|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মুঠোফোনে
__________
আমার মুঠোফোন
তুমি ছিনিয়ে নিয়ে যাও— রোজ দুপুরে
অথবা গভীর রাতে, রাতের আঁধারে,
নিজের মুঠোয় পুরে নিয়ে— পাও যেন বিকৃত সুখ।
অতঃপর সযতনে লুকিয়ে ফেল 
যেন দুধ দিয়ে ভিজিয়ে রাখো তা গোপনে।
আমি কেঁপে ওঠি
নিস্তেজ হয়ে যাই পাইনাকো আর
তারে দানবীয় উত্থানে।
এই টুকুন মাত্র, এই টুকুন আমার
তবুও যেন একান্ত অধিকার— তোমার।
সবটুকু নিংড়ে নাও, সৃষ্টির অনন্ত প্রচেষ্টায়।
ঐ টুকুন মাত্র, তোমার ঈশ্বর !!
হয়তো তোমার আছে পতনের অহংবোধ, তাই।
 
অনলাইন আড্ডা!
________________
ওভাবেই বলতে হয়, ওভাবেই মত বিনিময়,
করোনা সংক্রমণ এড়িয়ে, 
স্পর্শের বাইরে থেকে তবু হৃদয়ের স্পর্শ করে ।
বহু কাঙ্ক্ষিত অবয়বের উপস্থিতি
যেন— এক সচিত্র বাংলাদেশ,
নিরবে ডুবে যেতে হয় বুক সমেত।
শুধু মাত্র কুশল বিনিময়ে, 
হয়তো হয় না অতটা— তাৎপর্য পূর্ণ 
এ জীবন যেন শুধু আত্নসমর্পন।
তবুও পরস্পর বিরোধী আদর্শের সংঘাত— যথাসাধ্য এড়িয়ে 
ক্রমাগত পরিপুষ্ট হয় 
শুধু এগিয়ে যাওয়ার অবিরাম প্রচেষ্টা—  
এভাবেই যদি হয় গড়া সমৃদ্ধ বাংলাদেশ।
দেশটা যে সকলের 
কতো বৈচিত্র ভরা,
অনাবিল সৌন্দর্যের লীলাভূমি
সত্যের সন্ধানে যদি  মেলে মুক্তি...
বোবাডি !!
___________________
দেয়ালেরও কান আছে
নিরবতায় বুঝে নিতে হয়।
ওটা যে রাজ দেয়াল ,
ওখানে স্বয়ং ঈশ্বর দাঁড়িয়ে থাকেন।
সবকিছু যেন গোপন থাকে
তাই আমিও নিরব, 
অদৃশ্যে থেকে তবু আমার এই উপস্থিতি
তোমরা যেন অনিষ্ট থেকে মুক্ত থাকো
আমি রাতের অন্ধকারে, যেন নিমগ্ন  শতদল
প্রকাশ্য দিবালোকে আমাকে খুঁজে পাবে না ।
হে আলোকের যাত্রীরা 
 আমি যেন রাতের ধ্রুবতারা।
 ১১ টি
    	১১ টি    	 +১/-০
    	+১/-০  ২৭ শে জুন, ২০২০  রাত ৯:৩৫
২৭ শে জুন, ২০২০  রাত ৯:৩৫
সেলিম আনোয়ার বলেছেন: নেওয়াজ আলি,
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২|  ২৭ শে জুন, ২০২০  রাত ১০:৫০
২৭ শে জুন, ২০২০  রাত ১০:৫০
রাজীব নুর বলেছেন: জাস্ট গ্রেট।
  ২৮ শে জুন, ২০২০  বিকাল ৫:০৬
২৮ শে জুন, ২০২০  বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: রাজীব নুর 
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৩|  ২৭ শে জুন, ২০২০  রাত ১১:০৫
২৭ শে জুন, ২০২০  রাত ১১:০৫
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর+
  ২৮ শে জুন, ২০২০  বিকাল ৫:০৬
২৮ শে জুন, ২০২০  বিকাল ৫:০৬
সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরি 
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৪|  ২৮ শে জুন, ২০২০  রাত ১২:২৫
২৮ শে জুন, ২০২০  রাত ১২:২৫
জাফরুল মবীন বলেছেন: ধ্রুবতারা কিন্তু রাতের যাত্রীর দিশারী।
কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম প্রিয় কবি।
  ২৮ শে জুন, ২০২০  বিকাল ৫:০৭
২৮ শে জুন, ২০২০  বিকাল ৫:০৭
সেলিম আনোয়ার বলেছেন: জাফরুল মবীন 
কমেন্টে পাঠে এবং  ভালোলাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৫|  ২৮ শে জুন, ২০২০  রাত ১২:৫৫
২৮ শে জুন, ২০২০  রাত ১২:৫৫
ঢুকিচেপা বলেছেন: শিরোনাম দেখে ভেবেছি একটা। মলাট খুলে দেখি ৩টা সুন্দর সুন্দর কবিতা। 
আমার কাছে ১ম এবং ৩য় টা ভাল লেগেছে বেশি।
শুভেচ্ছা রইল।
  ২৮ শে জুন, ২০২০  বিকাল ৫:০৮
২৮ শে জুন, ২০২০  বিকাল ৫:০৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালোলাগায় অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬|  ২৮ শে জুন, ২০২০  সকাল ৯:৩১
২৮ শে জুন, ২০২০  সকাল ৯:৩১
সেলিম আনোয়ার বলেছেন: সবার কমেন্টের উত্তর দেয়া হবে সময় করে।
©somewhere in net ltd.
১| ২৭ শে জুন, ২০২০  রাত ৯:১৫
২৭ শে জুন, ২০২০  রাত ৯:১৫
নেওয়াজ আলি বলেছেন: আমি আপনার লেখা পড়ি এবং মন্তব্য করতে চেষ্টা করি। আর আপনিও আমার লেখা পড়ে মন্তব্য করেন। এই ভাবের আদান প্রধানই ভালোবাসা । একে অপরকে অদেখা অচেনার পরও এই ভালোবাসাই পারে সতেজ , সজীব , মননশীল ও সৃজনশীল আগামী দিতে।