নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

মাত্র তো আর ক’টা দিন প্রচেষ্টা চালিয়ে যেতে হবে!!!!

২৪ শে জুন, ২০২০ ভোর ৬:২৭




ভয়ানক সংক্রামক এই ব্যাধির
বর্ষাতেই হোক সলিল সমাধি ,
বর্ষা শেষে শরতে রোগ মুক্ত হোক —এই পৃথিবী
আমরা করি প্রার্থনা।

থামে যেন অযাচিত এই যন্ত্রণা—
পৃথিবীর এই বুক থেকে, চিরতরে
বেঁচে থাকার চেষ্টাটা করে যেতে হবে শুধু
অস্ত্র গোলাবারুদ নিয়ে— যুদ্ধ না।

ঘরে বসে কোয়ারান্টাইনে থাকবে যারা
তারাইতো নিরাপদ ওতটুকু করো রে মন
যতটুকু না হলেই নয়, সামনেই আছে শুভদিন,
খুবতো বেশি দেরি নয়।

স্বাস্থ্য বিধি মেনে চলে পনের দিনেই
হতে পারে যে লয়, এই মরণ ব্যাধির থাবা।

শ্রাবণ নয় আষাঢ়েই হোক শেষ—
এই করি প্রার্থনা, তা না হলে শ্রাবণই হোক
রিমঝিম ঝিম বৃষ্টির নূপুর পায়ে হোক
করোনা ব্যাধির ইতি।

বিরচিত হোক—
মানবতার আরেক বিজয়;
ইতিহাস তাই বলে,
মানবতা টিকে থাকে মানুষের জয়যাত্রায়
আপদ বিপদ বালা মুসিবত
খুব বেশি দিন থাকে না ।

ধৈর্য্য ধরে চলতে হবে শুধুমাত্র ক’টা দিন
সুস্থ এক পৃথিবীর কামনায়।
সম্মিলিত প্রচেষ্টা করতে হবে
খুব সাবধানে লড়তে হবে ঘরে থেকে
সামাজিক দূরত্ব বজায় রেখে
আর খুব বেশি দিন এমন কষ্ট নয় ।

প্রিয়তমা, তোমার সঙ্গে দেখা হবে
আবারো প্রেম হবে থাকবে না করোনা।

হয়তো মাত্র একটি মাস
হয়তো হবে বিস্ফোরণ, এই কয়দিনে
তবুও মানুষ থাকবে বেঁচে
ধৈর্য্য ধরে যারা ঘরে আছে ।
মাত্র তো আর কটা দিন
তোমার আমার প্রেম থেকে যাবে অমলিন।

জানি বর্ষা ফুরিয়ে যাবে— আসবে শরৎ
সাদা মেঘের ভেলায় চড়ে মেঘ বালিকা
মুক্ত বিহঙ্গ হয়ে ভেসে যাবে
করোনা মুক্ত দিনের প্রতিশ্রুতি লয়ে
মানবতা হোক অপরাজিতা ফুল তবে ।

দুধ সাদা কাশবন করোনা ব্যাধির সলিল সমাধি
এই বর্ষাতেই হোক বিরচন— করি সেই প্রার্থনা।

মন্তব্য ২১ টি রেটিং +২/-০

মন্তব্য (২১) মন্তব্য লিখুন

১| ২৪ শে জুন, ২০২০ ভোর ৬:৪৪

ইসিয়াক বলেছেন: চমৎকার কাব্যে ভালো লাগা।

২৪ শে জুন, ২০২০ সকাল ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ২৪ শে জুন, ২০২০ সকাল ৮:৫৯

মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন: অসাধারণ একটি কবিতা।

২৪ শে জুন, ২০২০ সকাল ৯:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ২৪ শে জুন, ২০২০ সকাল ১১:৪৮

সাইন বোর্ড বলেছেন: সকল প্রতিকুলতাকে উপেক্ষা করে আমাদের ধৈর্য্য ধরতেই হবে ।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:০৬

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ মন্তব্য । বেচে থাকার জন্য আশাবাদি থাকার বিকল্প নাই । কমেন্টে ধন্যবাদ ।

৪| ২৪ শে জুন, ২০২০ দুপুর ১:৩৫

পদ্মপুকুর বলেছেন: বাংলার মাটি, বাংলার জল, বাংলার বায়ু, বাংলার ফল--
পুণ্য হউক, পুণ্য হউক, পুণ্য হউক হে ভগবান ॥
বাংলার ঘর, বাংলার হাট, বাংলার বন, বাংলার মাঠ--
পূর্ণ হউক, পূর্ণ হউক, পূর্ণ হউক হে ভগবান ॥
বাঙালির পণ, বাঙালির আশা, বাঙালির কাজ, বাঙালির ভাষা--
সত্য হউক, সত্য হউক, সত্য হউক হে ভগবান ॥
বাঙালির প্রাণ, বাঙালির মন, বাঙালির ঘরে যত ভাই বোন--
এক হউক, এক হউক, এক হউক হে ভগবান ॥

যদিও স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি বলেছেন আরও তিন বছর থাকবে করোনা, তবুও আপনার আশাবাদ পূর্ণ হোক, আল্লাহর কাছে এই প্রার্থনা।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:১৮

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কমেন্ট অনেক ধন্যবাদ। দ্রুত ব্যাধিমুক্ত বাংলাদেশ এ আশাবাদ ছড়িয়ে পড়ুক বেচে থাকা বড্ড প্রয়োজন ।

৫| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:১১

রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ২৪ শে জুন, ২০২০ দুপুর ২:৩০

নেওয়াজ আলি বলেছেন: জুতসই অন্ত্যমিলগুলো ।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৪:৫৬

মোহাম্মদ গোফরান বলেছেন: দ্রুত সুস্থ হোক পৃথিবী।

২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:২১

সেলিম আনোয়ার বলেছেন: আমিন ।কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ২৪ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৫

মিরোরডডল বলেছেন: ছবির ফুলটা কি নীলকণ্ঠ ?
খুব সুন্দর !
কবিতার মেঘ বালিকার জন্য

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:২৪

সেলিম আনোয়ার বলেছেন: এটা অপরাজিতা ফুল ।

৯| ২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩১

মিরোরডডল বলেছেন: রাইট । অপরাজিতা ।
নীলকণ্ঠ মনে হয় একই ফুল ।
পাগলা জগাই বলতে পারবে :)
আর গানটা?

২৪ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: যেন ওকে নিয়ে আমার গান । অসাধারণ উপলব্ধি ।

১০| ২৪ শে জুন, ২০২০ রাত ৯:০৪

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




করোনা নিয়ে পৃথিবীর চলতি সব ভবিষ্যতবাণীকে মিথ্যে প্রমান করে আপনার প্রার্থনা যেন জয়ী হয়।

আষাঢ়ের বৃষ্টি আর মেঘমালা যেন ধুঁয়েমুছে নিয়ে যায় যতো ভয়, করোনায়................

২৫ শে জুন, ২০২০ সকাল ১০:২৮

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস


কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.