নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শোকের মাসে!!!!

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৮:৩৮




শোকের মাসে!!!!
____________
অতঃপর বুকের তাজা রক্ত ঢেলে
আপনিও গেলেন চলে, স্বপরিবারে
না ফেরার দেশে।

মরে শুধু প্রমাণ করে গেলেন
আপনিও মানুষ— রক্ত-মাংসে গড়া,
জীবন নিরবধী, পবিত্র মাতৃভূমি ভালবেসে
যেন সতত প্রতিবাদ মুখর প্রাণ।

বঞ্চনা শোষণ নিপীড়নের বিরুদ্ধে
আপনার দেয়া অমূল্য বাণী
আজও যেন শক্তি দেয় প্রাণে ।

আপনিহারা শোকসন্তপ্ত গোটা স্বদেশ
নৌকো যেমন হারিয়ে নাবিক— গভীর তিমির
দিশেহারা ব্যথিত হৃদয়ে
আমরা তাই আজও . স্মরণ করি ।

.. ছেষট্টির ছয়দফা, ঊনসত্তরের গণ অভ্যুত্থান
সত্তুরের নির্বাচন , একাত্তরের অগ্নিঝরা উত্তাল মার্চ
ষোলই ডিসেম্বর ..
এদেশের বঞ্চিত মানুষ সাথে লয়ে
আপনার বিরচিত অমর কাব্য গুলো
আজও যেন তাড়িত করে
সাড়ে সতেরো কোটি বাঙালির হৃদয় ।

আজও যেন অগ্নিস্ফুলিঙ্গ ঝরে
আপনার বজ্রকন্ঠ থেকে,
আমরা উদ্বুদ্ধ হই উদ্বেলিত হই আন্দোলিত হই..

আপনি যেন আগুনের পরশমণি
যাদুর পরশ, এই প্রাণে বৈরী পরিবেশে
ঘুরে দাঁড়ানোর।

শরীরের শিরায় শিরায় ধমনীতে
স্বাধীনতার চেতনা যেন জেগে ওঠে,
পরাধীনতার সকল শৃঙ্খল ভেঙে
বঙ্গবন্ধু, প্রাণের নেতা— আপনার প্রয়াণে
আমরা আজও শোকার্ত সবাই।

শোকার্ত আজ গোটা দেশ—জাতি
আপনি দিয়েছিলেন ভালোবাসা
এদেশের আবাল— বৃদ্ধ— বণিতায়
আপামর জনসাধারণে
আমাদের আজও আছে তা মনে।

বঙ্গবন্ধু প্রাণের নেতা আমরা আপনাকে
আজও ভালবাসি
আপনাকে হারিয়ে তাই শোকার্ত গোটা জাতি;
আজও যেন জ্বলছি গভীর শোকানলে।

গভীর শ্রদ্ধা ভরে স্মরণ করি
অমর কীর্তি আপনার—
স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।

আপনাকে হারিয়ে
আমরা আজি ভীষণ শোকার্ত
ভালোবাসার অর্ঘ্য সঁপি—
তাই আপনার পবিত্র চরণ তলে।


ছবিঃ নেট

মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:০২

ঠাকুরমাহমুদ বলেছেন:




শেখ সাহেব অমর হয়ে থাকবেন বাংলার মানচিত্রে। বাংলার ইতিহাসে।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:০৮

সেলিম আনোয়ার বলেছেন: আমরা স্মরণ করব কৃতজ্ঞতা সহকারে ।


ঠাকুরমাহমুদ ধন্যবাদ ।

২| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:০৯

চাঁদগাজী বলেছেন:


শেখ সাহবেকে নিয়ে শেখ হাসিনার অপ্রয়োজনীয় বাড়াবাড়ি উনার জনপ্রিয়তা কমায়েছে, শেখদের প্রতি সন্মান কমেছে।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:১১

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী যথার্থ বলেছেন ।

৩| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:১৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বঙ্গবন্ধুর সাথে আগরতলা নামটি ওতপ্রোতভাবে জড়িত, অথচ আগরতলাতে বঙ্গবন্ধুর কোনো স্মৃতি রাখা হয়নি। এটি বাংলাদেশ সরকারের দুঃখ হওয়া উচিত।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:২০

সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুরমাহমুদ যথার্থ বলেছেন:

৪| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:৩২

সাড়ে চুয়াত্তর বলেছেন: উনি সেই মহান ব্যক্তি যার কারণে বাঙালি জাতি এক হয়েছিল একদিন। বাংলার ইতিহাসে আর কেউ এভাবে সবাইকে এক করতে পারেননি। তবে আমাদের আবার এক হওয়া প্রয়োজন। কিন্তু কোথায় সেই কাণ্ডারি? ওনার রুহের মাগফেরাত কামনা করছি।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ৯:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর মন্তব্য । ধন্যবাদ ।

৫| ০৩ রা আগস্ট, ২০২০ রাত ১০:৪৪

রাজীব নুর বলেছেন: ১৫ আগষ্টে শেখ হাসিনা, শেখ রেহেনা ছাড়া আর একজনও শোক করে না। ৯৯% লোক দেখানো শোক প্রকাশ করে।

০৩ রা আগস্ট, ২০২০ রাত ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ মন্তব্য । ধন্যবাদ ।

৬| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১:২৮

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ মুজিব একটি নাম নয় একটি ইতিহাস।জাতিয়তা বাদের এক মহান নেতা।নিপীড়িত জনগনের নেতা না।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: পশ্চিম পাকিস্তানীদের শোষণ বঞ্চনা আর নিপীড়ণের স্বীকার তখন এদশের সাড়েসাত কোটি বাঙালি । আজকে আমরা যে মসনদে বসে দাপ্তরিক কাজ পারিচালনা করি বাংলাদেশ না হলে সেটি সম্ভব হতো না । ব্গবন্ধু আমাদের স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ করেছিলেন।

৭| ০৪ ঠা আগস্ট, ২০২০ রাত ১১:৩০

খায়রুল আহসান বলেছেন: চমৎকার শ্রদ্ধাঞ্জলি। ওনার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও ধন্যবাদ সুন্দর কমেন্টে এবং পাঠে । নিরন্তর শুভকামনা ।

৮| ০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:১১

বিদ্রোহী ভৃগু বলেছেন: শোকের মাসে চমৎকার নৈবদ্য।

+++

০৬ ই আগস্ট, ২০২০ দুপুর ১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৯ ই আগস্ট, ২০২০ রাত ৯:২৩

পদাতিক চৌধুরি বলেছেন:
নয় শুধু কাব্য। মনে হল অন্তরের অন্তস্থলের অভিব্যক্তি।
শোকসন্তপ্ত জাতির পক্ষ থেকে দারুন নৈবেদ্য। চমৎকার কাব্যে ভালোলাগা।

১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.