নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

হতে পারে আর মাত্র চৌদ্দটি দিন!!!!

১৬ ই জুন, ২০২০ সকাল ১০:৫৯

মরে গেলেই হয়না ক্ষমা সবার
যদিও বিধান আছে, ক্ষমা করার।

জীবনের এই পথ চলাতে তাই
এমন কিছু করা ও বলা মস্ত বড় ভুল
মরার পরেও যে বিষয়ে গুণতে হয় মাশুল।

মরার পরে মানুষই সবচেয়ে অসহায়
পশু মরে গেলেই সব শেষ।

মানুষ মরে গেলেও থেকে যায় তার
পাপ পূণ্যের রেশ।

কতটুকু করলে জুলুম মরার পরও
নেই কোন ক্ষমা, হিসেব থাকা চাই।

মনে রাখতে হবে করোনার এই দিনে
হতে পারে আর মাত্র চৌদ্দটি দিন
মৃত্যু যেন বেশি দূরে নাই।

এখনই সময়
করজুড়ে আমরা ক্ষমা চাই।

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:০৮

বিজন রয় বলেছেন: না ১৪ দিন নয়।

কে বলেছে ১৪ দিনের কথা?

১৭ ই জুন, ২০২০ রাত ৯:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: যে মরার ধরা যায় চৌদ্দ দিনে শেষ। টেনেটুনে মাস খানেক হতে পারে কি? যারা অলস বিলাস বেসনে মত্ত তাদের রোগপ্রতিরোধ ক্ষমতা একেবারে নেই আবার যারা এসিকে কক্ষে থাকে তাদের কথা ভাবেন ।

২| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:১০

খায়রুল আহসান বলেছেন: মানুষ বেঁচে থাকে তার ভালত্বে, মহত্বে।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:০০

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । কর্মের মাঝে বেচে থাকা যায় অনেক দিন। মানুষের ক্ষতি করে অভিশাপ নিয়ে বেচে থাকা যায় ঘৃণায়। মানুষের বিচার রে মানুষের ভুল হতে পারে। কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা খায়রুল আহসান ভাই ।

৩| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৪১

কালো যাদুকর বলেছেন: এখনই সময়
করোজুড়ে ক্ষমা চাই।

বড় কঠিন সত্য কথা কবি।
ভালথাকুন সবাইকে নিয়ে এই আশা করি।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১৬ ই জুন, ২০২০ সকাল ১১:৫২

সাইন বোর্ড বলেছেন: নির্মল প্রার্থনা, আমরা সবাই যেন ভাল থাকতে পারি, এই কামনা ।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:০৮

সেলিম আনোয়ার বলেছেন: নির্মল প্রার্থনা এবং কমেন্টে অনেক ধন্যবাদ।

৫| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:২৭

নিয়াজ সুমন বলেছেন: মৃত্যুর এত কাছে জেনেও মানুষ তা ভুলে যায়। অন্যায় অবিচারে লিপ্ত হয়।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১২:৩৫

মোঃ খুরশীদ আলম বলেছেন: ক্ষমা চাইতে হবে আবশ্যই, এছাড়া পরকালে মুক্তি পাবার কোন উপায় নাই।
ক্ষমা পাবার কিছু শর্ত আছে।
১) কান্নাকাটি করে আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করা;
২) পুনরায় পাপ না করার অঙ্গীকার করা,
৩) পুনরায় পাপ কাজে লিপ্ত না হওয়া।
শর্ত পূরণ করার অঙ্গীকার করে ক্ষমা চাইল মহান আল্লাহ ক্ষমা করেন। তবে, যাদের হক্ব নষ্ট করা হয়েছে তাদের হক্ব নষ্ট করার গুণাহ ব্যতীত।
আসুন, মহান আল্লাহর দরবারে ক্ষমা প্রার্থনা করি।
► যাদের হক্ব নষ্ট করেছি তাদের কাছে ক্ষা চাই;
► সামর্থ্য অনুসারে দেনা-পাওনা মিটিয়ে দিই।
► পিছনের কাযা নামাযগুলো ধীরে ধীরে আাদায় করে ফেলি।
► আচার-আচরণে আরো সংযত হই।
আল্লাহ আমাকে-আমাদেরকে কবুল করুন।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:১৩

