নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
পেছনে ফিরে আর দেখবো না
জীবনে সমুখপানে যেতে হবে যে—
জানি যেতে হবে বহুদূর
পেছনে পড়ে ডাকিছে যে জন
মিথ্যে ম্যুহে পড়ে
আসলে ব্যর্থ সে জন
গন্তব্যে পৌছতে হলে
চলতে হবে যে —সঠিক পথে
ভ্রান্তপথে মিলবে না তা মিলবে না।
এই মনে আছে সেই জোর
হবোই হবো পার ব্যথার সাত সমুদ্দুর
তুমি- আমি দুইজনে আনমনে অনুক্ষণে
এক অপ্রগলভ প্রেমে—
আবারো কথা দিলাম
আমাদের এই অটুটু বন্ধন কভু
ভাঙবে না গো ভাঙবে না।
অন্য কারো মিথ্যে প্রহসনে —তোমায় আর
ভুল কভু বুঝবো না।
অবলীলায় হবো পার
পারাবার, এই জীবন কাফেলার;
আঁধার ঠেলে আলো জ্বেলে
আসলে আসুক ঝড়তুফান
তোমার করে রেখেছি কর
কোনদিনও তা ছাড়বো না ।
দুজন মিলেই গড়বো মোরা,
স্বপ্নিল এক পথিবী—তুমি আমি মাণিকজোড়া
প্রয়োজনে পাতাল পুরীর রা্জ্য থেকে
আনবো তুলে স্বর্ণকমল
অলিক খোলস ছেড়ে
বেড়িয়ে এসো এবার তবে
ওগো মোর নিরুপমা প্রিয়তমা।
জীবন চলার পথে
ঝড় ঝঞ্ঝাট যতই আসুক
তুমি শুধু দাও গো কথা
সুদঢ় প্রত্যয়ে —আমায় ভুল বুঝবে না
প্রেমানলে জ্বলে পুড়ে
তবেই তো হয় খাঁটি সোনা।
ভেবে ভেবে বলো
কতটুকু পুড়েছো তাতে
আর কতকখানি পুড়িয়েছো এই আমাকে
আমরা কি নই সোনায় সোহাগা ?
যেখানেই যাও মনে রেখো
আমি তোমার সঙ্গে আছি
আমরা যেন— একটি পাখির দুইটি ডানা
সঙ্গমে বিরহে যৌবনে বার্ধক্যে মনের হরষে
তিমির আঁধারে গোধূলির আলোয় ।
আমাদের এই প্রেম যেন মুক্ত বলাকা
দূরন্ত কিশোরির উচ্ছ্বাস আবেগ মাখা
স্বার্থপর পৃথিবীর কোন কালিমা
শোভা যে পায় না তাতে।
আমরা শুধু চলবো ছুটে সমুখপানে
পেছন ফিরে আর চাইবো না ।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৭
সেলিম আনোয়ার বলেছেন: কখন যে অষ্টম বর্ষে পদার্পন হলো এই নিকের খেয়ালই ছিল না । ব্লগ জীবনে এমন বর্ষপূর্তি ঘটনা এবার প্রথম হলো । আসলেও ঘুমিয়ে বা অজ্ঞান হয়ে পড়ে থাকলেও সময় থেমে থাকে না । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২২
মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
সঙ্গীর জন্য এমন অঙ্গীকার -ই হ্ওয়া উচিত।
কবিতায় অন্যরকম অনুভূতি পেলাম ।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আসলে লেখা দরকার ছিল সকল ব্লগারদের নিয়ে । কিন্তু কবিতা হলো অমন। বর্ষপূর্তির পোস্ট । ধরে নিন আপনি আমি আমরা সবাই মিলে আমাদের এই পথ চলা আরও সুন্দর মসৃন সুখকর হয়ে ওঠে যেন । ধন্যবাদ কমেন্টে ও সঙ্গে থাকার জন্য ।
৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৩
মুক্তা নীল বলেছেন:
সেলিম ভাই ,
বলতে ভুলে গেছি ছবিটাও খুব সুন্দর হয়েছে ।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩০
সেলিম আনোয়ার বলেছেন: আবারো ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।
৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২৪
মিরোরডডল বলেছেন:
অনেকদিন পর ।
Congrats for eight years!
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ মিরোরডডল। নিরন্তর শুভকামনা ।
৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৫১
নেওয়াজ আলি বলেছেন: অতুলীয় লেখনী ।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এব ং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:১৫
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার
মিথ্যে ম্যুহে পড়ে
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৭
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: চমৎকার ছন্দ।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
৮| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০২
চাঁদগাজী বলেছেন:
বিশ্ব সামনে যাচ্ছে, সবাইকে সামনে যেতে হবে।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ মন্তব্য। অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৯| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১০
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১০| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৪
রাজীব নুর বলেছেন: সুন্দর কবিতা।
অনেকদিন পর আপনার পোস্ট পেলাম।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৬
অরণি বলেছেন: সুন্দর কবিতা।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১২| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:২৮
বিএম বরকতউল্লাহ বলেছেন: পেছনে যদি নাইবা ফিরে তাকান তবে সামনে যাবেন কেমনে?
