নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিপন্ন কাহাফের কুকুর!!!!

১২ ই জুলাই, ২০২০ রাত ১১:০৫


কানের কাছে নিয়ে দগদগে ক্ষত
যেন সেই কাহাফের কুকুর— প্রহরারত,
দোতলার রূদ্ধদ্বার করোক্রান্ত পরিবার
দেখি তারে রোজ।
বুকটা উঠে কেঁপে এই ভেবে
কেমন বৈরী অবস্থায় পড়ে সাত ভাই
মাত্র তিনশত নয় বছর খন্দকে থেকে
করেছেন রক্ষা বিশ্বাসী জীবন
জালিমের হাত থেকে।
দেখি আহত কুকুর চতুর্থ তলায়
নিয়েছে আজিকে অবস্থান ,
হয়তো রূদ্ধদ্বার ঘরে থেকে
পায়নি খাবারের সন্ধান — তাই
চলছিল আমার পিছু
সিঁড়ি ভেঙে নামছি যখন
আমি ধমকে দিই বারবার ,
কুকুরটা পিছু নিয়েছিল
কিছু কি চাইছিলো— ভাবিনি তখন?
জানি না কি তার সমাচার।
এটা তো আর . ডালমেশিয়ান ডগ নয়!
ঘরে প্রবেশের অনেক পরে
মনে হলো কুকুরটা হয়তো পায়নি খাবার,
বেশ কয়েক দিন ধরে—
হয়তো রয়েছে অনাহারে।
এমন করে, কেন যে ভাবিনি আগে?
ভেবে ভেবে ব্যথা ভরা— মম প্রাণ
কত কষ্টে আছে— এক বুভুক্ষু প্রাণ।
হয়তো যাবেই মরে অনাদরে,
না খেয়ে কতদিন বেঁচে থাকা যায়।
করোনার কড়াল গ্রাসে পড়ে
মানুষ শুধু নয় গৃহপালিত পশুরাও
সুখে নেই, কেউ সুখে নেই, কেউ নেই—
দূর্নীতি ভরাদেশ বাড়ায় শুধু কষ্ট ক্লেশ,
সুকৌশলে তবুও কপট খেলে যায়
শিকারের নেশায় ক্ষমতার অপব্যবহারে
পথের কুকুর না খেয়েই তবে মরবে পথে
মরবে শ্রমিক দিন মজুর ..
মনে হয় শকুনীর লোভী চোখে পড়ে যেন
মরণ উপত্যকা আজ গোটা স্বদেশ
যেন সেই এক জোড়া বুভুক্ষু চোখ;
অন্নের সন্ধানে চেয়ে থাকা
হয়তো মৃত্যুর প্রহরী
অসহায় সেই একটি কুকুর।

মন্তব্য ১৮ টি রেটিং +৬/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:৪৫

ঠাকুরমাহমুদ বলেছেন:




আত্মীয় কেহ নাই
নিকট কি দূর,
আছে এক লেজ-কাটা
ভক্ত কুকুর।

আর আছে একতারা,
বক্ষেতে ধ’রে
গুন্-গুন্ গান গায়
গুঞ্জন-স্বরে।

- কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর

সেলিম আনোয়ার ভাই, কুকুর ও কুকুর জাতির কাছে আমি ব্যক্তিগত ভাবে ঋণী ও কৃতজ্ঞ। প্রত্যাশা করছি অসহায় কুকুরটির পাশে কোনো না কোনো সহৃদয় ব্যক্তি দাড়াবেন।

আপনার কবিতায় একটি আক্ষেপ উল্লেখ করে যাচ্ছি মানব সমাজে “কুকুরের বাচ্চা” গালিটি খুব প্রচলিত - কুকুর মানুষের কি ক্ষতি করেছে ইতিহাস ঘেটে পাওয়া দুস্কর! আমার কেনো জানি মনে হয় কুকুর সমাজে “মানুষের বাচ্চা
বলে গালি থাকার কথা এবং সমান প্রচলিত হয়ে থাকার কথা!



১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:০৮

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার ঠাকুরমাহমুদ গত শুক্রবারে জুমার নামাজ পড়তে যাওয়ার সময় দেখি ওটি চার তলায় আমার সঙ্গে ঘেউ ঘেউ করতে করতে নেমে গেলো আমি কিছুটা আশঙ্কিত বটে কিন্তু ওটা দেখতাম দুতালার করোনাক্রান্ত পরিবারের দরজার সামনে বসা যে সে পাহাড়া দিচ্ছে সেই কাহাফের কুকুরের মত কেউ হয়তো তার কানের উপর বড় ধরণের আঘাত করেছে চামড়া ছুলে গেছে । পড়ে ভাবলাম এটা চার তালায় কেন খাবারের সন্ধানে নাকি। মনটা খারাপ হয়ে গেল।

কাহফের কুকুরটি সাত ভাইয়ের সঙ্গ ছাড়ে নি শত প্রতিকূলতায় । ৩০৯ বছর তারা গভীর ঘুমে ছিল তারা বাজারে গিয়ে দেখে তাদের মুদ্রা অচল তারা যে অনেক সময় ঘুমিয়ে আছে গুহায় হোম কোয়ারেন্টাইনের মতই ।

২| ১২ ই জুলাই, ২০২০ রাত ১১:৫০

মোহাম্মদ গোফরান বলেছেন:
আত্মীয় কেহ নাই
নিকট কি দূর,
আছে এক লেজ-কাটা
ভক্ত কুকুর।
আর আছে একতারা,
বক্ষেতে ধ’রে
গুন্-গুন্ গান গায়
গুঞ্জন-স্বরে।
ঠাকুরমাহমুদ বলেছেন:
- কবিগুরু রবিন্দ্রনাথ ঠাকুর

