নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

Selimanwar27@yahoo.com Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

তালা খোলা

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:২১

দরজায় তালা,
মনে হয় সিলগালা!
খুলে না খুলে না , দু'চোখ যেন মেলে না
কিভাবে যে যাই
দরজার কড়া নাড়ি—হয়ে নিরুপায়।

কেন যেন বিধি বাম দায়িত্ব অবহেলে
আমার হাতে কয়টি খাম
রাখতে হবে সে ঘরে দায়িত্ব সহকারে
তবেই যদি স্বস্তি মেলে
এই অবণীর পরে ।

চাবিটা যে আছে— কার কাছে?
কোথায় যে পাই তারে অনেক ভালোবেসে যা আমার অধিকারে।
শুধু জানি, মনের তালা খোলা তার যেন খোলা আসমান
আছে যেন সে আমার অপেক্ষায়
প্রতীক্ষায় কাটছে তার দিন।
ভালোবাসার হয় না যে অবসান
বাড়ে শুধু প্রতিদিন।

প্রেম যেন মিশে থাকে বদ্ধ তালায় ঝুলে
ঐ তালা খুলবো শুধু আমি
আর কেহ যেন না পারে! বাকিরা সব থাকুক অন্ধকারে।

ভালোবেসে তারে— দেখবো দু’চোখ মেলে
অবাক মুগ্ধতায়, দুঃখরা সব যেন সারস পাখি যাবে উড়ে দূর বনে ।
ঐ চোখ দুটি রঙিন প্রজাপতি
স্বপ্নগুলো উড়ে সেথা যেন রঙিন পাখা মেলে ।

মন্তব্য ১৯ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৯) মন্তব্য লিখুন

১| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১০:৩৯

আলমগীর সরকার লিটন বলেছেন: বেশ অনুভবের প্রকাশ কবি দা

১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:২২

এম ডি মুসা বলেছেন: অনেক সুন্দর হয়েছে ।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১৫ ই অক্টোবর, ২০২০ সকাল ১১:৪৬

নেওয়াজ আলি বলেছেন: দুর্দান্ত ,মনোরম I

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ১:২৭

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

১৫ ই অক্টোবর, ২০২০ দুপুর ২:০৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৫| ১৫ ই অক্টোবর, ২০২০ বিকাল ৫:৪৫

ইসিয়াক বলেছেন:


বেশ ক’দিন পরে আপনাকে পেলাম প্রিয় কবি। নিশ্চয় ভালো আছেন।
কবিতায় ভালো লাগা।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৩

জাফরুল মবীন বলেছেন: প্রণয় কবির কবিতায় ভালোলাগা জানিয়ে গেলাম।

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৫

সেলিম আনোয়ার বলেছেন: জাফরুল মবীন ,
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৫ ই অক্টোবর, ২০২০ রাত ৯:২৮

মনিরা সুলতানা বলেছেন: অনেকদিন পর আপনার লেখা পড়লাম । ভালোলাগা !

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৬ ই অক্টোবর, ২০২০ রাত ২:০১

সোহানী বলেছেন: অনেকদিন পর!!!

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: তা তো বটে ্কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ২৩ শে অক্টোবর, ২০২০ বিকাল ৩:০২

খায়রুল আহসান বলেছেন: ভালবাসার ভাবনাগুলো বেশ ভাল লেগেছে। + +

২৮ শে অক্টোবর, ২০২০ সকাল ১০:১৭

সেলিম আনোয়ার বলেছেন: খায়রুল আহসান কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১০| ০৯ ই মে, ২০২১ রাত ১:৩৬

মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেছেন: মন দিয়ে ভালবাসুন তাহলেই খুলে যবে তালা।
দারুণ ছন্দময় লেখনি।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.