|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
মিল্কিওয়ে অ্যান্ড্রোমাস গ্যালাক্সিদ্বয়
যদি লক্ষ আলোক বর্ষ দূরে থেকেও
সুপার গ্যালাক্সি  সৃষ্টি করতে পারে—
তুমি যদি মানবী না হয়ে 
নক্ষত্ররাজি অথবা গ্যালাক্সি হও তবু হবে
দুটো গ্যালাক্সিও মিশে যায় দূর্ণিবার আকর্ষণে
আমরা কেন পারবো না তবে  এক হতে?
মহাবিশ্বে  এমন আরও অনেক নজির আছে 
সর্ববৃহৎ উপবৃত্তাকার গ্যালাক্সি আইসি ১১০১
যা আমাদের মিল্কিওয়ে গালাক্সির চেয়ে দশ গুণ বড়
কয়েকটি গ্যালাক্সি মিলেই সৃষ্টি হয়েছে
লক্ষ আলোকবর্ষ দূরে থেকে কাছে এসে
— একে একে এক হয়ে।
আমরাও পারবো— নক্ষত্রপুঞ্জ কিংবা গ্যালাক্সি নয়
আমরাই শ্রেষ্ঠ সৃষ্টি স্রষ্টার ।
শব্দ থেকেই সৃষ্টি মহাবিশ্ব শব্দেই হবে তা লয়
আমার শব্দ মালা বিরচিত পংক্তিমালা
শুধু তোমাকে ঘিরে  ভালোবাসার নীড়ে অব্যয় অক্ষয়।
তোমার আমার সৃষ্ট প্রেম তাই অমূলক নয়
খুলে দাও অন্তর্দৃষ্টি  চোখ মেলে দেখো
হৃদয়ের রক্তগোলাপ সঁপেছি শুধু ওগো তোমাকেই
গ্রহণ করে তা ধন্য করো ওগো আমাকে।
চলো না দু’জনে একে একে এক হই
সৃষ্টির গানে আনন্দ প্লাবনে— উদ্ভাসিত হই
ওগো মোর নিরুপমা প্রিয়তমা মিলনমন্ত্র গানে। 
 ১২ টি
    	১২ টি    	 +৪/-০
    	+৪/-০  ২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২১
২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২১
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২|  ২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:১৬
২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:১৬
কাজী ফাতেমা ছবি বলেছেন: ওগো নিরুপমা করিয়ো ক্ষমা
ওগো অপ্সরা তোমার জন্য কত ভাললুবাসা জমা সেলিম ভাইয়ে হৃদয়ে হাহাহাহাহ
  ২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২২
২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩|  ২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২৪
২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:২৪
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: সুন্দর+
  ২২ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৪৮
২২ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: সোনাবীজ; অথবা ধুলোবালিছাই  ভাই
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪|  ২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৩৪
২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৩৪
রাজীব নুর বলেছেন: গুড জব।
  ২২ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৪৯
২২ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫|  ২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৪০
২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:৪০
চাঁদগাজী বলেছেন: 
'২ জনার এক হওয়ার' বৃত্তটির মাঝে মাথাকুটার শেষ আর হবে না?
  ২২ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৫০
২২ শে সেপ্টেম্বর, ২০২০  দুপুর ২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: শেষ হোক । কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৬|  ২২ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:১১
২২ শে সেপ্টেম্বর, ২০২০  সন্ধ্যা  ৭:১১
পদাতিক চৌধুরি বলেছেন: ভালো লাগলো। সুন্দর কবিতা।
  ২৪ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:০৩
২৪ শে সেপ্টেম্বর, ২০২০  সকাল ১০:০৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:১৫
২১ শে সেপ্টেম্বর, ২০২০  বিকাল ৫:১৫
মোহাম্মদ সাজ্জাদ হোসেন বলেছেন:
অসাধারণ!