|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
বলোতো  আমি কোথায় ?
কার টানে এই খানে
বলোতো দেখি, পারো নাকি!
তুমি তো ভীষণ বুদ্ধিমতি;
বলতে পারারই কথা।
ব্লগ বাড়িতে আমার উপস্থিতি
বলে দেয় যে প্রায় সবই —
 তোমার ডাকে সাড়া দিয়েই তা।
এবার বলো কেমন আছো?
কতটুকু প্রস্তুতি ওগো মম সন্ধ্যামালতি
সূর্যমুখী নাইটকুইন —  সমস্ত দিবারাতি।
বলোতো দেখি  এবার  কী তবে হবে লেখা—
মম স্বপনসম কাঙ্ক্ষিত পূর্ণিমার চাঁদ দেখা ?
আশংকা কিছু— তবু থেকেই যায়
কখন যে ইয়াস আসে! তান্ডব উল্লাসে
কতটুকু হয় যে ক্ষতি? দেশের দশের মানবের
কতটুকু প্রস্তুতি মাতৃভূমি বাংলাদেশের
ঘুর্ণিঝড় পরিস্থিতি মোকাবেলায় ।
কত নম্বর বিপদসংকেত এখন উপকূলে
বলোতো দেখি
বলবো শুধু মানবের জয় হোক..
জয় হোক তোমারও —অপ্রগলভ প্রেমে অতীতগ্লানি ভুলে
বলোতো দেখি অনুমানে, কতটুকু ভালোবাসি?
লকডাউন ভেঙে আমি যেন মুক্তবিহঙ্গ প্রাণেমনে
প্রেম করিতে তোমার সনে..
আর কতোটা পথ দেবো পাড়ি তব স্বর্গসঙ্গমে
ভালোবাসি যে শুধু তোমাকেই 
প্রিয়তমা সুদৃঢ় প্রত্যয়ে বলোতো দেখি  … 
 ১২ টি
    	১২ টি    	 +৩/-০
    	+৩/-০  ২৭ শে মে, ২০২১  বিকাল ৩:৫৯
২৭ শে মে, ২০২১  বিকাল ৩:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: মানুষের মনে প্রেমানুভূতি আসে মা্নুষ তাড়িত হয় শিহরিত হয় গভীর প্রণয় রচিত হয় কোন কোন প্রেম কালোত্তীর্ণ হয়ে যায় অমর অক্ষয় কবিতা হয়ে যায় অনন্ত জৌলুসে...
২|  ২৭ শে মে, ২০২১  বিকাল ৩:৪৫
২৭ শে মে, ২০২১  বিকাল ৩:৪৫
কাজী ফাতেমা ছবি বলেছেন: হাহাহাহাহ কার টানে আসছে সে আমগো বুঝার বাকি নাইকা
তাও থাকে ব্লগে পোস্ট করেন...। ভালোবাসা অমর হোক 
  ২৭ শে মে, ২০২১  বিকাল ৪:৩১
২৭ শে মে, ২০২১  বিকাল ৪:৩১
সেলিম আনোয়ার বলেছেন: ভালোবাসা অমর হোক শুভকামনায় অশেষ কৃৃতজ্ঞতা ।
৩|  ২৭ শে মে, ২০২১  বিকাল ৪:২৫
২৭ শে মে, ২০২১  বিকাল ৪:২৫
রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।
  ২৭ শে মে, ২০২১  বিকাল ৫:০২
২৭ শে মে, ২০২১  বিকাল ৫:০২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪|  ২৭ শে মে, ২০২১  সন্ধ্যা  ৭:৩৮
২৭ শে মে, ২০২১  সন্ধ্যা  ৭:৩৮
ঠাকুরমাহমুদ বলেছেন: 
শিক্ষক: আঙুল উচিয়ে কঠিন স্বরে হাঁক দেন - এই যে, সাত নম্বর বেঞ্চের চক্রাবক্রা শার্ট, বলতো পৃথিবী ঘোরে কেনো?
ছাত্র: কাঁচুমাচু হয়ে দাড়িয়ে বলেন “পেটের জ্বালায়,, স্যার! বাদবাকী গল্প আপনার জানা আছে কবিতার যাদুকর। 
প্রিয় সেলিম আনোয়াার ভাই, এখানে “প্রিয়তমা” বলতে অন্ন বস্ত্র বাসস্থান যোগানের জন্য যে আমরা “কাজ কর্ম” করে থাকি সেই কাজ কর্মকে বুঝতে পারছি।
  ৩০ শে মে, ২০২১  দুপুর ২:৪১
৩০ শে মে, ২০২১  দুপুর ২:৪১
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ঠাকুরমাহমুদ চমৎকার কমেন্ট্ কমেন্টে ভালোলাগা । কেমন আছেন আপনি ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫|  ২৭ শে মে, ২০২১  রাত ১১:৩০
২৭ শে মে, ২০২১  রাত ১১:৩০
খায়রুল আহসান বলেছেন: "কার টানে এইখানে" - ছবির ঐ চাঁদটার টানেই বোধ হয়। জোয়ারের টানেও হতে পারে।
  ৩০ শে মে, ২০২১  দুপুর ২:৪৪
৩০ শে মে, ২০২১  দুপুর ২:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় খায়রুল হাসান প্রেমের টানে এইখানে এটাই হোক । এত ভালোলাগার মানুষ এখানে আছে না এসে কি থাকা যায়? নিরন্তরে শুভকামনা ।
৬|  ২৮ শে মে, ২০২১  রাত ১২:৩২
২৮ শে মে, ২০২১  রাত ১২:৩২
রাজীব নুর বলেছেন: কবিতার পাশাপাশি গল্পও লিখুন।
  ৩০ শে মে, ২০২১  দুপুর ২:৪৬
৩০ শে মে, ২০২১  দুপুর ২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর প্রস্তাবনা । আগে কবিতা লিখে নিই মনের মতন করে প্রিয়তমাকে বাহুডোরে লয়ে তারপর দেখা যাবে ক্ষণ.....
নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ২৭ শে মে, ২০২১  বিকাল ৩:৪২
২৭ শে মে, ২০২১  বিকাল ৩:৪২
চাঁদগাজী বলেছেন:
মানুষ কি প্রেম করে, নাকি মানুষের হৃদয়ে প্রেমানুভুতি আসে?