নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
খাতায় খাতায় পাতায় পাতায়
ভরে আছে —যত্ন করে লেখা আছে
অজস্র কবিতা, জায়গা খালি নাই
কোথায় যে লেখি, মনের কথা
হৃদয়ের ব্যাকুলতা তোমার -আমার প্রেম..
নৌকো+ নদী খেলা।
ভেবে ভেবে অবাক হতে হয়
পৃথিবীটা যেন কতো ছোট
আমাদের প্রেম যেন তার থেকে
ঢের বেশি বড়ো—তবুও বলি কথা মেপে মেপে
মনের আবেগ চেপে ধরে ; তবুও যেন উছলে পড়ে
যেমন করে উছলে পড়ে নদীর দুই পাড়
অথৈ প্লাবনে , আষাঢ়-শ্রাবণে।
যদি ছেড়ে দেই যত আবেগ- অনুভূতি
তার সব, বলবে কী লোকে?
তুমি তো মরবে শোকে—
আমি হীন দিনগুলি ভেবে ভেবে
কেমন জৌলুসহীন তুমি যেন আমি ছাড়া
খুবই সাদা মাটা ..
আমি আছি বলেই পৃথিবীটা কতো সুন্দর
তোমার কাছে— দুচোখে লাগে
বলার মতো একজনই যে তোমার আছে
বলো তো তা আর কজনার আছে ?
কজনার ভাগ্যে বলো এমন প্রেম জুটে?
স্বার্থপর অবুঝ পৃথিবীতে
বলো প্রেম ক'জনে বুঝে ?
পৃথিবীর আছে যে সীমাবদ্ধতা
আমাদের প্রেমে তা নেই
প্রেম যেন অসীম— ঐ
দূর আকাশের মতোই।
তাই তো লিখে লিখে
নেই কোন ফাঁকা খাতা পাতা!
এবার তবে হয়ে যাক লেখা
ঐখানে— পানকৌড়ি ডুব
বালি হাঁস আকাশ ডুব সাঁতার প্রকৃতি অপরূপ..
বিষন্ন মন এবার তবে প্রসন্ন হোক
ঘর্ষণে বর্ষণে কর্ষণে চুম্বনে
প্রেম তব লুন্ঠনে সংগোপনে আনমনে মম বাহুবন্ধনে
উতলা প্রাণে অবগাহনে।
এখানেই শেষ নয়—
কেক কেটে হয়তো উদযাপন হয়
উদযাপন তো মন্দ নয়
এবার এই কবিতা পড়ো— কবির মনটা বুঝো
তারপর আঁকড়ে ধরো বাহুডোরে
শুষে নাও সবটুকু সঞ্জীবনী সুধা
যৌবনের অনুরাগে—
আরও প্রশস্ত করো হে তব হৃদয় ।
ভালোবাসি তোমাকে— তোমাকেই বাসবো
ক্ষণিকের পৃথিবীতে মম স্বর্গসুখ অন্যথা নয়
আপন কক্ষপথেই আছি তাই তো লিখি
আর সবই যে মেকী . প্রেমছাড়া
তাইতো বাঁধনহারা আজ আমি
নেই কোন ফাঁকা মম কবিতার খাতা
তোমার প্রেমে পড়েইতো লেখা..
ঐখানে আছে বাকি—
ঐখানে প্রেমসাধনে মগ্ন হয়েই যেন লিখি!
এখনও যে আছে ঢের বাকি, তাই অপেক্ষায় থাকি;
তীর্থের কাক হয়ে, বসন্ত ফুলবাগান হয়ে,
যেন থাকে না বাকি কিছুই আর
এই অপ্রগলভ প্রেমে ..
১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:০৮
সেলিম আনোয়ার বলেছেন: প্রেমের কবিতা কার না ভালো লাগে? ভালোলাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
২| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:০৩
কাজী ফাতেমা ছবি বলেছেন: সুন্দর প্রেমের কবিতা
ভালো লাগলো
১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ সুপ্রিয় ছবি কবি। নিরন্তর শুভকামনা ।
৩| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৩:১২
আখেনাটেন বলেছেন: একে তো করোনার হাহাকার......এদিকে প্রেমিকের হাহাকার.....কই যাই........
