নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কাগজ-কলম

১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৩

এটা শুধু তোমার আমার
মনের ভাষা— প্রেম ইশারা,
আর কেহ করলে তার অনুকরণ
কার কিবা যায় আসে ?

এতো আর একদিনের নয়
যেন কতো যুগের পরিচয়
কতো জানা কতো চেনা কত আপন ?

তোমার আমার অমোঘ প্রেমের
যুগান্তকারী কথোপকথন— প্রেম নিবেদন
তোমার আমার অনুমোদন সম্মতিতে শ্বেতপত্র
কালোত্তীর্ণ এই প্রেম এক নিমিষেই ফুরোবে না

দিনে দিনে আরো যেন অশেষ হয়ে
আরও গভীর— আরও মধুর অনুভুতি স্নায়ু ঘিরে
এসেছে ফিরে,
‌প্রিয়ংবদা, এসেছে যেন সেই মহেন্দ্র ক্ষণ
আরও গভীর— আরও কাছে— কতো চেনা
আরও মধুর সুখের মিলন।

ভালোবাসার লেনাদেনা,
আরও যতো পথ আছে —তোমার মনে দেহে
আমি ছাড়া শূণ্য লাগে— তোমার কাছে
ভরে দেবো অমোঘ প্রেমের সুখের রেণু আদর সোহাগ
সম্ভাবনার অঙ্কুরোদগমে..

অন্য কেহ যে যাই বলুক অনুকরণ স্মরণ করুক
এই সংকেত প্রেমের ইশারা হৃদয়ের কথোপকথন
কালজয়ী এক অমর সৃষ্টি ,

ওগো মোর সুনিয়তি
আমার কলম তোমার কাগজ অদৃষ্টে লেখা আছে
আমাদের এই অটুট বন্ধন
দুটি প্রাণের একই আশা পরম চাওয়া হৃদয়ের অনুরণন
হয়ে ওঠুক আনন্দ ঘন— উৎসব মুখর ক্ষণ।

মন্তব্য ২৭ টি রেটিং +৬/-০

মন্তব্য (২৭) মন্তব্য লিখুন

১| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ১:৪৯

ওমেরা বলেছেন: আপনি তো আগে প্রতিদিন কয়েকটা করে কবিতা পোষ্ট করতেন, এখন তো আপনাকে দেখাই যায় না অনেক ব্যাস্ত নাকি?
কবিতা ভালো হয়েছে ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ।কমেন্টে এবং পাঠে ।নিরন্তর শুভকামনা ।

২| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১০

রাজীব নুর বলেছেন: সহজ সরল সুন্দর কবিতা।
ভাষা সুন্দর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:২৯

সেলিম আনোয়ার বলেছেন: অনেক ধন্যবদ কমেন্টে এবং পাঠে ।

৩| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:১৬

ফয়সাল রকি বলেছেন: মধুর।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৪| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:২৫

নেওয়াজ আলি বলেছেন: অপূর্ব মনের ভাবনা ।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ১৬ ই নভেম্বর, ২০২০ দুপুর ২:৪৭

কাজী ফাতেমা ছবি বলেছেন: খুবই সুন্দর
শুভকামনা

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:০৬

ঠাকুরমাহমুদ বলেছেন:




ওগো মোর গীতিময় মনে নাই সেকি মনে নাই
এই সাগর বেলায় ঝিণুক খোটার ছলে
গান গেয়ে পরিচয়।


- সন্ধ্যা মুখার্জি।

কবিতা খুবই ভালো লেগেছে। অনেক অনেক শুভেচ্ছা জানবেন।



২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩২

সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ঠাকুর মাহমুদ কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৩:৪৪

বিএম বরকতউল্লাহ বলেছেন: প্রেম আর ভালবাসা। কার না ভাল লাগে!

