নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
হে নারী প্রেরণাদায়ী সঞ্জীবনী শক্তি
জীবন চলার পথে যে — অপরিহার্য তুমি
তুমি করো গর্ভধারণ—
তুমি জন্ম দাও মানবের—
তুমি যেন আঁধার রাতে আলোর বিচ্ছুরণ।
জননীর স্তন্য পান করে বেঁচে থাকে শিশু
লাভ করে অপরিহার্য সভ্যতা- জ্ঞান।
নারী তুমি বলতে শেখাও মানব সন্তানেরে
পুরুষ আমি জন্মেই দেখি আমায় তোমার স্নেহতলে।
তুমি চলতে শেখাও— হাঁটি হাঁটি পা পা,
তুমিই প্রথম লিখতে শেখাও ক খ অ আ।
তোমার আঁচল তল সন্তানের প্রথম নিরাপত্তা,
হে নারী যৌবনে তুমিই করো দান পুরুষের পূর্ণতা।
তুমি যেন সুরম্য নগরী অবিন্যস্ত পৃথিবীর বুকে।
হে নারী! কোমলমতি মায়াবন বিহারিনী হরিণী তুমি
কবির চোখে।
তুমি হয়ে ওঠো চাঁদ— রাজ্যের আহ্লাদ
সৌভাগ্যের প্রসূতি তুমি হতাশার আঁধারে, বদ্ধ কারাগারে।
তোমার প্রেমে লম্পটও হয়ে ওঠে বিশুদ্ধতম পুরুষ এক
হে নারী! হে প্রিয়তমা! তুমি শুধু একটি দিনের নও
তুমি যেন চোখের তৃপ্তি প্রতিদিনের পঙ্কিল পৃথিবীতে
হে নারী মহীয়সী শ্রদ্ধা জানাই তোমায়—
আজিকার এই দিনে ,
তুমি যেন লাভ করো— ন্যায্য অধিকার সবখানে।
তুমি যেন বইতে পারো তোমার দায়িত্ব গুরুভার— খুব সহজে
নারী পুরুষ নেই ভেদাভেদ হোক প্রতিষ্ঠিত দৈনন্দিন জীবনে।
-----------------------------
ব্লগের সকল নারী ব্লগারদের ও বিশ্বের সমস্ত নারীদেরকে নারী দিবসের বিনম্র শ্রদ্ধা । আমার কারণে কেউ কষ্ট পেয়ে থাকলে অসম্মান বোধ করে থাকলে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। জয় হোক মানুষের জয় হোক মানবতার।
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:০৯
সেলিম আনোয়ার বলেছেন: অকপটে ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৩০
বিদ্রোহী ভৃগু বলেছেন:
সকল নারীর করকমলে- নারী দিবসের শুভেচ্ছা আর শুভকামনা
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১০
সেলিম আনোয়ার বলেছেন: বিদ্রোহি ভৃগু কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:৪২
চাঁদগাজী বলেছেন:
সরকারের পক্ষ থেকে দেয়া বাণী?
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী আমার লেখা অঙবঙ কবিতা । কমেন্টে ধন্যবাদ।
৪| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:২৪
পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৫| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৮:৪৭
মনিরা সুলতানা বলেছেন: শুভেচ্ছা আপনাকে ও ।
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৬| ০৮ ই মার্চ, ২০২১ রাত ৯:৫৯
জগতারন বলেছেন:
সুন্দর কবিতা !
