নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

ঢং টু

২৮ শে মে, ২০২১ রাত ১২:৫১



ঢং দেখে তো আর বাঁচি নে
ভাবছো তুমি, আমি জানি নে
তুমি- আমি লগ আউট হয়ে
পড়তাম মন্তব্য— কে কি করে
কে কি ভাবে আমাদের নিয়ে
এটা নিয়ে চলতো
তোমার আমার বিস্তর গবেষণা আলাপন সুদীর্ঘ ক্ষণ
এখন আর ওসব ভাবি না
এখন আরও বেশি দৃঢ় মনা আমি
যে যাই বলে বলুক
তুমি রূপবতী গুণবতী আগুন পোকা রমনী
আমি পুড়ে খাঁটি সোনা তাতে
আমি প্রেমিক পুরুষ— শুধু যে তোমার
করিনা টালবাহানা অথবা মেকি অভিনয় ।
একজন মানুষ প্রেমিকাকে নিয়ে কী স্বপ্ন দেখে
কিভাবে চায় ? সেটা তো সবার জানা— জানুক
আমিও তার ব্যতিক্রম নই
ভালো মানুষীর নিকুচি করি
আমার মহাপুরুষত্ব তোমাকে দেখাবো না
তোমাকে বাহুডোরে বাঁধবো পাঁজা কোলে রাখবো
ভালোবাসবো খুব পরম আদরে
সুতীব্র চুম্বনে আমি হবো যে রাসপুটিন ।
তোমাকে দলিত পদ্ম করে— ভরে দেবো আদরে
ভালোবেসে তুমি অশেষ হবে
ভালোবাসা নয় জলন্ত সিগারেট
ভালোবাসা সৃষ্টি করে সুখের বৃষ্টি পড়ে
আমাকে নিয়ে এতো ভাবতে হবে না
তুমি আমার মনের মানুষ সবাই জানুক
মনে রেখো ভালোবাসা তাতে কম হবে না
আরও মনে রেখো ভালোবাসা যোগ্য করে তুলে
নর ও নারীকে, দেহে মনে— সবখানে
অপেক্ষা এখানে কেবল সময়ের অপচয়
মনে রেখো ভালোবেসে সঙ্গমে
মানব জীবন পরিপূর্ণ হয় ধন্য হয
তোমাকে ভালোবাসি খুব
এটাই ধ্রুব সত্য এ অপ্রগলভ প্রেম এবার অনুভুত হোক
তোমার আমার দুজনার মাঝে— অপার মানবতা লয়ে
শুভ রাত্রি প্রিয়তমা...




মন্তব্য ৪ টি রেটিং +০/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ২৮ শে মে, ২০২১ সকাল ৮:৪৪

শেরজা তপন বলেছেন: এত সুন্দর করে ভালবাসার সঠিক রুপ উন্মোচন করা কবিতার নাম 'ঢং' কেন সেলিম ভাই?

*'নিকচি' না নিকুচি হবে?

২| ২৮ শে মে, ২০২১ সকাল ১০:৫১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ভালো লাগা এবং ধন্যবাদ। আগে এ নামে কবিতা থাকাতে কবিতার নাম ঢং টু এটুকু বলতে পারি। আর কবিতার এই নাম অনেক ভালোবেসে দেয়া ‌ । হঠাৎ করে কবিতা টি লিখে ফেললাম কবিতার নাম শূণ্যতা হতে পারে। টাইপো ঠিক করে দেয়া হবে।

৩| ২৮ শে মে, ২০২১ দুপুর ১:১৯

রাজীব নুর বলেছেন: সব সময় ভালোবাসাবাসির মধ্যে থাকাই ভালো। পাপ কম হয়।

৩০ শে মে, ২০২১ বিকাল ৩:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ্ । নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.