|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
তুমি নেই তাই শূন্য লাগে সব
কত জনেই তো আছে দিনে রাতে
আনন্দ উৎসবে ঈদ উল্লাসে মেতে 
তুমি নেই তাই সবই যেন লাগে ফিকে!
কতো শত আয়োজন যোজন বিয়োজন
কর্ম মাঝে সকাল সাঁঝে কতো ফুল ফোটে
কতো শত সংলাপ ভোজন আপ্যায়ন 
বৃষ্টির আনাগোনা ঝড়ে কাঁচা মিঠা আম পড়ে
তবুও যেন পিনপতন নীরবতা শুধু আমাকে ঘিরে
তুমি নেই পাশে তাই পর্যবসিত সবই যেন ব্যর্থতায়। 
তোমাকেই মনে পড়ে কবিতা লিখি তাই
যাইনা ঘরের বাইরে তুমি নেই সাথে তাই
কবিতা লিখে যাই তবু যদি কাছে পাই 
হৃদয়ের মাঝে পাই ভর দুপুরে রাত্রি সন্ধ্যায়
শুধু ওগো তোমারে; আমারে কি মনে নাই?
তবে কেন সাড়া নাই অনলাইনে মুঠোফোনে
করোনায় লকডাউনের আওতায়
 ডিজিটাল প্রেমেতো বাঁধা নাই
 তবে কি আমারেই  মনে নাই?
নিরূপমা অনুপমা প্রিয়তমা অপ্রগলভ প্রেম চাই।
বালিহাঁস উড়ে গেছে দূর বনে নীড়ে তার সন্ধ্যায়
মাছরাঙা পাখিটি গোধূলির আলো মেখে গায়
উড়ে গেছে উড়ু উড়ু মনটা মেলে দিলো ডানা তাই
জানোতো গন্তব্য তার একটাই তোমার ঐ মনটায়
আহা ! শূন্য শূন্য লাগে সবই 
হায় তুমি যে পাশে নাই। 
 ১৪ টি
    	১৪ টি    	 +২/-০
    	+২/-০  ২৭ শে মে, ২০২১  দুপুর ২:১১
২৭ শে মে, ২০২১  দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
২|  ১৫ ই মে, ২০২১  রাত ১০:৫৮
১৫ ই মে, ২০২১  রাত ১০:৫৮
জটিল ভাই বলেছেন: নীল ফিউগেটিভ আপনার আইডি ছিলোনা?
  ২৭ শে মে, ২০২১  দুপুর ২:১১
২৭ শে মে, ২০২১  দুপুর ২:১১
সেলিম আনোয়ার বলেছেন: না তো ।
৩|  ১৫ ই মে, ২০২১  রাত ১১:২৭
১৫ ই মে, ২০২১  রাত ১১:২৭
চাঁদগাজী বলেছেন: 
সেই অনন্ত বিরহ, কবির শুন্য হৃদয়।
  ২৭ শে মে, ২০২১  দুপুর ২:১২
২৭ শে মে, ২০২১  দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৪|  ১৫ ই মে, ২০২১  রাত ১১:৩৩
১৫ ই মে, ২০২১  রাত ১১:৩৩
রাজীব নুর বলেছেন: অতি মনোরম কবিতা।
  ২৭ শে মে, ২০২১  দুপুর ২:১২
২৭ শে মে, ২০২১  দুপুর ২:১২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৫|  ১৬ ই মে, ২০২১  রাত ১২:৪২
১৬ ই মে, ২০২১  রাত ১২:৪২
ডঃ এম এ আলী বলেছেন: 
বলেন কি মনে না্ই অপনারে,শুনে দুঃখে যে মন ভরে
তবে বলতে পারি ভুলে নাই মনে রেখেছে ভাল করে
নয়নে যদিউ  হারায়েছে  স্বপনে সে  আসে ফিরে
বনজোছনার ছায়াতে মধুমালতীর মায়াতে
সে এখনো আপনাকেই  ডাকে বারে বারে 
নভো নীলিমার মণিহার হতে যে তারাটি যায়  ঝরে,
তারই আঁখিজল ঝিনুকের মত বুকে রাখে মুকুতা গড়ে।
অপনার কবিতা অনেক সুন্দর হয়েছে পাঠে মুগ্ধ ।
অনেক অনেক শুভেচ্ছা রইল
  ২৭ শে মে, ২০২১  দুপুর ২:১৩
২৭ শে মে, ২০২১  দুপুর ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার পজেটিভ কমেন্ট। সব এরকম পজেটিভ হলে কতই না ভালো হতো !!
৬|  ১৬ ই মে, ২০২১  রাত ২:৫৪
১৬ ই মে, ২০২১  রাত ২:৫৪
নেওয়াজ আলি বলেছেন: চমৎকার প্রকাশ, মুগ্ধতা
  ২৭ শে মে, ২০২১  দুপুর ২:১৩
২৭ শে মে, ২০২১  দুপুর ২:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
৭|  ১৮ ই মে, ২০২১  সকাল ৭:০৪
১৮ ই মে, ২০২১  সকাল ৭:০৪
খায়রুল আহসান বলেছেন: কবির এ হাহাকার মর্মস্পর্শী! + +
  ২৭ শে মে, ২০২১  দুপুর ২:১৪
২৭ শে মে, ২০২১  দুপুর ২:১৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ১৫ ই মে, ২০২১  রাত ১০:৪১
১৫ ই মে, ২০২১  রাত ১০:৪১
শেরজা তপন বলেছেন: এখন ব্লগে নিয়মিত আসতেও পারিনা -আসলেও আপনাকে পাইনা। যতদূর মনে পড়ে বেশ অনেকদিন পর আপনার কবিতা পড়লাম। ভাল লাগল।
ভাল থাকুন সবসময়