নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বঙ্গবন্ধু সমীপে

০৯ ই আগস্ট, ২০২০ রাত ১১:৩৭



বঙ্গবন্ধু আপনার অকাল প্রয়াণ
আমার জন্মেরও আগে,
তাই খুব দুঃখ লাগে, বেদনা লাগে
—এই প্রাণে।

তবুও যদি হতো আপনার স্বাভাবিক— এক মরণ
হয়তো মেনে নেয়া যেতো,
মানুষ মরণশীল এটাই ধ্রুব সত্য বলে
এই হৃদয়টা হয়তো স্বান্তনা খুঁজে পেতো—
এ যে গভীরতম শোক, হায় সহেনা মোর প্রাণে।


হায়েনার দল— কাপুরুষের মতো
আপনাকে নির্মম ভাবে স্বপরিবারে হত্যা করে
তাই আজ শোকার্ত গোটা বাংলাদেশ।

আমরা তাই যেন ছিলাম— এক অভিশপ্ত জাতি
আপনার হত্যার বিচার করতে না পেরে
দেশটা যেন অসহ ব্যথার নিরব সমাধি।
আষাঢ় শ্রাবণ বৃষ্টিতে যেন কেঁদে চলে আকাশ
বেদনার প্লাবন জলে তাই ডুবে আছে যেন দেশ।

পাকহানাদার শকুন আর শেয়ালের দল
যা করতে পারেনি করেছে তা ঘরের শত্রু বিভীষণ,
স্বাধীন সার্বভৌম বাংলাদেশে
ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত হত্যাকাণ্ড
দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধন ।

আমরাও তাই বঞ্চিত— আপনার সান্নিধ্য লাভ থেকে
সেই না পাওয়ার বেদনা
আজও এই প্রাণে যেন, বিহগের সুর হয়ে বাজে।

মনে মনে ভাবি শুধু
কতই না ভালো হতো,
বঙ্গবন্ধু আপনি থাকলে আর কটা দিন বেঁচে
আপনার বজ্রকন্ঠে দেশের কথা
স্বাধীনতা সংগ্রামের কথা
মহান মুক্তিযুদ্ধের কথা শ্রবণ করে
ধন্য হতাম— অনুপ্রাণিত হতাম বারেবারে।

আপনার বলিষ্ঠ নেতৃত্বে
আমরা এতদিনে হতাম সমৃদ্ধ —এক জাতি।

আপনাকে দেখার সৌভাগ্য হয়নি আমার
তবুও কবিতা লিখে আমি যেন আজ শোক সারি।

গগণ বিদারী চিৎকারে শুধু জানিয়ে দিতে চাই,
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান— আজও যেন মরে নাই ।
আজও আছে পদ্মা— মেঘনা— যমুনা— গৌরি বহমান
আজও আছে বেঁচে আমাদের মাঝে বঙ্গবন্ধু
মহান নেতা, শেখ মুজিবুর রহমান।

যতদিন রবে স্বাধীন সার্বভৌম মাতৃভূমি
সুপ্রিয় বাংলাদেশ আর লাল সবুজের পতাকা ,
ততদিন দ্ব্যর্থহীন কণ্ঠে বলবো
বঙ্গবন্ধু আজও আছে বেঁচে
মুজিব মানে মহান বিজয় দিবস, এক অমর কীর্তি গাঁথা।



ছবি: গুগুল করে পাওয়া

মন্তব্য ১০ টি রেটিং +০/-০

মন্তব্য (১০) মন্তব্য লিখুন

১| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৫

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শেখ হাসিনা ক্ষমতায় না এলে বর্তমান প্রজন্ম শেখ মুজিব সম্পর্কে খুব কমই জানতে পরতো।সুন্দর প্রকাশ

১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট। অনেক ধন্যবাদ আপনাকে ।

২| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১২:২৬

স্বপ্নের শঙ্খচিল বলেছেন: ইতিহাসের জঘন্যতম বর্বরোচিত হত্যাকান্ড
দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি সাধন ।

.................................................................
একথা ভুলবে না কোন বাঙ্গালী !

১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন এটা ভুলার মত ঘটনা নয় । ব্ঙ্গবন্ধু হতার বিচার হওয়াতে জাতি অভিশাপ মুক্ত হয়েছে ।

৩| ১০ ই আগস্ট, ২০২০ রাত ১:০১

চাঁদগাজী বলেছেন:


যিনি শেখ সাহেবর কবরের উপর বিএনপি দল গঠন করেছে, উনাকে তো আপনি সাপোর্ট করেন!

১০ ই আগস্ট, ২০২০ দুপুর ১২:২০

সেলিম আনোয়ার বলেছেন: খন্দকার মোশতাক গং দেশের শত্রু সমাজের শত্রু মুখোশধারী রাজাকার। আপনাদের প্রজন্ম বঙ্গবন্ধুকে বাঁচাতে পারে নি। আমরাও তাই বঙ্গবন্ধুকে জীবিত পেলাম না। আমরা হলাম দূর্ভাগা ।

৪| ১০ ই আগস্ট, ২০২০ রাত ২:০৪

রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা লিখেছেন।

১০ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১০ ই আগস্ট, ২০২০ সকাল ১০:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: আহা
যদি আসলেই ঐভাবে না হতো
আজ কত্তো ভালো হতো

১০ ই আগস্ট, ২০২০ সকাল ১১:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: দারুন বলেছেন। আমরা হয়তো অনেক সমদ্ধ জাতি হিসেবে প্রতিষ্ঠিত হতাম হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালির সান্নিধ্য লাভ করে ধন্য হতাম ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.