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
সেলিম আনোয়ার বলেছেন: পেছনে তাকালে হোচট খেয়ে পড়ার সম্ভাবনা তাই তাকাবো না । রাজপথে হাটলে পেছনে বড় গাড়ি টাড়ি চাপা দেয়ার উদ্দেশ্যে আসলো কি না সেটা দেখতে হবে । সময়ের যেমন পেছানোর সুযোগ নেই তেমনি জীবনেরও । জীবন মানে সমুখ যাত্রা ।
১৩| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩০
পদাতিক চৌধুরি বলেছেন: এক অনন্য ভালোবাসার শ্বেত পত্র।
কাব্যে ভালোলাগা।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫২
সেলিম আনোয়ার বলেছেন: পদাতিক চৌধুরি ,
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা।
১৪| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৫৩
পদ্মপুকুর বলেছেন: ভিন্ন প্রেক্ষাপট এবং ভিন্নভাবে হলেও গত কদিন থেকে আপনার কবিতার কথাগুলোই মনে আসছে।
পেছনে ফিরে আর দেখবো না
জীবনে সমুখপানে যেতে হবে যে—
জানি যেতে হবে বহুদূর
এই মনে আছে সেই জোর
হবোই হবো পার ব্যথার সাত সমুদ্দুর
ভেবে ভেবে বলো
কতটুকু পুড়েছো তাতে
আর কতকখানি পুড়িয়েছো এই আমাকে
আমরা কি নই সোনায় সোহাগা?
কিন্তু চিন্তায় আসলেও বাস্তবে তা করা যাচ্ছে না।
১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:০০
সেলিম আনোয়ার বলেছেন: হতে ও পারে জীবন থেমে থাকে না ।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ পদ্ম পুকুর ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৫| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন:
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: চেষ্টায় আছি বিজ্ঞ ঠাকুর মাহমুদ। জীবন একটা চ্যালেঞ্জ । আর মানুষ বেঁচে থাকে অর্থপূর্ণ কাজের মাঝে । নিরন্তর শুভকামনা কমেন্টে ।
১৬| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৫৬
মা.হাসান বলেছেন: আপনাকে দু সপ্তাহ দেখি নি। আশা করি সব ঠিক ঠাক। যাকে নিয়মিত দেখি তিনি না থাকলে একটু ফাকা ফাকা লাগে।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৩
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা আমাকে টিকিয়ে রাখে বাচিয়ে রাখে অন্তত ব্লগে । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৭| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৮:২৮
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
প্রথমে মনে হয়েছিলো কবি মানুষকে অতীত ভুলে সামনের পানে এগিয়ে যাবার ডাক দিয়েছেন।
কিন্তু সামনে এগুতেই দেখি আর এক কাহিনী !
অষ্টম বর্ষে প্রেমাষ্টমীর কবিতা। প্রেমিকার হাত ধরে সকল বাঁধা-বিপত্তি এড়িয়ে সামনে চলার গান!
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ আহমেদ জীএস ভাই চমৎকার কমেন্টে । নিরন্তর শুভকামনা ।
১৮| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১২:২৭
রাজীব নুর বলেছেন: পেছন ফিরে দেখতে হয় না। তাহলে পেছনে পরে যেতে হয়।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৬
সেলিম আনোয়ার বলেছেন: তাতে সময় নষ্ট । জীবনে পিছনে যাবার সুযোগ নেই । দেয়ালে যারা পিঠ ঠেকা তার পিছন বলে কিছু নেই । গো ফরওয়ার্ড এন্ড উইন ।
১৯| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১:৩৯
নান্দনিক নন্দিনী বলেছেন: সুন্দর কবিতা, বর্ষপূর্তিতে অভিনন্দন।
নিরুপমা প্রিয়তমা! দারুণ শব্দযুগল।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২০| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ৩:২৪
ডঃ এম এ আলী বলেছেন:
অষ্টম বর্ষে পদার্পনে শুভেচ্ছা ।
ফিছন ফিরে দেখার সময় কোথায়
সমুখপানে এগিয়ে যেতে
সব সময় মন চায় ।
জীবন হলো জলের নৌকা,
কখনো সুখের পাল তোলে,
কখনো দুঃখের স্রোতে ভাসে
কখনো চলে ভালবাসার টানে,
কখনো থেমে যায় অজানা অভিমানে .
তবুও কাটছে সময়, যাচ্ছে দিন ।
জীবনে চলার পথে কেও নেই একা
সত্য কথা বলা যায় কবিতায়
যদি কোনো দিন পথ ভুলে যাই
হাতছানি দিয়ে কাছে টেনে নিও
মমতার বন্ধনে আমায় বেঁধে
সব ভুল ক্ষমা করে দিও ।
ভালো আমি বাসবো তোমায়
যত দূরে যাও
ফিরে আমি আসবো আবার
যদি তুমি চাও
পিছন ফিরে দেখবনা আর
এমন প্রত্যয়ি কথা
সকলের পক্ষে বলা
অনেক বড় দায় ।
দারুন ব্যঞ্জনাময় সুন্দর মনোমুগ্ধকর
কবিতাটির জন্য ধন্যবাদ ।
শুভকামনা রইল
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার আপনার মন্তব্যে অনুপ্রাণিত । নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২১| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৫
সাড়ে চুয়াত্তর বলেছেন: ভালো কবিতা। সকল যুগলের এই কবিতা পড়া উচিত।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২২| ১১ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৫৫
তারেক ফাহিম বলেছেন: অভিনন্দন, প্রিয় কবি।
কবিতায় সুখপাঠ্য।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৯
সেলিম আনোয়ার বলেছেন: তারেক ফাহিম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২৩| ১৩ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:১৮
শিখা রহমান বলেছেন: বাহ!! ব্লগে আটবছর কাটিয়ে দিলেন কবি। কবিতার আশা জাগানিয়া সুর মন ছুঁয়ে গেছে।
অভিনন্দন ও আগামীর জন্য শুভকামনা রইলো।
১৬ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: শিখা রহমান ব্লগে নিয়মিত হোন। আপনার চমৎকার কবিতা ও মন্তব্য দিয়ে ব্লগকে আরও উদ্বুদ্ধ করুন এ কামনা।কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১০ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০২
আলমগীর সরকার লিটন বলেছেন: হু অসাধারণ সেলিম দা বেশ কয়েক দিন কেমন আছেন