সোজা প্রিয়'তে পাঠাম।
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৩
সেলিম আনোয়ার বলেছেন: জগতারন আপনার ভাললাগা ও প্রিয়তে নেয়াতে উৎসাহিত হলাম খুব । শুভকামনা নিরন্তর ।
৭| ০৮ ই মার্চ, ২০২১ রাত ১০:২৯
নুরুলইসলা০৬০৪ বলেছেন: নারীকে এতোকিছু ভাবার কোন দরকার নেই,তাকে মানুষ ভাবুন তাতেই তাকে যথার্থ সন্মান দেয়া হবে।
এতো নারী মিলেও লম্পটকে ভাল করতে পারেনাই,দাসী সেক্স করতে গিয়ে ধরা খেয়ে বড় কর্তাকে হুমকি ধামকি দিয়ে মীমাংসা করতে হয়।
লম্পটকে ভাল করা নারীর কাজনা।লম্পট কে ভাল করতে হবে বাঁশডলা দিয়ে।সমাজের কাজ।
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৬
সেলিম আনোয়ার বলেছেন: জটিল কমেন্ট। এখন দাসী আছে নাকি? মধ্যযুগিয় শব্দ। এতা নারীর দরকার নেই একজন নারী একজন লম্পটকে মানুষ করে ফেলতে পারে। শুধু ভালবাসা দিয়ে।
৮| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:০৫
রাজীব নুর বলেছেন: খুবই সুন্দর কবিতা।
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৯| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:০৬
রাজীব নুর বলেছেন: মনে মনে আজ আপনার নারী দিবসের কবিতায় পাওয়ার অপেক্ষায় ছিলাম।
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:১৮
সেলিম আনোয়ার বলেছেন: আপনার অপেক্ষার অবসান হয়েছে তাহলে বিজ্ঞ ব্লগার। কমেন্টে অশেষ কৃতজ্ঞতা ।
১০| ০৯ ই মার্চ, ২০২১ রাত ১:৩৬
সোহানী বলেছেন: ভালোলাগলো কবি....
০৯ ই মার্চ, ২০২১ সকাল ১০:৩২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
১১| ০৯ ই মার্চ, ২০২১ দুপুর ১:০৯
রাজীব নুর বলেছেন: আমার দুটা মন্তব্যেরই উত্তর দিয়েছেন। অবহেলা করেন নি। অনেক ধন্যবাদ। ভালো থাকুন।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার আবারো অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা আপনার জন্য।
১২| ০৯ ই মার্চ, ২০২১ বিকাল ৫:২৪
মিরোরডডল বলেছেন:
শেষের কথাটাই আসল কথা ।
নারী পুরুষ নির্বিশেষে জয় হোক মানবতার ।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
জয় হোক মানুষের জয় হোক মানবের ন্যয্য অধিকার নিয়ে ।
১৩| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৩০
মেহেদি_হাসান. বলেছেন: চমৎকার
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
১৪| ০৯ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৭:০৯
ওমেরা বলেছেন: সুইডেনের সকল নারীর পক্ষ থেকে আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি ।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুপ্রিয় ব্লগার। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১৫| ১০ ই মার্চ, ২০২১ ভোর ৬:৪৪
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার ,
নারী সর্বংসহা ধরিত্রীর মতো- জগদ্বাত্রী!
কবিতায় তেমন ছবিটিই তুলে ধরেছেন।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩৯
সেলিম আনোয়ার বলেছেন: বরাবরের মত বিজ্ঞ কমেন্ট। সব কথা যেন বলে দিলেন এক বাক্যে। নারী যেন সর্বংসহা পৃথিবী ।
১৬| ১০ ই মার্চ, ২০২১ সকাল ৭:৫৭
নেয়ামুল নাহিদ বলেছেন: নারী তেমনি, যেমনটি আপনি লিখেছেন কবিতায়।
১০ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
১৭| ১০ ই মার্চ, ২০২১ রাত ১০:১৮
ডঃ এম এ আলী বলেছেন:
সুন্দর বলেছেন
নারী পুরুষ নাই ভেদাভেদ হোক প্রতিষ্ঠিত দৈনন্দিন জীবনে ।
শুভেচ্ছা রইল
১১ ই মার্চ, ২০২১ দুপুর ২:৫২
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার আপনার কমেন্টগুলো অনেক বড় হয়। এত ছোট কমেন্ট আপনার থেকে ব্যতিক্রমী ভাল লাগা।
নারী পুরুষ নাই ভেদাভেদ হোক প্রতিষ্ঠিত দৈনন্দিন জীবনে । ধন্যবাদ।
১৮| ১১ ই মার্চ, ২০২১ বিকাল ৩:৩৫
ঠাকুরমাহমুদ বলেছেন:
নারী পুরুষ উভয়ের প্রতি ভালোবাসা রইলো। কবিতা চমৎকার হয়েছে।
১১ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৫৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
১৯| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:০৫
Subdeb ghosh বলেছেন: চমৎকার!
