|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
 
গতরাতে ছিলো খুব মেঘের উড়া উড়ি
সারারাত যেন সদাব্যস্ত আকাশ
কলমটা তাই হলো ইচ্ছে ঘুড়ি
একটি দুটি তারা মেঘের সাথে তখন খেলে লুকোচুরি।
মেঘ ছিলনা থেমে
ভেবে ছিলাম তাই হবে খেলা শেষ
 বৃষ্টি যদি নামে ।
মেঘ বালিকা আনন্দ লয়ে— হাওয়ায় হাওয়ায় ভাসে
এমনি করে কেটে গেলো সরারাত,
ফর্সা হয়ে এলো সদাব্যস্ত আকাশ।
তখনো করোক্রান্ত নগরীর দুচোখে গভীর ঘুম
প্রভাত ফেরি ব্যস্ত ছিল পাখির কূজনে
আমি ছিলাম আয়েসি চেয়ারে বসে বারান্দায়
ঝিরিঝিরি বাতাসে—
তখন গা জুড়িয়ে যায়।
এমন সময় মনে হলো 
বর্ষণমুখর একটি সকাল হলে মন্দ হতো না।
হয়নি তো তা।
কাব্য করেই বলেছি যে তোমায়
বৃষ্টি হলো ব্যথিত আকাশের কান্না ।
কেমন করে কাঁদে বলো আকাশ?
কেমন করে কাঁদে?
এইতো সেদিন তোমার আমার প্রণয় হলো যে।
এখন যদি আসে—
ধরে নেবো তারে
মেঘের ডানায় ভর করে
আকাশ মাটির সঙ্গম সাধনা ।  
ছবি: ইউটিউব 
 ৮ টি
    	৮ টি    	 +৪/-০
    	+৪/-০  ০৯ ই জুলাই, ২০২১  দুপুর ২:০৩
০৯ ই জুলাই, ২০২১  দুপুর ২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: আপনি যেখানেই থাকুন ভাল থাকুন সুস্থ থাকুন । নিরন্তর শুভকামনা ।
২|  ০৯ ই জুলাই, ২০২১  দুপুর ২:২১
০৯ ই জুলাই, ২০২১  দুপুর ২:২১
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার
  ০৯ ই জুলাই, ২০২১  দুপুর ২:২৭
০৯ ই জুলাই, ২০২১  দুপুর ২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।
৩|  ০৯ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:০০
০৯ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:০০
ঠাকুরমাহমুদ বলেছেন: 
কবিতার যাদুকর, বৃষ্টির সাথে আমার গভীর বন্ধুত্ব আছে। যেমন তেমন সিজনে আমি দেশের এক প্রান্তে যাই ডাল ভাতের আশায়। হয় বৃষ্টি নিয়ে আমি পৌছাই অথবা দিনের যেকোনো সময় অন্ধকার হয়ে বৃষ্টি শুরু হয়। অপরুপ কবিতার জন্য অনেক অনেক ভালোবাসা। 
  ০৯ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৪৬
০৯ ই জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: ধন্যবাদ সুন্দর কমেন্টের জন্য ।
আমারও বৃষ্টি ভাল লাগে খুব । মুষল ধারে বৃষ্টি পড়ুক ।
৪|  ১০ ই জুলাই, ২০২১  রাত ১১:৪৩
১০ ই জুলাই, ২০২১  রাত ১১:৪৩
ঢুকিচেপা বলেছেন: চমৎকার একটি কবিতা। প্রথম স্তবক অসাধারণ লেগেছে।
  ১০ ই জুলাই, ২০২১  রাত ১১:৪৪
১০ ই জুলাই, ২০২১  রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা
©somewhere in net ltd.
১| ০৯ ই জুলাই, ২০২১  দুপুর ১:৫৪
০৯ ই জুলাই, ২০২১  দুপুর ১:৫৪
কুশন বলেছেন: বহু দিন পর কবিতা পড়লাম। তাও আবার বাংলা কবিতা। নিজের দেশের মানুষের লেখা কবিতা।
চমৎকার অনুভূতি।