নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

আমিহীনতায়

০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

এখনো ভেবে দেখো
রবিহারা পৃথিবী—কতটা অপূর্ণ অসহায়!
—যেন এক অস্তিত্বহীন বিভীষিকা
তুমি কী তেমন নও?
আমার অনুপস্থিতিতে—

যদি তা না হও থেকেই বা লাভ
অপ্রগলভ প্রেম মম ব্যর্থতায় পর‌্যবসিত যেখানে
তুমি কি গো এখনো বুঝনা ?
আমিহীনতা তোমাকে কেমন ম্লান করে দেয়
তোমার সব দ্যুতি যেন তিমির আঁধারে নক্ষত্রের সমাধি
তুমি পারবে না জানি; সহজ নয় অতটা
অর্থহীন সবকিছু তোমার
রূপ যৌবন ঐশ্বর্য্য বিলাসিতা
অন্তসার শূন্য যেন তুমি
যেন এক শুষ্ক মরুভূমি অনন্ত পিপাসায়
প্রখর রৌদ্রে ।

তুমি ভালোবাসো শুধু যে আমাকেই
এ যেন এক ধ্রুব সত্য কালোত্তীর্ণ ইতিহাসে।
তুমি হয়ে যাবে লয় যেমন মহাবিশ্ব হবে ঈসরাফিলের শিঙ্গায়
নিশ্চয়ই নিশ্চয়ই প্রেমহীন পৃথিবী তোমার কাম্য নয়
এখনো বেঁচে আছো শুধু তাই
আমার প্রেম ঘিরে আছে যে তোমায় ।
জানি হয়ে যাবে সব শেষ সেদিন
যেদিন আর থাকবে না প্রেমের অবশেষ
তোমার লাগিয়া আমার এই বুভুক্ষু হদয়ে
তুমি যেন কিছু নও— আমিহীনতায় ।

মন্তব্য ১২ টি রেটিং +২/-০

মন্তব্য (১২) মন্তব্য লিখুন

১| ০৬ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৫

সাজিদ উল হক আবির বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৮:৩৩

সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমিকার জীবনে প্রেমিকের অনুপস্থিতি প্রেমিকার জীবনকে করে অর্থহীন। ভালো কবিতা। তবে প্রেমিকা বুঝলে হয়।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:১৩

রামিসা রোজা বলেছেন:
মাঝেমধ্যে দূরে সরে গিয়ে কাউকে বুঝিয়ে দিতে হয়,
দেখো আমিহীনতায় তোমার কি অবস্থা হয় ?
সুখপাঠ্যে অনুভব করলাম ।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৮

নেওয়াজ আলি বলেছেন: চমৎকার লিখনী

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৬ ই অক্টোবর, ২০২০ রাত ১১:৩৭

রাজীব নুর বলেছেন: কবিতা পাঠ করলাম। সুন্দর। কবিতা।

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ৯:২২

এম ডি মুসা বলেছেন: চমৎকার কবিতা শুভেচ্ছা

০৭ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.