নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

শুভ জন্মশতবর্ষ হে সুপ্রিয় শিক্ষাঙ্গন !!!!

৩০ শে জুন, ২০২১ রাত ১১:১৬



একটি স্বপ্নপূরণ!
একটি নবযাত্রা!!
মেধার পরিপূর্ণ বিকাশের দৃঢ় প্রতিশ্রুতি লয়ে
বহুকাঙ্ক্ষিত এক আলোকবর্তিকা।
বাঙালির এক গর্বিত নবজাগরণ,
আজি হতে শতবর্ষ আগে সৃষ্টি তোমার
ঢাকা বিশ্ববিদ্যালয় সুপ্রিয় শিক্ষাঙ্গন।
শুভজন্ম শতবর্ষ হে!

তোমার থেকেই যাত্রা শুরু
পরাধীনতার শৃঙ্খল ভেঙে স্বাধীন সার্বভৌম
বাংলাদেশ গড়ার সুদৃঢ় প্রত্যয়ে
আন্দোলনে বিপ্লবে নেতৃত্বে সমরে
পৃথিবীর বুকে বিরল দৃষ্টান্ত
হে সুপ্রিয় চিরো সবুজ তারুণ্য!

সাতচল্লিশ বায়ান্ন বাষট্টি ছেষট্টি একাত্তর
নব্বইয়ে বঙ্গবন্ধু বাংলাদেশ গণতন্ত্র নেতৃত্ব প্রতীষ্ঠায়
তুমি ছিলে যে অনন্য!

হে উচ্ছল চঞ্চল উদ্যম অটুট ভ্রাতৃত্ব বন্ধন!
হে মানুষ গড়ার অব্যর্থ মিশন!!

বন্ধুর হাত ধরে এই চরাচরে
একসাথে জীবনের পথে পথ চলার
হে মধুরতম ব্যঞ্জন!

তোমার জন্মশতবর্ষে অভিবাদন সুস্বাগতম।

সমৃদ্ধ বাংলাদেশ গড়ার প্রত্যয়ে একসাথে
সততার ধ্বজা ধরে দিনে দিনে
আরও উন্নত সমৃদ্ধ অর্থপূর্ণ সফল হয়ে ওঠো
সতত এই প্রার্থনা আমাদের প্রাণে।

আগামীর দিনগুলিতে ও চেতনার ধ্বজা ধরে
এই অবণীর পরে
বিশ্ব মানবতা বুকে লয়ে
হয়ে ওঠো উজ্জ্বল দৃষ্টান্ত এক স্বর্ণালী ইতিহাস।
শুভ জন্মবার্ষিকী হে সুপ্রিয় শিক্ষাঙ্গন!

শুভেচ্ছা স্বাগতম,
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অভিজাত
সকল অগ্রজ অনুজ সুহৃদ সহপাঠী বন্ধু জন !!!!



(ছবি নেট থেকে নেয়া )



মন্তব্য ৮ টি রেটিং +৪/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:১৫

হাসান কালবৈশাখী বলেছেন:

শুভ জন্মবার্ষিকী হে সুপ্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়।
তোমার জন্মশতবর্ষে অভিবাদন স্বাগতম।

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:১৬

সেলিম আনোয়ার বলেছেন:

২| ০১ লা জুলাই, ২০২১ দুপুর ১২:৩৬

হাবিব বলেছেন: সুন্দর লিখেছেন।++

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৪:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ০১ লা জুলাই, ২০২১ বিকাল ৫:০০

ঠাকুরমাহমুদ বলেছেন:



আমার সন্তানদের পক্ষ থেকে দেশের সর্ববৃহৎ বিশ্ববিদ্যালয়ের প্রতি অনেক অনেক শ্রদ্ধা ভালোবাসা ও কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র নই। তবে আমার ছেলেমেয়েরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী ছিলেন।

চমৎকার কবিতার জন্য ধন্যবাদ।

০১ লা জুলাই, ২০২১ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা জুলাই, ২০২১ রাত ১১:১৪

ডঃ এম এ আলী বলেছেন:


কবিতা খুব ভাল লেগেছে ।
আমিউ এ্‌ই ঐতিহ্যবাহী
বিদ্যায়নটিতে অধ্যয়ন করেছি ।
এর প্রতি রয়েছে হৃদয়ের টান ।
কিন্ত এখন এই এতিহ্যবাহী
বিদ্যায়নটি তার ।এতিহ্য
হারাতে বসেছে । তাই এর
শিক্ষাদান,শিক্ষাগ্রহন, গবেষনার মান ও
অবদান বাড়াতে হবে। শিক্ষার পরিবেশ
করতে হবে উন্নয়ন করতে হবে দলীয়
রাজনীতিমুক্ত, শিক্ষক ও ছাত্র
উভয়ের ক্ষেত্রেই ।

শুভেচ্ছা রইল

০৩ রা জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্ট। বিশ্ববিদ্যালয়টিসহ অন্য বিশ্ববিদ্যালয়গুলোর এক ই অবস্থা । এর থেকে উত্তরণ দরকার। দরকার সৎ ও মেধাবী নেতৃত্ব তথা শিক্ষা ব্যবস্থা । নৈতিকতা দেশ প্রেম ছাড়া মেধা মূল্যহীন। লেজুড়বিত্তির রাজনীতি ও জ্ঞান থেকে শিক্ষাপ্রতিষ্ঠান ও পাঠ্যপুস্তককে মুক্ত রাখা দরকার।


ধন্যবাদ কমেন্টে ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.