চমৎকার + সেলিম ভাই.....দেখতে দেখতে সালমান মামুও মনে হয় বড় হয়ে গেল।
১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:২২
সেলিম আনোয়ার বলেছেন:
হ্যা বড় তো হয়েছে। দেখেন তাদের ছবি। এখন আবার মুয়াজও আছে...
৪| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:২৮
নজসু বলেছেন:
ভালো লাগলো প্নিয় কবি।
১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৫৯
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৪:৩৮
মরুভূমির জলদস্যু বলেছেন:
বিষন্ন মন এবার তবে প্রসন্ন হোক
ঘর্ষণে বর্ষণে কর্ষণে চুম্বনে
প্রেম তব লুন্ঠনে সংগোপনে আনমনে মম বাহুবন্ধনে
উতলা প্রাণে অবগাহনে।
প্রেম তবে লুট হোক সম্মতিতেই!!
১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:১৫
সেলিম আনোয়ার বলেছেন: প্রিয় ব্লগার এটা প্রেমের লুণ্ঠন যা স্বর্গসম ..... কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা ।
৬| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:৪৯
নূর মোহাম্মদ নূরু বলেছেন:
ধন্যবাদ কবি
ভালোলাগা রইলো!
১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: নূর মোহাম্মদ নূরু ছড়ার নব্য গুরু ভাই কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা নিরন্তর শুভকামনা ।
৭| ১৪ ই জুন, ২০২১ বিকাল ৫:৫৪
ফুয়াদের বাপ বলেছেন: প্রেমে পড়ে পাগল প্রেমিক প্রলাপ পেরে পার পেয়ে পালালেন। প্রিয়সীর সাথে প্রেমালাপের শয্যা ভালোই পেতেছেন। পড়ে প্রীত হলাম-শুভেচ্ছা রইলো।
১৪ ই জুন, ২০২১ সন্ধ্যা ৬:১৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮| ১৪ ই জুন, ২০২১ রাত ৮:৪৫
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
তেমন প্রেমের জন্যে পৃথিবী আসলেই ছোট একটু জায়গা। প্রেম তার থেকে ঢের বেশী বড়। সবার ভাগ্যে তেমন প্রেম জোটেনা।
১৬ ই জুন, ২০২১ সকাল ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৯| ১৫ ই জুন, ২০২১ রাত ১২:২৩
ঢুকিচেপা বলেছেন: প্রেমের আকুতি ভরা কবিতায় মুগ্ধতা রইল।
১৬ ই জুন, ২০২১ সকাল ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১০| ১৫ ই জুন, ২০২১ দুপুর ১২:৪৫
দেশ প্রেমিক বাঙালী বলেছেন: উফ্! অসাধারণ কবিতা। কবির সৃষ্টিকে আবারো একগুচ্ছ ভালোবাসা। ধন্যবাদ
ভালো থাকুন নিরন্তর।
১৬ ই জুন, ২০২১ সকাল ১১:১৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
১১| ১৬ ই জুন, ২০২১ রাত ১:১২
ডঃ এম এ আলী বলেছেন:
যার হৃদয়ে এত প্রেম দিবা নীশি আকুলি ব্যকুলি করে
তাঁর লেখার পড়তে পড়তে কেবলি প্রেমের সুধাই ঝড়ে ।
তাইতো দেখতে কবিতাটির প্রতি চড়ন আর স্তবক ধরে।
সুন্দর কবিতাটি পাঠে ভাল লাগল ।
শুভেচ্ছা রইল
১৬ ই জুন, ২০২১ সকাল ১১:১৮
সেলিম আনোয়ার বলেছেন: ডঃ এম এ আলী কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ১৪ ই জুন, ২০২১ দুপুর ২:৪৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: প্রেমের কবিতা ভালো লাগলো সেলিম আনোয়ার ভাই।