নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কোথায় চলে যায়!!!!
_________________
কোথায় চলে যায় মানুষ— মরণের ও পরে
কোথায় চলে যায় প্রাণ, নিথর দেহ ফেলে।
শব তার রাখা হয়— অন্ধকার কবরে
মাটির দেহ মাটি খায় মাটিতে যায় মিশে
কিছুই যে তার থাকে না বাকি আর অবশেষে।
কীট পতঙ্গ সাপ বিচ্ছু লয়ে হয়তো কবর জীবন,
শুধু বিশ্বাসী পূণ্যবান বান্দার সেথা স্বর্গ সুখ
—আলোয় ভরা ভূবন।
গানের পাখি উড়ে গেল!!!!
____________________
গানের পাখি উড়ে গেল কোন দূর অজানায়?
আসবে নাকো আর ফিরে,
গানের পাখি কোথায় যে গেল না ফেরার নীড়ে।
বেঁধে মোদের মায়ার বাঁধনে পাখি উড়ে গেছে,
তবুও গান তার অক্ষয়— ঠিকই রয়ে গেছে।
ক্ষণে ক্ষণে গান তার এখনো গুনগুনিয়ে বাজে
ব্যথা ভরা প্রাণে, হয়তো অভিমানে;
যাবেই যদি চলে, গানের সুরে সুরে
এত কথা হৃদয়ের ব্যাকুলতা কেন যে শুনালে!
চোখে পাখিটার বিষন্নতার ঘোর অন্ধকার
হয়তো যাবে গলে,
গানে গানে অনুরোধ তার যাবে বিফলে।
মাটির দেহ মাটিই খাবে মাটিই বিছানা,
রাজপ্রাসাদ নয়তো কোন
মাটিই যে তোমার আসল ঠিকানা ।
চাঁদের আলোয় মুগ্ধ দু'চোখ পুলকিত মন
পাহাড় নদী সাগর আছে— আগেরই মতন।
শুধু গানের পাখিটা নাই
গানের পাখি হারিয়ে গেছে দূর অজানায়..
আসবে নাকো আর ফিরে, তবুও গান তার
ঠিকই রয়ে যাবে—
ক্ষণে ক্ষণে আসবে ভেসে গান সুমধুর সুরে দূর ইথারে....
উৎসর্গ: বাংলাদেশের গানের পাখি সদ্য প্রয়াত এণ্ড্রু কিশোর
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: সব কিছু ছাপিয়ে মৃত্যু কেমন মূখ্য হয়ে ওঠে জীবনে আমরা যেন শুধুই প্রতীক্ষারত সুন্দর শাশ্বত এক মৃত্যুর ।
১ম কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:০১
সাড়ে চুয়াত্তর বলেছেন: গানের পাখি গান হয়ে মানুষের হৃদয়ে বেচে থাকবে।
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট । কমেন্টে ভালোলাগা । কথায় আছে কীর্তিমানের মৃত্যু নাই ।
৩| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৩২
নেওয়াজ আলি বলেছেন: ডাক দিয়াছেন দয়াল --------- । বেঁচে থাকবে গান। বেঁচে থাকবে উনি।
০৮ ই জুলাই, ২০২০ দুপুর ২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: গানের ভূবনে তিনি যে ধ্রুবতারা
দেখিয়ে যাবেন পথ , হয়তো মিলবে তাতে
পথের ঠিকানা......
৪| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৩
জাহিদ হাসান বলেছেন: আমরা এক নক্ষত্র হারিয়ে ফেললাম।
১০ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । এমন প্রতিভা সত্যি বিরল গানের ভূবনে তিনি যেন মুকুটহীন সম্রাট ।
৫| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৪:১৩
চাঁদগাজী বলেছেন:
পুন্যবানদের কবর দেয়ার পর, উনারা কি মাটির কবরে থাকেন, নাকি আলোকে ভরা, কোন এক সুখের দেশে চলে যান?
১০ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪২
সেলিম আনোয়ার বলেছেন: তাদের জন্য কবর জীবন বেহেশতের প্রশান্তি। শান্তির একটা ঘুম যা ভাঙবে রোজ হাশরের ময়দানে ।
৬| ০৮ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫২
ইসিয়াক বলেছেন: চিরদিন বেঁচে থাকবেন প্রিয় শিল্পী তার গানের মধ্য দিয়ে।
যেখানেই থাকুক ভালো থাকুন তিনি এই কামনাই রইলো্।
১০ ই জুলাই, ২০২০ সকাল ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। আমরা শুধু উইশ করতে পারি । পরম করুনাময় দাতা একমাত্র আল্লাহ ।
৭| ০৮ ই জুলাই, ২০২০ রাত ৯:০১
রাজীব নুর বলেছেন: হৃদয়স্পর্শ করলো আপনার কবিতা।
১০ ই জুলাই, ২০২০ সকাল ১১:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮| ০৯ ই জুলাই, ২০২০ রাত ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: মুঠোফোনে থাকাতে সবার উত্তর এখন দেয়া সম্ভব হচ্ছে না।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২০ দুপুর ১:৪৬
খায়রুল আহসান বলেছেন: কবিতায় প্রয়াত শিল্পীর প্রতি চমৎকার শ্রদ্ধাঞ্জলি! + +