নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

এমন দিনে !!!!

০১ লা জুন, ২০২১ বিকাল ৪:০৬



............
............
এমন বৃষ্টি মুখর মধুর ক্ষণে
যদি পড়েগো মনে—তোমারে
কি দোষ আমার বলো ?
আমি তো মানুষ থাকবে কিছু দোষ
যেন কতকাল কতো যুগ পেরিয়ে অনন্ত তপস্যায়
এসেছে এই দিন হিমেল আমেজ মেখে তনে,
মম প্রাণে— তাই আলস্য ভর করে
কতইনা ভালো হতো
শুধু তুমি আমি সঙ্গোপনে ..

এ যেন শুধু কবিতা লেখার দিন
তোমারেই সাথে লয়ে আনমনে
এই দিনে এই ক্ষণে নেই যে কোন কাজ
এই দিনে আর নয় কোন লাজ— আমার সনে..


অসীম আকাশটা যেন যায় ভালোবাসে
পৃথিবীর তৃষিত বুক ছূঁয়ে আরও গভীরে
নদী ছুটে যায় মোহনা পেরিয়ে অনন্ত সাগরে
এই দিনে অবসর রিমঝিম রিমঝিম বর্ষণে

এই দিন সন্ধির মম মনোমন্দিরে চিরবন্দির তব সম্মতির ইশারা
গতরাতে আমাকে ভালোবেসে সম্মতির প্রতিদানে স্রষ্টার কাছ থেকে যেন নজরানা

এই দিন মনে রেখো
এই দিন যেয়োনাকো ভুলে
নেবই নেবো আমি বুঝে প্রাপ্তিটুকু যা আছে
তব মম প্রেমপ্রতিদানে..

এই দিন প্রশান্তির
গ্রীষ্মের অস্বস্তির — দাবদাহ শেষে
এই দিন প্রাপ্তির, মোরা দুজনে হোকনা ভালোবেসে
এই দিন রবে অমলিন স্মৃতির মানসপটে
স্রষ্টার অপার সম্মতিদানে..

ছবিঃ অন্য একদিন অঘোর বর্ষণে ঢাকার বাহিরে ।

মন্তব্য ২৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (২৪) মন্তব্য লিখুন

১| ০১ লা জুন, ২০২১ বিকাল ৪:১১

কাজী ফাতেমা ছবি বলেছেন: এই জীবনে সম্মতি পাইবেন বইলা মনে হয় না।

সুন্দর হয়েছে

০২ রা জুন, ২০২১ সকাল ১১:২৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

২| ০১ লা জুন, ২০২১ বিকাল ৪:১২

জটিল ভাই বলেছেন:
এই দিন দিন নয়, আরো দিন আছে,
প্রতিটি বর্ষার দিন এভাবেই যেনো বাঁচে :)

০২ রা জুন, ২০২১ সকাল ১১:২৭

সেলিম আনোয়ার বলেছেন: গতকাল দিনে গ্রীষ্মে যেন বর্ষা এসেছে নেমে বসুন্ধরায় চমৎকার বর্ষণমুখর দিন । বলা চলে সুস্বাগতম হে বর্ষার নব ধারা জল..

৩| ০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৩১

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার বৃষ্টিবন্দনা কবি দা

০২ রা জুন, ২০২১ সকাল ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৪| ০১ লা জুন, ২০২১ বিকাল ৪:৩৬

সাইন বোর্ড বলেছেন: সকালে মানুষের ভোগান্তিও কিন্তু কম হয়নি ।

কবিতা ভাল লেগেছে ।

০২ রা জুন, ২০২১ সকাল ১১:৫২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

এমন দিনে কাজে ভোগান্তি হবে ঠিক তবু ভ্যাবসা গরমের চেযে কাজের জন্যও ভালো আর বৃষ্টিমুখর দিনে আনন্দই অন্যরকম ।

৫| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:০৪

শেরজা তপন বলেছেন: 'এই দিন প্রশান্তির- গ্রীষ্মের আস্বস্তির দাবাদহ শেষে...'

-কবিতায় ভাল লাগা

০২ রা জুন, ২০২১ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৬| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:১৩

নেওয়াজ আলি বলেছেন: দারুণ উপস্থাপনা।

০২ রা জুন, ২০২১ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৭| ০১ লা জুন, ২০২১ বিকাল ৫:২৩

রাজীব নুর বলেছেন: অতি মনোরম।

০২ রা জুন, ২০২১ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৮| ০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৬:০০

বৃষ্টি'র জল বলেছেন: ভাল লেগেছে

০২ রা জুন, ২০২১ সকাল ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

৯| ০১ লা জুন, ২০২১ সন্ধ্যা ৬:০২

চাঁদগাজী বলেছেন:




বর্ষা আসে, মনে দোলা দিয়ে যায়

০২ রা জুন, ২০২১ সকাল ১১:৫৪

সেলিম আনোয়ার বলেছেন: চাঁদগাজী , কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

১০| ০২ রা জুন, ২০২১ দুপুর ১:১৪

রাজীব নুর বলেছেন: আমার দু;খ আমি কবিতা লিখতে পারি না।

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:০১

সেলিম আনোয়ার বলেছেন: কবিতা হলো আধ্যাত্বিকতা কবিতা সরেস প্রেম কবিতা অমোঘ শক্তিধর কবিতা বৃুষ্টির মতো আশীর্বাদস্বরূপ । তবে সব কবি এমন নাও হতে পারে ছন্দ মিলিয়ে দিলেই কবিতা হয়না আমার কাছে কবিতা স্রষ্টার অনুমোদন। তা না হলে কবিতা আঘাতের হতোনা কোন দিনই । স্রষ্টার অনুমোদনে আপনিও হয়ে ওঠতে পারেন যথার্থ কবি.... আমি কিন্তু নবীশ আর কিছু বলবো না ....

১১| ০২ রা জুন, ২০২১ বিকাল ৩:৪২

মনিরা সুলতানা বলেছেন: ইচ্ছে পূর্ণ হোক।

০২ রা জুন, ২০২১ বিকাল ৪:১০

সেলিম আনোয়ার বলেছেন: ফি আমানিল্লাহ....সুপ্রিয় ব্লগার ।

১২| ০২ রা জুন, ২০২১ বিকাল ৫:১০

রাজীব নুর বলেছেন: আমার ১০ নং মন্তব্যের খুব সুন্দর উত্তর দিয়েছেন।

ভালোবাসা জানবেন।

২৮ শে জুন, ২০২১ সন্ধ্যা ৭:১৬

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.