১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
২০| ১২ ই মার্চ, ২০২১ রাত ১১:১৭
ডঃ এম এ আলী বলেছেন:
সেলিম ভাই , শরিরটা ভাল যাচ্ছিল না তাই সেদিন বেশী কথা বলতে পারিনাই ।
খুব্ই মুল্যবান কথা সমৃদ্ধ কবিতা ।
আপনি সঠিক কথাই বলেছেন নারী একাধারে প্রেরনাদায়ী ও সঞ্জীবনী শক্তি ।
নারী শক্তি ছাড়া এ জগৎ সত্যিই অকল্পনীয়!
নারী আমাদের প্রত্যেকের অন্যতম অনুপ্রেরণার উৎস।
নারী হাজারো কাজের মাঝেও যত্ন নিয়ে পরিবারের সকলের খেয়াল রাখেন ।
নারী আছেন বলেই সকলে আছেন! তাঁরা স্বয়ংসিদ্ধা ।
নারী শুধু নিজের সংসারের নয়, বিশ্বসংসারের দায়িত্বও তাঁর কাঁধে।
নারী শুধু লক্ষ্মী আর সরস্বতীর মতো শান্তই নন , তিনি চণ্ডীর মতো আগুন হয়েও জ্বলতে পারেন!
নারীবাদী হওয়া মানে মেয়েদের শক্তিশালী করা নয়, তাঁরা এমনিতেই শক্তিশালী।
জগতের যেখানেই যে জাতি নারীর অসম্মান করে সেখানেই সেই জাতির পতন হয় নিশ্চিত ।
নারী পৃথিবীর প্রাণ , সেই প্রাণ হতেই ভুমিষ্ট হয় সকল মানব সন্তান ।
নারীর এতটাই ক্ষমতা আছে যে সে একবার হাসলেই এই পৃথিবী সুন্দর হয়ে যায়।
নারীর গুন গানের বলা কথামালা এতই আছে যে তা নিয়ে লিখলে হয়ে যেতে পারে শত শত মহাকাব্য ।
নারীকে নিয়ে অনন্তকাল ধরে লিখেও সেগুলি তাঁর গুণপনার তুলনায় হবে কনা মাত্র ।
সকলের প্রতি শুভ কামনা রইল ।
১৬ ই মার্চ, ২০২১ বিকাল ৫:৩২
সেলিম আনোয়ার বলেছেন: এইবার কমেন্ট আপনার মতো হলো্। আশা করি সুস্থ আছেন । কমেন্টে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
২১| ১১ ই মে, ২০২১ দুপুর ১২:১০
খায়রুল আহসান বলেছেন: বিশ্ব নারী দিবস উপলক্ষে যথার্থ কবিতা, খুব সুন্দর লিখেছেন। + +
"তোমার আঁচলতল সন্তানের প্রথম নিরাপত্তা" - কথাটা সত্য, এবং সুন্দর!
"তুমি হয়ে ওঠো চাঁদ--রাজ্যের আহ্লাদ" - বাহ, খুবই মনোমুগ্ধকর একটি অভিব্যক্তি!
০৭ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৮ ই মার্চ, ২০২১ সন্ধ্যা ৬:৫৭
অক্পটে বলেছেন: নারী দিবসের চমৎকার কবিতা। ভাল লাগল।