|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
ধরে নাও—আলস্যেই বিলাসিতা আমার
ধরে নাও, পারবো না অতীতের মতন করে
মনে যে নেই আর সেই তারুণ্য
তাই পাববো না..
আগে খুব সহজে পারতাম—তোমায় ভালোবেসে
তোমায় মুগ্ধ করে
তোমায় হৃদয় কেড়ে নিতে—পারিতাম সব
এখন আর পারি না
পারবো কেমন করে— তুমিই বলো?...
আমায় অবহেলে তুমি কি পেলে?
নিন্দুকের স্তুতি ?
সে তো জোটে ব্যর্থতায়!
জানো তো অপরের সুখ সহ্য হয়না অনেকের
তাদের তুষ্টি প্রশংসা
সে তো প্রেমে পরাজয়ের আত্নস্বীকৃতি আত্নহননমাত্র ।
এমন প্রেম হেরে গেলে হেরে যায় গোটা পৃথিবী
তুমি কি তবে আততায়ী?
তুমি কি নিজেকে ভালোবাসো না?
তুমি কি হারিয়ে যেতে চাও এই বুকে অনন্ত প্রেমে সঙ্গমে ?
যদি চাও তবে হয়তো পারবো কোনদিন
অন্যথা আমি আর পারবো না অতীতের মতন করে ... 
 ৯ টি
    	৯ টি    	 +১/-০
    	+১/-০  ৩০ শে জুন, ২০২১  দুপুর ১২:২৭
৩০ শে জুন, ২০২১  দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: বিজ্ঞ ব্লগার আহমেদ জিএস তাৎপর্য পূর্ণ কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২|  ২৮ শে জুন, ২০২১  রাত ৯:৫৭
২৮ শে জুন, ২০২১  রাত ৯:৫৭
নূর মোহাম্মদ নূরু বলেছেন: 
সেলিম ভাই 
মনে হয় আমিও আর পারবোনা !! 
  ৩০ শে জুন, ২০২১  দুপুর ১২:২৮
৩০ শে জুন, ২০২১  দুপুর ১২:২৮
সেলিম আনোয়ার বলেছেন: পারবোনা কথাটি বলিও না আর..........  
 
ধন্যবাদ কমেন্টে এবং পাঠে...
৩|  ২৮ শে জুন, ২০২১  রাত ১০:১১
২৮ শে জুন, ২০২১  রাত ১০:১১
হাবিব বলেছেন: হেরে গেলে চলবেনা
  ৩০ শে জুন, ২০২১  দুপুর ১২:২৯
৩০ শে জুন, ২০২১  দুপুর ১২:২৯
সেলিম আনোয়ার বলেছেন: চমৎকার কমেন্ট প্রেরণা দায়ক প্রেরণা আমাদের চলা পথে টনিকের মতো কাজ করে।
৪|  ২৯ শে জুন, ২০২১  বিকাল ৪:১১
২৯ শে জুন, ২০২১  বিকাল ৪:১১
আলমগীর সরকার লিটন বলেছেন: কাব্যপাঠে বেশ অনুপ্রাণিত কবি দা
  ৩০ শে জুন, ২০২১  দুপুর ১২:৩১
৩০ শে জুন, ২০২১  দুপুর ১২:৩১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৫|  ২৯ শে জুন, ২০২১  বিকাল ৫:৫৬
২৯ শে জুন, ২০২১  বিকাল ৫:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: অবিরাম বৃষ্টিতে আকাশটা কেঁদে চলে
দুঃখের নদী বয়ে চলে অথৈ সমুদ্রে।
সমুদ্রের নোনাজলে  হয় যেন 
ধরণীর বেদনার সলিল সমাধি
বৃষ্টির জল ধূয়ে যায় মুছে যায়
পাপ পঙ্কিল পৃথিবীর অযাচিত সবই।
দুঃখ ঝরে গিয়ে সুখেরা দেয় হানা,
রিমঝিম বৃষ্টিতে মনময়ূরী ওঠে নেচে
তাকধিন তাকধিন তানানা।
©somewhere in net ltd.
১| ২৮ শে জুন, ২০২১  রাত ৯:৪৭
২৮ শে জুন, ২০২১  রাত ৯:৪৭
আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,
গানের কথায় বলি - পারিবোনা একথাটি বলিও না আর....
যতো গন্ডগোল ঐ ভালো বাসাবাসিতেই...................