নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তবুও জ্বেলে যাবো — আশার প্রদীপ!!!!

২৮ শে জুন, ২০২০ দুপুর ১:০৬




আমি লিখে গেছি —
একের পর এক কবিতা, শুধু তোমায় নিয়ে
তোমার প্রত্যুত্তরের খুঁজে
হেঁটেছি বিস্তর পথ, নদী ফসলি জমি
পাহাড়-পর্বত ।

আমি লিখে গেছি শুধু,
থামিনিকো আর, হয়নি কভু ব্যর্থ মনোরথ—
চারিদিকে ভীষণ অন্ধকার দেখে
আমি গিয়েছি ছুটে— বিরান‌ পথে,
একাকী নিরবে নিভৃতে,
শুধু তোমাকেই বুকে লয়ে ।

হৃৎপিণ্ডের প্রকোষ্ঠে শুধুই তোমার উত্তাপ
আমায় যেন সতেজ রাখে।

তোমার সন্ধানে পথে নেমে— খুঁজে পেলাম
কতো বিচিত্র অভিজ্ঞতা!
অপার মানবতায় কতো সুহৃদজন
কতো কারিগর স্বপ্নের ফেরিওয়ালা
কতো অস্তরবি কতো উত্থান পতন,
কতো পূর্ণিমার চাঁদ আবার অমাবস্যার আঁধার
কঠিন বাস্তবতা,
তবু মিটি মিটি তারার সন্ধান মেলে আমাদের ছায়াপথে
লুব্ধকের মত জ্বলে যেন প্রেম।

তুমি শুধু প্রেরণা দিয়েছেলে,
মন্ত্র মুগ্ধ হয়ে তাই— আমার এই পথ চলা,
প্রগাঢ় প্রেমে তোমায় ভালোবেসে।

এই চলার নেই যেন শেষ
এই চলা যেন সর্পিল নদী
আঁকা বাঁকা বন্ধুর পথে
এসে গেছি এই বুঝি
পেয়ে গেছি, ভালবেসে ওগো তোমারে ।

এই তো বেশ আছি করোনার প্রহরে
মরণ উপত্যকায়, যেন নির্ভীক সৈনিক।
এই তো জীবন যদিও যেন
গৌরবময় অনিশ্চিয়তা ঘেরা দ্বীপ
প্রেমের অথৈ সাগরে।

হয়তো ডুবে যাবো ব্যথা ভরা প্রাণে
তবুও জ্বেলে যাবো আশার প্রদীপ।








মন্তব্য ২৫ টি রেটিং +৮/-০

মন্তব্য (২৫) মন্তব্য লিখুন

১| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:১৭

আমি সাজিদ বলেছেন: একদম স্নাইপার দিয়ে হেডশট করেছেন কবি ।

অসাধারন।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় আমি সাজিদ, আমি শুধু লিখে যাই কবিগুরু মতো বজরায় বসে লেখার সুযোগ পেলে হয়তো এক হাত দেখে নিতুম। আমায় লিখতে বৈরী আবহাওয়ায় ।



কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

২| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:১৮

বিজন রয় বলেছেন: আশার প্রদীপ জ্বলবে।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:০৯

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৩| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪১

জোবাইর বলেছেন: কবিতাটিতে কথা, ভাব ও ছন্দের চমৎকার বিন্যাস হয়েছে! আপনার সব কবিতা পড়া হয়নি। তারপরেও মনে করি আপনার লেখা সবচেয়ে ভালো কবিতাগুলোর মধ্যে একটি হবে এই কবিতাটি।


'হয়তো ডুবে যাবো ব্যাথা ভরা প্রাণে
তবুও জ্বেলে যাবো আশার প্রদীপ।
'

হে কবি, ডুবে গেলে চলবে না! আশার প্রদীপ হাতে নিয়ে অন্ধকারে দুর্গম পথে এগিয়ে যান। জীবনের সব অভিজ্ঞতার পরে একদিন তার সন্ধান পেয়ে যাবেন—এই প্রত্যাশা রেখে শুভকামনা।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১০

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় ধন্যবাদ

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৭

নেওয়াজ আলি বলেছেন: অত্যন্ত মুগ্ধকর লেখা ।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৫| ২৮ শে জুন, ২০২০ দুপুর ১:৪৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: অসম্ভব সুন্দর হয়েছে

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৪

সেলিম আনোয়ার বলেছেন: আমি যে লিখতে পেরেছি তাইতো বেশি ।

কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৬| ২৮ শে জুন, ২০২০ দুপুর ২:০১

ইসিয়াক বলেছেন:
ওয়াও! খুবই সুন্দর।

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৯

সেলিম আনোয়ার বলেছেন: ইসিয়াক

পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৩:১৮

চাঁদগাজী বলেছেন:


অবশেষে পাথরের বুকে ফুটবে ফুল

২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:১৩

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য

৯| ২৮ শে জুন, ২০২০ বিকাল ৫:২৪

পদাতিক চৌধুরি বলেছেন: নির্মল আশার প্রদীপ তবে জ্বলুক অনন্ত কাল ধরে।
শুভেচ্ছা জানবেন।

২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৬:০১

সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরি
কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য

১০| ২৮ শে জুন, ২০২০ সন্ধ্যা ৭:৪৮

ঠাকুরমাহমুদ বলেছেন:




দীপ ছিলো শিখা ছিলো
শুধু তুমি ছিলে না বলে
আলো জ্বললো না
ভাষা ছিলো কথা ছিলো
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

ঝর্না কেমনে হয় নদী
সাগর না ডাকে কভু যদি
তাই যেতে যেতে থামলো সে
বয়ে চললো না
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না

বুক ভরা আশা নিয়ে মন আমার
শুধু শুধু কাছে এলো
পারলো না দিতে কিছু উপহার
যে মালার ফুল গেছে ঝরে ।।
রেখেছি সে ফুল বুকে করে
তাই এই ফুল রয়ে গেলো
কেউ দললো না
কাছে ডাকলে না বলে মন
কথা বললো না
--------------------------------------------------------
শিল্পী: উস্তাদ মান্না দে (প্রবোধ চন্দ্র দে)


২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১১| ২৯ শে জুন, ২০২০ সকাল ৮:১৩

আজাদ প্রোডাক্টস বলেছেন: কি সুন্দর

২৯ শে জুন, ২০২০ বিকাল ৪:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১২| ২৯ শে জুন, ২০২০ বিকাল ৩:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুরমাহমুদ এটি আমার প্রিয় গান। অনেক ছোট বেলায় এই সব গান বাজত তখন অতটা ভালো লাগতো না। পরে অনেক ভালো লাগতো। অঞ্জন দত্তের কিছু গান এখনো মুগ্ধ হয়ে শুনি।

১৩| ২৯ শে জুন, ২০২০ রাত ১১:০৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: উপভোগ করলাম কবিতা।

০১ লা জুলাই, ২০২০ দুপুর ২:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.