নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি জন্মেছিলে তাই—
বাংলায় বলি কথা, লিখি কবিতা— বাংলায় গান গাই।
দেশের লাগিয়া রাজপথে সংগ্রামে
— সুদীর্ঘদিন কারাগারে, বন্দিশিবির থেকে
তুমিই ছিলে স্বপ্নদ্রষ্টা, এদেশের মানুষের পথিকৃত,
বাঁধ ভাঙার দৃপ্ত শপথে বঞ্চনা থেকে মুক্তির আলোর দিশারি
বীর বাঙালি তোমাতেই প্রেরণা খুঁজে পায়।
স্বাধীনতার, বৈষম্যহীন এক পৃথিবীর পদ্মা-মেঘনা-যমুনা অববাহিকায়
পরাধীনতার শৃঙ্খল ভেঙে সোনার বাংলা লাল-সবুজ পতাকা
তোমাকে অভিবাদন হে জাতির পিতা
তুমি ভালোবেসেছিলে স্বদেশ মাতৃকা, ছাপ্পান্ন হাজার বর্গমাইল
তুমি ছিলে দক্ষ কারিগর গণদাবি আদায়ে
তোমার প্রেরণায় লক্ষ কোটি বীরজনতা যেন উত্তাল সমুদ্র
সুনামির শক্তি লয়ে প্রাণে, দিগ্বিজয়ী বীর
— দেশের লাগিয়া জীবন দিতে পরোয়া করে নাই।
তুমি ছিলে ভীষণ প্রতিবাদি, অন্যায়ের বিরুদ্ধে সতত সোচ্চার
তবেই তো এক রক্তক্ষয়ী সংঘর্ষ, মহান মুক্তিযুদ্ধ— অপার স্বাধীনতা
অতপরঃ বাংলা মায়ের মুখে হাসি, সেই স্বর্ণালি ইতিহাস আমরা ভুলি নাই ।
আজও তুমি আছো তুমি রবে চিরদিন অমলিন
যতদিন পৃথিবীর বুকে বাংলা আছে মুক্ত বলাকা উড়ে বাংলার আকাশে
অপার সম্ভাবনা লয়ে, আমাদের শ্রম–ঘাম-উদ্যম
দেশের জন্যই চিরোনিবেদিত তোমার স্বপ্ন বাস্তবায়নে
— হে স্বাধীনতার মহান স্থপতি, তোমাকে জানাই ছালাম ।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:২০
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৭
জাহিদ হাসান বলেছেন: কবিতার দ্বিতীয় লাইনে একটা টাইপো হইছে। বাংলায় গান গাই, এর বদলে হইছে - বালায় গান গাই
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:১৯
সেলিম আনোয়ার বলেছেন: টাইপো ঠিক ল্যপটপের ঐ বোতাম কাজ করে না। কবিতা টাইপ করতে করতে এই অবস্থা ।
৩| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর হয়েছে কবিতা +
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
সাদা সাধারণ পাঞ্জাবী আর চেক লুঙ্গি পড়ে ৩২ নম্বর বাড়ীর দোতলার বারান্দায় দাড়িয়ে সবাইকে হাত তুলে বঙ্গবন্ধু ডেকে বলতেন - “এই তোরা ভাত খেয়ে যাবি, দুর দুরান্ত থেকে আসছিস। আজকে কৈ মাছ রান্না হচ্ছে” - জনতা উল্লাসে ভেঙ্গে পড়তো।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২২
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট বিজ্ঞ ঠাকুর মাহমুদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:০৬
রাজীব নুর বলেছেন: শহীদ জিয়াকে নিয়ে কি আপনি কোনো কবিতা লিখেছেন?
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৩
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার মনে নেই। কবিতা তো আমি লিখি না !!!
৬| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৬
চাঁদগাজী বলেছেন:
কবিতার কথা বলছি না, আপনার ভাবনার কথা: শেখ নেতা ছিলেন, শেখকে যে হত্যা করেছিলো, সেই দুবৃত্তও নেতা ছিলো, আপনার মতে!
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: মানব হত্যাকারি নেতা ? সেটা কিভাবে হয় । জটিল প্রশ্ন। এখন মুজিব বর্ষ। কবিতা লিখা হয় সময়ের প্রয়োজনে সময়ের দাবীতে । কবিতা চাইলেই কি লেখা যায়। আমারও জীবনে চলার নিজস্ব ধ্যান ধারণা চেতনা আছে ভাল লাগা মন্দ লাগা আছে আবেগ অনুভূতি আছে । দূর্বৃত্ত যাকে বলা হয় সে কি নেতা হয়? ওসব নিয়ে ভাবছি কবিতা লিখেছি এক মহান নেতা নিয়ে সেটাই এখন মুখ্য ।
ধন্যবাদ কমেন্টে ।
৭| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:২৯
বিএম বরকতউল্লাহ বলেছেন: বড় তেজী কবিতা এটি। ভাল লেগেছে। ধন্যবাদ নিন।
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:০৯
নেওয়াজ আলি বলেছেন: বেশ গাম্ভীর্যপূর্ণ ভাবনা l
১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৯| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৮
রামিসা রোজা বলেছেন:
দেশের এই মহান নেতার ত্যাগ ....
সে যেন ওনাকে জানাই সালাম ও শ্রদ্ধা ।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১০| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ সন্ধ্যা ৬:১৯
মরুভূমির জলদস্যু বলেছেন: সত্যবচন
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: ব্ঙ্গবন্ধু বাংলাদেশ এক সুতোয় গাঁথা ।
১১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ রাত ১১:২৬
রাজীব নুর বলেছেন: লেখক বলেছেন: সুপ্রিয় ব্লগার মনে নেই। কবিতা তো আমি লিখি না !!!
আপনি কি লিখেন?
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪০
সেলিম আনোয়ার বলেছেন: অং বং কবিতা শায়মার মত ।
১২| ১৮ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৩
পদাতিক চৌধুরি বলেছেন: কবিতায় ভালোলাগা। অন্তরের শ্রদ্ধা স্বাধীনতার মহান স্থপতির প্রতি।
শুভেচ্ছা প্রিয় কবি ভাইকে।
২০ শে সেপ্টেম্বর, ২০২০ সকাল ৯:৪১
সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১৩| ১৮ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৪৩
খায়রুল আহসান বলেছেন: মহান স্বাধীনতার স্থপতির উদ্দেশ্যে রচিত এ শ্রদ্ধাঞ্জলির কবিতা ভাল লেগেছে। + +
©somewhere in net ltd.
১| ১৭ ই সেপ্টেম্বর, ২০২০ দুপুর ১:০৬
সাড়ে চুয়াত্তর বলেছেন: আল্লাহ্ ওনার রুহের মাগফেরাত করুন। ১২ বা ১৩ বছর জেলে কাটানো নেতা তিনি।