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । আল্লাহ তায়ালা সবাইকে ক্ষমা করুন ।

৭| ১৬ ই জুন, ২০২০ দুপুর ১:২৪

মোহাম্মদ গোফরান বলেছেন: সকল জালিমের বিচার পৃথিবীতেও হোক।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: দেখেন আমরা সবাই করোনাতঙ্কে আর প্রতিবেশি ভারত করোনা এবং যুদ্ধাতঙ্কে তার যে জুলুম করছে মুসলমানদের সেই একাত্তরের পাক হানাদারদের বর্বরতায় তার প্রতিদান এসে গেছে মনে হয় । করোনায় মরছে আনুপাতিক বিচারে বাংলাদেশের চেয়ে বেশি আর যুদ্ধ হলে মানচিত্র বদলে যেতে পারে ।

৮| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৪৪

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লেখা ।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:১৮

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৯| ১৬ ই জুন, ২০২০ দুপুর ২:৫৩

কাজী ফাতেমা ছবি বলেছেন: আল্লাহ ভরসা

১৭ ই জুন, ২০২০ রাত ১০:১৯

সেলিম আনোয়ার বলেছেন: কাজী ফাতেমা ছবি

কথায় আছে রাখে আল্লাহ মারে কে? আল্লাহ যেন এ অসহায় জাতিকে রক্ষা করে। প্রতিহিংসামুক্ত রাজনীতি যেন বিস্তার লাভ করে ।

১০| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৩:৪৩

রাজীব নুর বলেছেন: আপনার কথা যেন সত্য হয়। ১৪ দিন। মাত্র ১৪ দিন।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:২১

সেলিম আনোয়ার বলেছেন: ১৪ দিনে যেন সব স্বাভাবিক হয়ে যায় । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১১| ১৬ ই জুন, ২০২০ বিকাল ৫:৫৭

চাঁদগাজী বলেছেন:


১৯৭২ সাল থেকে যারা বাংলাদেশ সরকার ও প্রশাসনে ছিলো, সবার উচিত মানউষের কাছে মাফ চাওয়া।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:২৭

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন বঙ্গবন্ধু প্রতিবাদগুলো থেকে তা সুষ্পষ্ট । এখন প্রধান মন্ত্রী সত্য প্রকাশ করেন তাতে ষ্পস্ট হয়ে ওঠে দূর্নীতির চিত্র। কবিতার কমেন্টের জবাব না দিলে দারুন সব কমেন্ট পাঠক করে থাকেন। তাদের করা কমেন্ট গুলো একেকটি সম্পদ।


সবার প্রত্যয় নিয়ে অতীত ভুল ভুলে দেশসেবায় নিযোজিত হওয়া দরকার। সেটা এখনই ।

সুন্দর কমেন্টে ধন্যবাদ ।

১২| ১৬ ই জুন, ২০২০ সন্ধ্যা ৬:৫২

আমি সাজিদ বলেছেন: ভালো থাকুন কবি

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৩| ১৬ ই জুন, ২০২০ রাত ৯:৩৬

ঢাবিয়ান বলেছেন: ভাল লেগেছে কবিতা। অনেকেই ধর্মের দোহাই দিয়ে বলে যে মৃত মানুষ সব কিছুর উর্ধে উঠে গেছে , তাদের সমালোচনা করা ঠিক নয়। আমার কাছে এই জাতীয় বক্তব্য অন্যায়কে প্রশ্রয় দিতে বাকস্বাধীনতা কেড়ে নেবার প্রয়াস বলে মনে হয়।

১৭ ই জুন, ২০২০ রাত ১০:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেকটা এমন যা খুশি তাই করবে। মানব জীবন অমন নয় কিন্তু । বিচারের দিন আছে যেদিন গর্ভধারণ কারী মা সন্তানকে অস্বীকার বলবে যে আমার কোনদিন বিয়েই হয়নি সন্তান আসবে কোত্থেকে তখন অসাধু ব্যবসায়ী রাজনীতিবিদদের অবস্থা কেমন হবে বুঝেন তো । সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১৪| ১৮ ই জুন, ২০২০ সকাল ৭:৩২

পদাতিক চৌধুরি বলেছেন:
চাওয়াতেও এক প্রশান্তি।
এটা তবে মোরও বাসনা।

শুভেচ্ছা নিয়েন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.