|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
যাইনি তো . — আছি!
তব হৃদয়ের খুব কাছাকাছি,
অপার ভালোবেসে।
 
তুমি চাইলে এখনই রৌদ্র হবো
তুমি চাইলেই— উদাস আকাশ,
মেঘের ডানায় ভর করে
হবো— শ্রাবণ মেঘের দিন
প্রতিদিন।
নব নব কাব্য হবো—বিনে  সুতোর মালা হবো
         কালোত্তীর্ণ এক প্রেমে
বর্ষার নবধারা জলে নেয়ে।
আষাঢ় শ্রাবণ অঘোর বর্ষণ
আষাঢ়ে কাব্য নয়তো কোন—
যেন কত যুগ যুগ ধরে
. প্রেম যমুনা বয়ে চলে..
আমাদের প্রেমে বসেছে যেন— একটি চাঁদের হাট ।
তোমাতেই পরিপুষ্ট হয়ে
তোমার লাগিয়া মোর সকল ছদ্মবেশ।
মুখোশের আড়ালে লুকিয়ে থাকে . পঁই পঁই ভালোবাসা
শুধু তোমার তরে..
মিলনমন্ত্রগানে মহেন্দ্র ক্ষণ করিবো যে বিরচন।
 
 ১৬ টি
    	১৬ টি    	 +৬/-০
    	+৬/-০  ০৮ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:৪০
০৮ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:৪০
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ নিরন্তর শুভকামনা । ভালবাসা জানবেন।
২|  ০৮ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:১০
০৮ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:১০
কামাল১৮ বলেছেন: আবেশে ভরে গেলো মন।
  ০৮ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:৪৫
০৮ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৩|  ০৮ ই জুলাই, ২০২১  রাত ৮:৩৪
০৮ ই জুলাই, ২০২১  রাত ৮:৩৪
ইসিয়াক বলেছেন: চমৎকার
  ০৮ ই জুলাই, ২০২১  রাত ৮:৫৮
০৮ ই জুলাই, ২০২১  রাত ৮:৫৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা ।
৪|  ০৮ ই জুলাই, ২০২১  রাত ৯:১৮
০৮ ই জুলাই, ২০২১  রাত ৯:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার +
  ০৮ ই জুলাই, ২০২১  রাত ৯:২৬
০৮ ই জুলাই, ২০২১  রাত ৯:২৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা ।
৫|  ০৮ ই জুলাই, ২০২১  রাত ৯:১৯
০৮ ই জুলাই, ২০২১  রাত ৯:১৯
সাইয়িদ রফিকুল হক বলেছেন: আবেগময় প্রকাশ।
  ০৮ ই জুলাই, ২০২১  রাত ৯:৩৩
০৮ ই জুলাই, ২০২১  রাত ৯:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অশেষ কৃতজ্ঞতা । নিরন্তর শুভকামনা
৬|  ০৮ ই জুলাই, ২০২১  রাত ১০:০৭
০৮ ই জুলাই, ২০২১  রাত ১০:০৭
ওমেরা বলেছেন: আপনি কি যাদু জানেন নাকি !!
কবিতা ভালো হয়েছে।
  ০৮ ই জুলাই, ২০২১  রাত ১১:১৪
০৮ ই জুলাই, ২০২১  রাত ১১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: মন্তব্যে অনুপ্রাণিত। অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৭|  ০৮ ই জুলাই, ২০২১  রাত ১০:২৭
০৮ ই জুলাই, ২০২১  রাত ১০:২৭
ঠাকুরমাহমুদ বলেছেন: 
তুমি চাইলে ভোরের শিশির হবো - কবিতার যাদুকর, কবিতা খুব ভালো লেগেছে।
  ০৮ ই জুলাই, ২০২১  রাত ১১:২৪
০৮ ই জুলাই, ২০২১  রাত ১১:২৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে আন্তরিক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
৮|  ০৮ ই জুলাই, ২০২১  রাত ১১:৫০
০৮ ই জুলাই, ২০২১  রাত ১১:৫০
ঢুকিচেপা বলেছেন: চমৎকার একটি প্রেমের কবিতা।
“তোমার লাগিয়া মোর সকল ছদ্মবেশ।”
এই লাইনটার মধ্যে অনেক কিছু লুকানো, আমার দারুণ লেগেছে।
  ০৯ ই জুলাই, ২০২১  রাত ২:৩৮
০৯ ই জুলাই, ২০২১  রাত ২:৩৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে আন্তরিক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
©somewhere in net ltd.
১| ০৮ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৫৫
০৮ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৫৫
জটিল ভাই বলেছেন:
ভালবাসা ভালো লাগলো।