নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী শ্রদ্ধাঞ্জলি

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০২

তোমরা শিক্ষার আলো বিলিয়ে দিলে
তাই দূর হলো সব— অজ্ঞতার অন্ধকার।
তোমরা যেন দেশ গড়ার নিপুণ কারিগর
—অগাধ শ্রদ্ধার।

মাতা-পিতার পরেই তোমাদের স্থান
তোমরা যে মহীয়ান।
শ্রদ্ধেয় শিক্ষকমণ্ডলী শ্রদ্ধাঞ্জলি তোমাদের তরে
সবার ভালোবাসা আর শ্রদ্ধা লয়ে
আনন্দময় সফল এক জীবন হোক তোমাদের সকলের
আমার এই কলমখানি তোমাদের অবদান।

লিখে লিখে করতে পারি যেন— তোমাদের ঋণশোধ
দিকে দিকে যেন ধ্বনিত হয়
তোমাদের জয়গান ।


উৎসর্গ ঃ তুমি ও তোমরা ।


মন্তব্য ২২ টি রেটিং +৫/-০

মন্তব্য (২২) মন্তব্য লিখুন

১| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:০৪

শায়মা বলেছেন: এইরে সেলিমভাইয়ু!!!!!!!!!!

হা হা হা থ্যাংক ইউ থ্যাংক ইউ !!!

তোমার নার্সারী ক্লাসের শ্রদ্ধেয় শিক্ষকদের স্মরন করো!!! :)

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:১৬

সেলিম আনোয়ার বলেছেন: যাদের হাতে শিক্ষার হাতে খড়ি তাদের সবাইকে শ্রদ্ধা জানাই । এবার হলো । গভীর ভাবে বলতে গেলে সকল শিক্ষক সম্মানের ও ভালোবাসার দাবি রাখেন ।

২| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২০

আমি সাজিদ বলেছেন: সব শিক্ষকদের প্রতি শ্রদ্ধা।

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:২২

সেলিম আনোয়ার বলেছেন: মনে প্রাণে সকল শিক্ষকদের শ্রদ্ধা করি । জাতিগঠনে তাদের অবদান অতুলনীয় । ধন্যবাদ কমেন্টে এবং পাঠে ।

৩| ০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩০

রামিসা রোজা বলেছেন:
সব শিক্ষকদের প্রতি রইলো শ্রদ্ধা ।
কিছু কিছু শিক্ষকরা আছে যাদের কথা এখনো খুব মনে
পড়ে । ধন্যবাদ শিক্ষকদের নিয়ে সুন্দর কবিতা লেখার
জন্য ।

০৭ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:০৪

মোছাব্বিরুল হক বলেছেন: শিক্ষকদের অবদান শোধ করার মতো নয়।
চমৎকার একটি কবিতা। অনেক ভালোলাগা রইল আপনার জন্য আর সকল শিক্ষকদের প্রতি শ্রদ্ধা।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: সকল শিক্ষকের প্রতি শ্রদ্ধা। সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ।

৫| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৬:৩৭

নুরুলইসলা০৬০৪ বলেছেন: শিক্ষক মানুষ গড়ার কারিগর।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:২৯

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ বলেছেন। শিক্ষা জাতির মেরুদণ্ড ।

৬| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:০৭

চাঁদগাজী বলেছেন:



বাংলাদেশের শিক্ষকেরা তাঁদের ন্যুনতম দায়িত্ব পালন করেছেন বলে মনে হয় না; তাঁরা সব নাগরিকের শিক্ষার কথা বলেননি জীবনে ১ দিনও ।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৭

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী যাদের কথা বলছেন তার শিক্ষক নন সেই অর্থে চাকুরী করেন চাকুরীজীবী গোটা সমাজ যে অর্থলোভী। তবু আছেন অনেক শিক্ষক। শেখ সফদার আলী(মরহুম) ম উবির সাবেক প্রধান শিক্ষক এর উৎকৃষ্ট উদাহারণ। কত মেহনত করে ভাাচূড়া টিনের ঘরের স্কুল থেকে এত বড় স্কুল প্রতিষ্ঠিত করেছেন। আমার কিছু কলেজশিক্ষক বিশ্ববিদ্যালয় শিক্ষক অনে কাছের জন আছেন তারা ছাত্রদের কথা দেশে কথা ভাবেন। ভুলভাল বলে ফেলি তবু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেন। তবে তারা তাদের ছাত্রদের পটেনশিয়ালিটি নিয়ে হয়তো অতটা ভাবেন না। আর একটা বড় সমস্যা হলো ছাত্র সামান্য ভালো কিছু করে ফেললে তাদের এত বেশি খুশি হন কিভাবে হন জানি না। অতটা খুশি হওয়া ঠিক নয় মনে হয় । কোন ছাত্রের তো বিশ্বজয়ের লক্ষ্য ও যোগ্যতা থাকতে পারে তাই না?

৭| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:২০

জাফরুল মবীন বলেছেন: শিক্ষা জীবনে এমন হাতে গোনা কয়েকজন শিক্ষক পেয়েছি যারা আমার জীবনে গুণগত উৎকর্ষতায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন।আর বেশিরভাগ শিক্ষকেই জীবন গড়ার কারিগরের পরিবর্তে কেবলই একজন পেশাজীবি মনে হয়েছে।আজকের এই দিনে আমার সেইসব গুণী শিক্ষকদের শ্রদ্ধা জানাই যদিও তাঁরা আমার প্রাত্যহিক জীবনের অংশ হয়েই আছেন।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৩৯

সেলিম আনোয়ার বলেছেন: আসলে অভাব আর অর্থের লোভ বিলাসিতা সব ধ্বংস করে দেয় । চমৎকার কমেন্ট এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৭ ই অক্টোবর, ২০২০ সন্ধ্যা ৭:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: শ্রদ্ধেয় শিক্ষক মহাশয়দের প্রতি শ্রদ্ধার্ঘ্য। কবিতা ভালো হয়েছে।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ৯:০৪

নেওয়াজ আলি বলেছেন: শ্রদ্ধা সকল স্যারদের ।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ১২:৪০

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।

১০| ০৭ ই অক্টোবর, ২০২০ রাত ১১:২৬

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০৮ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১১| ১৪ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:১৮

খায়রুল আহসান বলেছেন: আপনার কবিতাটি পড়ে আজ আমার সকল শিক্ষককে একে একে স্মরণ করার চেষ্টা করলাম। তাদের বেশিরভাগ আজ প্রয়াত, কিন্তু যে দীপশিখাটি তারা আমার মত শত শত ছাত্রের মনে জ্বালিয়ে দিয়ে গেছেন, তা আজও জ্বলছে।
শিক্ষকদের প্রতি এ শ্রদ্ধাঞ্জলির জন্য আন্তরিক ধন্যবাদ। কবিতাটি ভাল লেগেছে। + +

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.