সেলিম আনোয়ার ভাই, কুকুর ও কুকুর জাতির কাছে আমি ব্যক্তিগত ভাবে ঋণী ও কৃতজ্ঞ। প্রত্যাশা করছি অসহায় কুকুরটির পাশে কোনো না কোনো সহৃদয় ব্যক্তি দাড়াবেন।

আপনার কবিতায় একটি আক্ষেপ উল্লেখ করে যাচ্ছি মানব সমাজে “কুকুরের বাচ্চা” গালিটি খুব প্রচলিত - কুকুর মানুষের কি ক্ষতি করেছে ইতিহাস ঘেটে পাওয়া দুস্কর! আমার কেনো জানি মনে হয় কুকুর সমাজে “মানুষের বাচ্চা”
বলে গালি থাকার কথা এবং সমান প্রচলিত হয়ে থাকার কথা!

সহমত।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:২৫

সেলিম আনোয়ার বলেছেন: মোহাম্মদ গোফরান চমৎকার সহমত । সহমতে ভালো লাগা । কুকুর প্রভুভুক্ত খুব উপকারি প্রাণী। কুকুর নিয়ে যেসব ঘটনা জানা আছে তাতে কুকুরের মানুষের প্রতি দয়া অনেক মানুষের চেয়ে বেশি ।

৩| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:১৫

তোমার জন্য শুধু বলেছেন: মমত্ববোধের সূচারু সুন্দর বহিঃপ্রকাশ।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:১৭

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই,
আমি কাহাফ ও কাহাফের কুকুরের বিষয়টি জানি। আরো একটি দুঃখ প্রকাশ করে যাই, কুকুরের সাথে মানব সমাজ যে ধরনের অবহেলা করেছে মানব সমাজ কি আজ তার ফল পাচ্ছে না? মানব সমাজ পশুপাখির সাথে খুব বেশী অন্যায় করেছে। যে অন্যায়ের দায়ভার মানব সমাজ কোনোভাবেই এড়াতে পারে না।

মানব সমাজ বিপন্ন হবার অন্যতম তিনটি কারণ খোঁজা হলে সম্ভবত এক নম্বরে হবে পশুপাখির উপর অত্যাচার।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: প্রাণিগুলোর প্রতি মানুষের দয়ামায় খুব কম । অথচ জীবে দয়া করে যে জন সেই জন সেবিছে ঈশ্বরে । রসুল সাং জীবের প্রতি জুলুম পছন্দ করতেন না ।

৫| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:১৯

রাজীব নুর বলেছেন: কবিতা মানেই আসলে প্রেম ভালোবাসা না।
মাঝে মাঝে ক্ষোভের বহিপ্রকাশও থাকে।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

কবিতা আমার হাতিয়ার প্রেমে অথবা অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদে ।

৬| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৩৬

নেওয়াজ আলি বলেছেন:
ডাঃ সাবরিনা কেঁদে কেঁদে বলছেন উনি কোন অন্যায় করেনি। আরো বেশী অপকর্ম করতে পারলে মনে হয় অন্যায় হতো। তবে দুঃখ রাষ্ট্র এইসব অকৃতজ্ঞ কুকুর পোষে যাদের কামড়ে বিষ লাগে।

১৩ ই জুলাই, ২০২০ রাত ১২:৫১

সেলিম আনোয়ার বলেছেন: এত অল্প অন্যায়ে তুষ্ট নয় । সাবেক অর্থমন্ত্রী মাল মুহিতের ভাষায় বলতে তিন হাজার কোটি ওটা অত বড় নয় । ;)

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৭| ১৩ ই জুলাই, ২০২০ রাত ১:৩৫

চাঁদগাজী বলেছেন:



এটাই ঘটার কথা ছিলো: ১৯৭২ থেকে আজ অবধি, দেশ এই পথেই ছিলো।

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৫

সেলিম আনোয়ার বলেছেন: তাহলে এদেশের উন্নতি হবে কিভাবে? কতিপয় দূর্ণীতিবাজ ফুলে ফেঁপে ওঠবে শুধু ।

কমেন্টে অনেক ধন্যবাদ শ্রদ্ধেয় চাঁদগাজী ।

৮| ১৩ ই জুলাই, ২০২০ দুপুর ১:৫৮

সাড়ে চুয়াত্তর বলেছেন: সুন্দর কবিতা। আসহাবে কাহাবের ঘটনাটার মত একটা গল্পও আছে যেটার নাম রিপভান ওয়িঙ্কেল। তবে এতে কুকুর নেই। কুকুরের বিশ্বস্ততা প্রশ্নাতীত।

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৬

সেলিম আনোয়ার বলেছেন: সাড়ে চুয়াত্তর

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৯| ১৩ ই জুলাই, ২০২০ বিকাল ৫:৫১

মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
প্রাণী হিসেবে কুকুর মানুষের বন্ধু প্রাণী। মানুষের উচিত
নয় কখেনো বন্ধু প্রাণীর সাথে এভাবে অবহেলা অবিচার
অত্যাচার করা। কবি ভাই শুভেচ্ছা নেবেন +++

১৫ ই জুলাই, ২০২০ বিকাল ৫:২৭

সেলিম আনোয়ার বলেছেন: মুক্তা নীল

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.