নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ল্যাপটপটা নেই ভালো..

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৩৫

ল্যাপটপটা নেই ভালো আর
কাজ করা যায় না তাতে
ব্যর্থ হলো তাই —প্রচেষ্টা আবার।
ভেবেছিলাম লিখে দিবো
ভালবাসা মেখে দিবো— এবার
তোমার ঐ গোলাপ রাঙা ঠুঁটে- গালে
জানি না কোন খেয়ালে
সিদ্ধান্ত বদলে গেল এবার।
তোমায় যদি শুধু দুঃখ দিয়ে থাকি
তোমায় যদি ভালোবেসে বিড়ম্বনায় রাখি
তুমিই বলো শুধু শুধু এসবের
কী আর দরকার?
আমি না হয় কাটাই বেলা
একা একা শখের ঐ পুস্তিকা হাতে
কিছুতো হবে জানা—তবুও তোমার সাথে
আযাচিত প্রেমের কি আছে গো মানে।
তুমি অনেক রূপবতী
যেন প্রস্ফুটিত এক রক্তগোলাপ ফুল
আমার তাতে কী?
তুমিতো বসত গড়ো দূর অজানা দ্বীপে
তোর অপেক্ষায় থেকে থেকে আশার প্রদীপ যায় যেন নিভে।
রাতের বেলা কত হেলা তাই— জুনাকজ্বলা
চাদের কিরণ মিটিমিটি তারা এসবই মোর সাথী।
এমনি করেই ফুরোয় কেবল আমার আঁধার রাতি,
বাতি তো নেই সাথী হয়ে তুমিই ছিলে
পথ দেখাবার। তবুতো তুমি ছিলে দূরের ধ্রুব তারা
অনেক কাছের তবু তুমি কত দূরের ?
ভেবে ভেবে এ মন দিশেহারা ।

মন্তব্য ২৩ টি রেটিং +৪/-০

মন্তব্য (২৩) মন্তব্য লিখুন

১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৩

আখেনাটেন বলেছেন: আহ...কবির না পাওয়ার বেদনা, হাহাকার বুকে এসে লাগে.......


চমৎকার.......।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা।

২| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

কাজী ফাতেমা ছবি বলেছেন: ল্যাপটপ টা সুস্থ হয়ে উঠকু

ওগো নিরুপমা তুমি করিয়ো ক্ষমা :)

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা।

৩| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ দুপুর ২:৫৬

জুন বলেছেন: এখন আপনি সালমান আর তার মায়ের দিকে মনযোগী হোন সেলিম আনোয়ার :)
ল্যাপটপ আর ঠিক করার দরকার নেই।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: সালমান বাদশাহর মা কথাই বলছি । :P

৪| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:০৭

রাজীব নুর বলেছেন: যেখানে মানুষই থাকে না। সেখানে সামান্য ল্যাপটপের জন্য আফসোস করা ঠিক না।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । আপনার কবিতা চর্চার কথা বলুন ।কি অবস্থা । শুভকামনা । রাজীব নূর ।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