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: যথার্থ কমেন্ট । অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ১৬ ই নভেম্বর, ২০২০ বিকাল ৫:১৮

ইসিয়াক বলেছেন: খুব ভালো লাগলো।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৯| ১৬ ই নভেম্বর, ২০২০ সন্ধ্যা ৭:৩৪

কবীর হুমায়ূন বলেছেন: প্রেমের কবিতাগুলো প্রেমিকের মনে আনন্দধারায় ভাসে গভীর উল্লাসে।
ভালো লিখেছেন। শুভ কামনা কবি সেলিম আনোয়ার।

২৪ শে ফেব্রুয়ারি, ২০২১ বিকাল ৫:৩৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও নিরন্তর শুভকামনা ।

১০| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৩৫

রামিসা রোজা বলেছেন:
কবির সাথে কবিতার প্রেম ....
এবার অনেকদিন পর দিলেন কবিতা ।
শুভেচ্ছা নিবেন ।

১১| ১৬ ই নভেম্বর, ২০২০ রাত ১১:৩৪

কালো যাদুকর বলেছেন: সেলিম ভাই কেমন আছেন?

১২| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ১:৪২

রাজীব নুর বলেছেন: এই পোষ্টে ৬ টা লাইক। গ্রেট। ব্লগার মন্তব্য করলেও লাইন সহজে দিতে চায় না।

১৩| ১৭ ই নভেম্বর, ২০২০ রাত ৯:৫১

খায়রুল আহসান বলেছেন: কাগজ-কলমের মিলনে হতে থাক অপূর্ব সাহিত্য সৃষ্টি!

১৪| ১১ ই ডিসেম্বর, ২০২০ সকাল ১০:৫৩

ঠাকুরমাহমুদ বলেছেন:




প্রিয় সেলিম আনোয়ার ভাই,
আপনি কেমন আছেন? আপনাকে ব্লগে পাইনা আজ বেশ কিছুদিন হয়ে গেলো। আপনি যখনই ব্লগে আসুন না কেনো একটি মন্তব্য / মন্তব্য উত্তরে জানান দিন প্লিজ। আপনার জন্য চিন্তায় আছি।

শুভ কামনা রইলো।

ঠাকুরমাহমুদ
আজ তারিখ: ১১-১২-২০২০




১৫| ০৩ রা জানুয়ারি, ২০২১ ভোর ৪:৩২

ডঃ এম এ আলী বলেছেন: শুভ নববর্ষ ।
আপনি কেমন আছেন ?
আমাদেরকে জানাবেন ।
ভাল থাকার শুভ কামনা রইল ।

১৬| ০৩ রা জানুয়ারি, ২০২১ সকাল ৮:৫৯

নতুন নকিব বলেছেন:



বেশ কিছু দিন ধরে ব্লগে আপনাকে পাচ্ছি না।

পরিবার পরিজন নিয়ে আপনি কেমন আছেন, সম্ভব হলে জানাবেন।

ভাল থাকার প্রার্থনা।

১৭| ১৯ শে জানুয়ারি, ২০২১ রাত ৮:১১

ঠাকুরমাহমুদ বলেছেন:




সেলিম আনোয়ার ভাই,
এটি অন্যায় বলা যায় - আপনি এতোদিন হলো ব্লগে নেই, কেমন কথা হলো ভাই। আমি প্রতি সপ্তাহে একবার রুটিন করে আপনার ব্লগে এসে খোঁজ করছি। আপনার ডোল্লির বিলে আমি নাটাই ঘুড্ডি নিয়ে আসবো ভাবছি, আপনার সাথে টমেটো বেগুন পুড়ে ভাত রান্না করে বিলের ধারেই বসে ভাত খাবো।

ইতি,
আপনার ভাই,


ঠাকুরমাহমুদ
আজ ১৯শে জানুয়ারী, ২০২১

১৮| ১০ ই ফেব্রুয়ারি, ২০২১ রাত ৯:৩৩

খায়রুল আহসান বলেছেন: হারিয়ে গেলেন কোথায়? ব্লগের পাস ওয়ার্ড হারিয়ে ফেলেছেন কি? ফিরে আসুন আবার।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.