
তুমি আমার পরম চাওয়া
আর কিছু না চাই
সারাটি জীবন এমন করে তোমায় যেন পাই ।
উৎসর্গঃ সেই তুমি
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:২৯
সেলিম আনোয়ার বলেছেন: একটির বেশি পোস্ট আমি দিতে চাই না দেবোও না । আজকে দিলাম। অতি আনন্দে তাই কবিতা অংবং হলো । তবু এটি একটি বিশেষ কবিতা অর্থবহ ছবি সম্বলিত।
কমেন্টে অনেক ধন্যবাদ রাজীব নূর ।
২| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৪
মিরোরডডল বলেছেন: প্রেমে না পাওয়াতেই পূর্ণতা ।
তখন এই ইন্টেন্সড অনুভুতি থেকে এরকম সুন্দর কবিতা হয় ।
প্রেম অধরা হয়ে থাক সেই ভালো ।
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: বুদ্ধিদীপ্ত কমেন্ট।
অধরা প্রেম প্রেম সে তো নয় শুধু বিড়ম্বনা
ভালোবেসে ধন্য হয় জীবন
এটুকু জানি আমি কি আর একা
কিভাবে তা বলি ।
১৫ ই জুন, ২০২০ রাত ৮:২২
সেলিম আনোয়ার বলেছেন: তোমার আমার অনুমোদনে
আমাদের দুজনার মাঝে
রাগ অনুরাগ হবে অপার ভালোবাসায়
তাতে অন্যকারো বলার কিছুই নাই ।
আমি যদি অথৈ প্রেমে
তোমার মাঝে দিই পানকৌড়ি ডুব
তুমি যদি ভেজা রক্তজবা চোপচোপ
কোন ক্ষতি নাই —এমন ভালোবাসায় ।
আমরা যদি একদেহ একপ্রাণ
নৌকোনদী খেলায়, প্রগাঢ় বিশ্বাসে
যতদিন এ দেহে প্রাণ আছে
তাতে কার কিবা যায় আসে
তুমি আমি সোনায় সোহাগা
ত্রিভূবনে নাই তুলনা নাই
এটা কেমন উত্তর হলো ।
৩| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৭
চাঁদগাজী বলেছেন:
আপনি আপনার কবিতাগুলো আবৃতি করে দেখেন?
১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: করি। নিজেকে শুনাই । এ কবিতা অতটা ভালো হয় নাই ।
৪| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:৫৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
সেলিম ভাই
সেই চিরচেনা স্বাদের পদ্য!
চোখ বন্ধ করে বলে দেওয়া যায়
কার কবিতা!! চমৎকার বুনুনিতে
অসাধারণ কাব্যের জন্য শুভেচ্ছা।
১৫ ই জুন, ২০২০ রাত ৮:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:০৩
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
হুম... লজ্জাবতী লতা নয়, প্রেম এখন প্রকাশ্য দিবালোকের মতো সব লজ্জাশরম খুলে ফেলে দিগম্বর বেশে হেটে যায়।
কবিতা মোটামুটি তবে কবিতা হলেই যে অন্ত্যমিল দিতেই হবে এমন কোনও কথা নেই। এই রকম মিলের কারনে অনেক সময় কবিতাটি খেলো হয়ে যায়।
বোঝা যায়, কবিতায় প্রেম বিষয়টি আপনার এক ধরনের আসক্তি। এই আসক্তিটাকে প্রেমের মতোই জোরালো করতে হলে সুনীল বা সামসুর রাহমানদের প্রেমের কবিতাগুলো পড়ুন। একটা ধারনা পাবেন। আপনার এমন কবিতায় প্রেমের বিষয়বস্তু একই থাকে।বিষয়টা প্রেমে সীমাবদ্ধ রেখেও আঙিকে বৈচিত্র আনা যায়, তাতে কবিতায় একটা আলাদা আবহ আসে।
আশা করি আপনাকে বোঝাতে পেরেছি। আপনাকে আপন ভেবেই এমনটা বলা। তা না ভাবলে দায়সাড়া " অসাধারণ" গোছের কিছু বলে আপনার কাছে ভালো হবার চেষ্টা করতুম।
একজন ভূত্ত্ত্ববিদ যেমন মাটি খুঁড়ে নয়নকাড়া বিভিন্ন জিনিষ তুলে আনে তেমনি করেই প্রেমকে খুঁড়ে আপনিও নতুন নতুন জিনিষ ( আঙিক) তুলে আনবেন, এমন প্রত্যয় রেখে গেলুম।
১৭ ই জুন, ২০২০ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস
সুচিন্তিত কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:১৮
নেওয়াজ আলি বলেছেন: বাহ্,দারুণ লিখেছেন
১৭ ই জুন, ২০২০ রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৭| ১৫ ই জুন, ২০২০ রাত ৯:৩৯
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: সুন্দরতর।
১৭ ই জুন, ২০২০ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন:
মোহাম্মদ সাজ্জাদ হোসেন
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৮| ১৫ ই জুন, ২০২০ রাত ১০:২০
কাছের-মানুষ বলেছেন: আমার কাছে ভাল লাগল।
১৭ ই জুন, ২০২০ রাত ১১:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৯| ১৫ ই জুন, ২০২০ রাত ১১:৪৪
রাজীব নুর বলেছেন: আমার মন্তব্যের উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। এবং কবিতাটা ভালো হয়েছে। সত্যি ভালো লেগেছে।
আবৃত্তি করুন। ইউটিউবে দিন। আমরা শুনি।
১৭ ই জুন, ২০২০ রাত ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নূর
তবে দায়িত্ব ও কাজ বেড়ে গেল । আমি যা অলস । তবে সুপরামর্শ নিশ্চয় । মনে থাকবে ।
১০| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৪৪
মিরোরডডল বলেছেন: "এটা কেমন উত্তর হলো "
কবিতায় উত্তর
দারুণ হয়েছে !!!!
"তাতে কার কিবা যায় আসে"
সেটাই ! এই না হলে প্রেম মানুষকে অন্ধ করে
১৭ ই জুন, ২০২০ রাত ১১:২০
সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট । প্রগাঢ় প্রেম অমন হয় । দুজনের সম্মতিতে সা কিছু সম্ভব হবে।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৫ ই জুন, ২০২০ সন্ধ্যা ৭:১৩
রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।