নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আকাশ ভেঙ্গে জোছনা পড়ে ও ভালোবাসি ভালোবাসি শুধু ওগো তোমায়!!!!

০৩ রা জুলাই, ২০২০ সন্ধ্যা ৭:৪৩


আকাশ ভেঙ্গে জোছনা পড়ে



আকাশ ভেঙ্গে জোছনা পড়ে
গাছের পাতা নড়ে চড়ে — মৃদু মন্দ বায় ।
অপ্সরা রূপবতী, তোমায় শুধু মনে পড়ে যায়
এমন আগুন রাতে, রহিলে তুমি কোথায় ?

দু'চোখ মেলে চন্দ্র দেখি
আর দেখি রাতের তারা,
আকাশের বুকে মেঘ বালিকা
যেন আজিকে বাঁধনহারা।

চাঁদের রূপ আজ উছলিয়া উঠে যেন
মেঘের আড়ালে— মুখ লুকোতে না চায়,
আমি যেন অধীর হয়ে খুঁজি শুধু তোমায়।

হায়! থাকলে তুমি কাছে,
তোমার জন্য এক পেয়ালা জল
ওগো, আছে আমার কাছে।

চাঁদের আলো পড়েছে সারা গায়
আমি যেন জোছনাস্নাত
তোমার আমার— সঙ্গম অভিপ্রায়।
আমি তোমায় ভালোবাসি ভালো
তুমি যেন আজ রাতের পূর্ণিমার ঐ আলো ।

আমিও তাই আজকে জোছনা মাখা
তোমার মনে আমার নামটি— সযতনে লেখা।



ভালোবাসি ভালোবাসি শুধু ওগো তোমায়!!!!
____________________________________
আজ নাকি উপচে পড়েছে জলে..
চাঁদের আলোয় তবে কী প্রেমও যায় বেড়ে?

আহা মরি মরি লাগে কি যে সুখ!
কোনদিন আমি ভাসিবো
ওগো তোমার প্রেম জলে?
এমন চাঁদনী রাতে
তুমি সেজোগো বধূ বেশে ।

একটি গোলাপ রেখো গুঁজে খোঁপায়,
খোঁপা খুলে রাত্রি নেমে এলে
আমার প্রতীক্ষার হবে গো অবসান
আমি বুক ভরে নেবো ঘ্রাণ,
ওগো তোমার খোলা চুলের।

আঙুলে আঙুলে খেলবো প্রেমের খেলা
চাঁদের জোছনা স্নানে দেখবো শুধু তোমায়।
কেমন করে তুমি ওগো করো বিচরণ
পূর্ণ হলে আমার প্রেমের সকল আয়োজন;
নৌকো নদী খেলায়..
সব থেকে অধিক কাম্য তুমি।

এই ত্রিভূবনে তোমার তুল্য অন্য কেহ নাই
ভালোবাসি ভালোবাসি শুধু ওগো তোমায়।


মন্তব্য ২৭ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: এখন রাতের আকাশে বেশ বড় চাঁদ উঠে। তাই দেখে এই কবিতা!!

০৩ রা জুলাই, ২০২০ রাত ৮:১৯

সেলিম আনোয়ার বলেছেন: বলতে পারেন তা—ই। আকাশের বুকে ভেসে বেড়ানো মেঘ আর চাঁদের খেলা । তাই দেখে কবিতা লেখা খেলা ।

২| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:০৭

মিরোরডডল বলেছেন:



রোববার পূর্ণিমা । তাই আকাশ ভেঙ্গে জোস্না নেমেছে ।
জোস্নার আলো যেন বৃষ্টি হয়ে মাতাল

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৩| ০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:২৯

এম ডি মুসা বলেছেন: আহা দ্বিতীয় টা চমত্কার ভালো লাগল।।

০৩ রা জুলাই, ২০২০ রাত ৯:৪৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৪| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:১৮

বিজন রয় বলেছেন: এত প্রেম ভালবাসা আসে কোত্থেকে কবিবর?

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:১৯

সেলিম আনোয়ার বলেছেন: যদি স্রষ্টার কাছ থেকে আসে। প্রেম কিন্তু স্রষ্টা সৃষ্টি করতে জানে এক বিন্দু জল থেকে একটা মানব।

৫| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:২৯

রাজীব নুর বলেছেন: ভাই আসসালামু আলাইকুম।
কবিতা পাঠ করলাম।
সুন্দর কবিতা। ভালো লেগেছে।

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৬| ০৩ রা জুলাই, ২০২০ রাত ১০:৪৮

চাঁদগাজী বলেছেন:


প্রথমটা পড়ে কিছু একটা স্মৃতি যেন মনে পড়ছিলো

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৭| ০৪ ঠা জুলাই, ২০২০ রাত ১:০৮

নেওয়াজ আলি বলেছেন: নন্দিত  ভাবে  উপস্থাপন

০৪ ঠা জুলাই, ২০২০ রাত ৮:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৮| ০৪ ঠা জুলাই, ২০২০ ভোর ৬:১৯

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো।

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

৯| ০৫ ই জুলাই, ২০২০ ভোর ৪:০৯

আজাদ প্রোডাক্টস বলেছেন: আমার ঘরে এক হাঁটু জল পানিতে থৈ থৈ

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৩:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: বন্যা হয়ে গেল নাকি??

১০| ০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:০৩

সোহানাজোহা বলেছেন: আসমান ভাইঙ্গা জোসনা পরে

০৫ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন: এখন নামে বৃষ্টি লাগে ভীষণ মিষ্টি ।

১১| ০৫ ই জুলাই, ২০২০ সন্ধ্যা ৬:৫৮

জাহিদ হাসান বলেছেন: সহজ ভাষায় সহজ সরল কবিতা।

উছলিয়া শব্দটিকে সাধু ভাষা বলে মনে হচ্ছে। এই শব্দটা নিয়ে একটু স্টাডি করবেন । সাধু ও চলিত ভাষার মিশ্রণ ভালো লাগে না। এটাকে গুরুচন্ডালী দোষ বলে ধরা হয়।

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট ।

বিষয়টি আমার জানা আছে.......

জেনে শুনে আমি বিষ করিয়াছি পান। এটাও তবে গুরুচন্ডালী ???


মন্তব্যে ধন্যবাদ।

১২| ০৫ ই জুলাই, ২০২০ রাত ৯:৩৫

এম ডি মুসা বলেছেন: প্রেমলীলা কবির মাঝে ।।ভালো লাগছে দুটো

০৬ ই জুলাই, ২০২০ সকাল ১০:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।

১৩| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৬

সাড়ে চুয়াত্তর বলেছেন: চাঁদ, জ্যোৎস্না নিয়ে কবিতা জোড়া পড়ে মুগ্ধ হলাম। চাঁদের হাসি যেন বাঁধ ভেঙ্গে আলো বিলাচ্ছে।

০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: আমার ঘরে জোস্না কই ??

১৪| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: আরও দুই চারটা কবিতা লিখলেই মনে হয় যে জ্যোৎস্নাকে আপনি খুঁজছেন তিনি সশরীরে আপনার ঘর আলোকিত করবেন। তবে ঐ জ্যোৎস্না দূর থেকে দেখাই মনে হয় ভালো। ঘরে আসলে চাঁদের জ্যোৎস্নাই ভালো মনে হবে।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.