সেলিম আনোয়ার বলেছেন: অভিনন্দন হে দেশ নেতা!
আপনার জন্মদিনে আমরা আনন্দিত উৎফুল্ল।
অভিনন্দন হে বঙ্গবন্ধু কন্যা!
স্রষ্টার অপার কৃপায় আপনার এই বেঁচে থাকা
কুচক্রীমহলের সকল ষড়যন্ত্র প্রলয়মন্ত্র
হতার নীলনকশা অকেজো করে দিয়ে
সুদীর্ঘ সময় ধরে আপনার সিংহাসন আজও সুরক্ষিত
আপনাকে অভিনন্দন সুস্বাগতম ।
গোটা স্বদেশ আজও তাকিয়ে রয়েছে উন্মুখ হয়ে
আপনার মুখে সাফল্যের হাসি দেখবে বলে
আপনার সুযোগ্য নেতৃত্বে যেন হয় দেশ ও দশের উন্নয়ন
আপনার দুনয়ন— জুড়ে দেশপ্রেম যেন উছলে পড়ে
সকল দূর্ণীতি দূর হোক দেশ থেকে
সততার ধ্বজা ধরে আমরাও যেন পারি
মাথা উচু করে দাঁড়াতে বিশ্বের দরবারে
দূষিত নদীগুলো আবারও যেন ফিরে পায় প্রাণ
বিশুদ্ধ পানি ও বায়ু প্রবাহে
আমরা যেন যথার্থ সৌহার্দপূর্ণ সমৃদ্ধ এক জাতি হতে পারি
আপনার সুযোগ্য নেতৃত্বে
এই শুভ কামনা , শুভজন্মদিন
সুদীর্ঘ সুন্দর সফল এক জীবন আপনার হোক
আপনার প্রতিশ্রুতি বাস্তবায়ন হোক
সুজলা সুফলা সমদ্ধ এক দেশ হোক
শান্তির সাদা পায়রা যেন উড়ে বাংলার প্রান্তরে
বিভেদের মন্ত্র ভুলে
আমরা যেন বাসতে পারি ভালো
এই দেশ— দেশের আপামর জনসাধারণ
শুভজন্মদিন হে বঙ্গবন্ধুকন্যা
সাফল্য আপনার পদচুম্বন করুক আমরণ ।

মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিনে লেখা কবিতাটি প্রকাশ করা সুযোগ হয়নি কাজের চাপে

৫| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:২৭

আলমগীর সরকার লিটন বলেছেন: খুব সুন্দর এক অনুভূতির প্রকাশ কবি দা

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

সেলিম আনোয়ার বলেছেন: মেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা।

৬| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪১

বিএম বরকতউল্লাহ বলেছেন: রূপবতীর পেছনে ঘুরবেন আর বলবেন তাতে আমার কী?

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: লা জবাব মন্তব্য । কমেন্টে অনেক ধন্যবাদ ।

৭| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৪:৪৪

নাসরিন ইসলাম বলেছেন: ভিন্নধর্মী পটভূমি, নিরন্তর শুভকামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা।

৮| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৪

সাড়ে চুয়াত্তর বলেছেন: ধ্রুব তারা অনেক দূরে তবু কাছে মনে হয়। আপনার প্রেয়সী আপনার আরও কাছে আসুক এই কামনা করছি। আর ল্যাপটপটা যেন যন্ত্রণা না দেয় সেই কামনা।

৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং শুভকামনায় অনেক ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা।

৯| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ বিকাল ৫:২৮

এম ডি মুসা বলেছেন: কিছু ভাবনার প্রতিফলন যাইহোক ল্যাপটপটাকে ঘিরে বিভিন্ন কথার ঝুড়ি।। শুভেচ্ছা রইল।

১০| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:০৭

নেওয়াজ আলি বলেছেন: অসাধারণ 
ভীষণ ভালো লাগলো।

১১| ৩০ শে সেপ্টেম্বর, ২০২০ রাত ১০:৫৯

জাহিদ হাসান বলেছেন:

১২| ০২ রা অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:১৪

ইসিয়াক বলেছেন: সব সমস্যার সমাধান হোক। ভালো থাকুন প্রিয় কবি। শুভকামনা।

১৩| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১২:০০

খায়রুল আহসান বলেছেন: "বাতি তো নেই, সাথী হয়ে তুমিই ছিলে পথ দেখাবার"
বাহ, কথাটা বলেছেন বড়ই চমৎকার!
কবিতায় ভাল লাগা + +।

১৪| ২৯ শে জুন, ২০২১ দুপুর ১২:০৯

ফড়িং-অনু বলেছেন: আপনার বেশ কয়েকটা কবিতা পড়লাম। খুব ভাল লাগল।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.