নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বিষণ্ণ প্রহর !!!

০৪ ঠা মার্চ, ২০২১ বিকাল ৫:৪৫




আমি তো দিইনি বাঁধা—তোমার কোন কাজে
হইনি ধৈর্য্যহারা . প্রেমের অনুরাগে
তোমায় ফেলিনি কোন লাজে
আমি ছিলাম যেন তোমার গায়ের চাদর
তোমার সব ফাঁক-ফোকর ঢেকে দিয়ে
তোমার প্রেমের সাত পেয়ালা জল পিয়ে
ছিলাম তোমার —একান্ত অনুগত
আমার যত আবেগ অনুভূতি
তাতে তোমার শতভাগ উপস্থিতি
ছিলনা তাতে আর বাকি কিংবা শুভঙ্করের ফাঁকি
সারাটি রাত চন্দ্র—তারা উদাস বেলা উদাস পায়ের নূপুর
আমি চেয়ে থাকি—মনে মনে তোমায় শুধু আঁকি
তোমার পরণে দেই বাসন্তি রং শাড়ি
তুমি যেন রূপে গুণে দারুণ বাড়াবাড়ি
তোমার সাথে যেন পূর্ণিমার ঐ চাঁদ তাই নিয়েছে আড়ি।
আমার কলম তোমার কাগজে বাড়ায় শুধু দ্যুতি
নিত্য নতুন শব্দজাল বুণে— প্রেমের অনুরণনে
বসন্ত বাতাসে অবাক করা সব সুখের অনুভূতি
ক্ষণিকের অবসরে কবিতা পাঠক পথ হারাতো ভেবে ভেবে
তোমার আমার মিলন প্রহর কোথায় এবং কবে?
অমি ছিলাম সঙ্গ প্রেমি তোমার
বুঝতে তুমি
তোমায় আমার ভীষণ ভাল লাগে..
আমার আগে তুমিই আমার প্রেমে পড়েছো
তোমার কাছেই সর্বপ্রথম জানি
অপ্রগলভ প্রেম—সেতো হীরার চেয়ে দামি ।
শুধু বসন্ত নয় সারাটি বছর
তোমার সঙ্গ যেন ফুল পাখি আর গান মনোরম প্রকৃতি
তুমি ছাড়া কাটে আমার বিষণ্ণ প্রহর।



ছবি: নিজস্ব এলবাম


মন্তব্য ১৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (১৮) মন্তব্য লিখুন

১| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:২৬

নজসু বলেছেন:



এই তো হলো আসল প্রেমের মত্ত কবি।
সুধা রসে বিলিয়ে দেয় আঁখি।
ভালোবাসে। ভালোবেসে যায়।

প্রিয় কবি, একটা বসন্ত রাঙাতে নয়, সারাটি বছর
রাঙিয়ে তুলুন ফাগুনের ফুলে।

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০৪ ঠা মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:১৫

মোঃমোস্তাফিজুর রহমান তমাল বলেছেন: প্রেমিকার প্রতি প্রবল ভালোবাসার আনুগত্য, কল্পনায় প্রেমিকার প্রতিকৃতি সৃজন, প্রেমিকার সঙ্গলাভের তৃষ্ণা ও সঙ্গহীনতার বিষন্নতার আশ্রয়ে কবির একান্ত অনুভূতির বয়ান হয়ে উঠেছে কবিতাটি। সুন্দর কবিতা।

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৩| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ৯:৫৫

ওমেরা বলেছেন: কবিতার চেয়ে ছবিটা অনেক বেশী ভালো লেগেছে।

০৭ ই মার্চ, ২০২১ সকাল ১১:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: দুটি ধবল বক এক সাথে করিছে বিচরণ ।

৪| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৩২

নেওয়াজ আলি বলেছেন: সুন্দর অনুভূতি।

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১০:৪০

মরুভূমির জলদস্যু বলেছেন: এতো প্রেমের গল্প বলা

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০৪ ঠা মার্চ, ২০২১ রাত ১১:২১

রাজীব নুর বলেছেন: অত্যন্ত মনোমুগ্ধকর।

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৭| ০৫ ই মার্চ, ২০২১ রাত ১১:৫১

মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার

০৭ ই মার্চ, ২০২১ দুপুর ১২:১০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৮| ০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:০০

জুল ভার্ন বলেছেন: চমৎকার।

০৮ ই মার্চ, ২০২১ সকাল ১১:২৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা

৯| ১০ ই এপ্রিল, ২০২১ রাত ৯:৩৬

খায়রুল আহসান বলেছেন: ছবিটা সুন্দর, কবিতাও, এবং অবশ্যই কবিতার শিরোনামটাও। + +
এ ছাড়া আমার আর যা বলার ছিল, তা মোঃমোস্তাফিজুর রহমান তমাল ২ নং মন্তব্যে বলে গেছেন।
পোস্টে চতুর্থ ভাল লাগা + +।

১৪ ই অক্টোবর, ২০২১ বিকাল ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় খায়রুল আহসান ভাই। সতত শুভকামনা আপনার জন্য ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.