নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
আমাদের এই লাল নীল সংসার..
কতৈ না মায়াঘেরা যেন সুশীতল ছায়াঘেরা এক নির্জন দ্বীপ ,
উত্তাল সাগরের বুকে
শুধুই যে কাছে টানে।
এই প্রাণে দেয় যে দোলা—
সতত চেষ্টাতেও যেন যায়না ভোলা, তোমাকে।
তুমি যেন চিনিচিনে— সুখোব্যথা
এই খানে, বুকপাজড়ে বাজে মম প্রেমবীণ রিনরিন..
তুমি যেন উচ্ছ্বাস উল্লাস সঙ্গম উদ্যম নাচ
তাক ধিন তাক ধিন তা না না
আনমনে অনুক্ষণে—
তোমারও তেমনি হওয়ার কথা,
তুমি কি হায় বুঝোনা ?
আমি তো জানি অপ্রগলভ প্রেম অমোঘ শক্তিধর
আমাকে যাবেনা ভুলা সহসা, যেন তা নামুঙ্কিম
স্রষ্টার আদেশে! শুধু টেনে নেয় যে কাছে
প্রেমের ক্যানভাসে মেতে থাকে
ঐ মায়াবী চাঁদ— পূর্ণিমা রাতে।
যে চিনে যে জানে ভালোবাসা যে অমোঘ শক্তিধর
যে ছিল তালাশে কালোত্তীর্ণ এক প্রেমের
কাব্য সাধনায়, দুটি মন যেন আজ— শুধু দুজনায়
দিনে দিনে ঋদ্ধ সমৃদ্ধ হয়ে ওঠে অতুলনীয়
এই চরাচরে ।
মনে রেখো সবথেকে বেশি সুখ তোমার
এই বাহুডোরে ।
হৃৎপিণ্ডের দেয়াল ঘেষে
আহা কুসুম কোমল সুখ দাও গো মোরে এবার
এই খানে এসে ।
তবেই হয়তো থেমে যাবে করোনার বিস্তার
হবেই হবে রোধ— ওগো মম নিরূপমা
এ নহে মোর অহংবোধ এ যে বিবেকবোধ,
এই মম প্রার্থনা সাধনা।
যেন কতো যুগ যুগ ধরে
আমরা দু’জনা যেন লকডাউনে বন্দী
সেই বেদনাতেই কী হায় তবে
তামাম দুনিয়ার আজিকে এই হাল ।
এই সংকটাপন্ন বৈরীতার এবার হোক তবে অবসান
ক্লান্ত দেহ শ্রান্ত মন তব মম প্রসন্ন হোক এবার তবে
মোদের প্রেম আলীঙ্গনে সঙ্গমে
..............................................
ঝগড়া ফ্যাসাদে লিপ্ত পৃথিবী হায় ভালো যে লাগে না
অবসান হোক তার এবার— বুক ভরা বেদনার
দূর হোক কোভিড নাইনটিন, তোমাকেই ভালোবেসে
সতত , এই শুভকামনা মনে ..
৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:৩০
সেলিম আনোয়ার বলেছেন: প্রথম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:১৪
জটিল ভাই বলেছেন:
কবিতায় সুন্দর অভিব্যক্তির প্রকাশ ভালো লাগলো
কিন্তু আজ ঝগড়াঝাঁটি
কারো পেশা, কারো নেশা,
তাইতো বিধি বাম
ধরাধামের এই দশা.....
৩১ শে মে, ২০২১ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৭:৫১
সোহানী বলেছেন: ভালোলাগলো।
৩১ শে মে, ২০২১ সকাল ১১:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৪| ৩০ শে মে, ২০২১ রাত ৮:৩৫
জুন বলেছেন: ভালোলাগা রইলো সেলিম আনোয়ার ।
+
৩১ শে মে, ২০২১ দুপুর ১২:০০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৫| ৩০ শে মে, ২০২১ রাত ১০:২৬
নেওয়াজ আলি বলেছেন: অনন্য ! ভীষণ ভালো লাগলো।
৩১ শে মে, ২০২১ দুপুর ১:৫৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৬| ৩১ শে মে, ২০২১ রাত ২:৩৩
রাজীব নুর বলেছেন: সুন্দর আব্বেগ থেকে সুন্দর কবিতা।
৩১ শে মে, ২০২১ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৭| ৩১ শে মে, ২০২১ দুপুর ১২:০২
রানার ব্লগ বলেছেন: ভালোবাসা ভালো না একদম ভালো না।
৩১ শে মে, ২০২১ দুপুর ১:৫৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
৮| ৩১ শে মে, ২০২১ রাত ৯:০৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: করোনা দূর হোক আর প্রেমের জয় হোক। কবিতা ভালো লাগলো।
৩০ শে জুন, ২০২১ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ৩০ শে মে, ২০২১ সন্ধ্যা ৬:২৪
কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুন হয়েছে