নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

কোন এক শেষ রাতে

১১ ই জুলাই, ২০২১ রাত ১০:৪৮



কোন এক শেষ রাতে আরাম কেদারায় ভাবি বসে
বিধাতা সৃজেছেন তোমারে কতোনা যতনে
যেন নিজ হাতে গড়েছেন আমারই দোসর করে—

অপার মুগ্ধতায় আমি অপলক চেয়ে থাকি
তোমায় দেখে দু’চোখে যেন স্বপ্ন ভর করে।
তুমি যে স্বপ্নচারিনী হৃদয়ে আমার;
যেন আকাশ থেকে নেমে আসা একটি ফুল পরী।

তোমায় ভেবে ভেবে সময় যে কেটে যায়
দুচোখে ঘুম আসে না রাতে
ভেবে দেখোতো এখন কটা বাজে।

হৃদকম্পন বেড়ে যায় তোমার কামনায়
মম রক্তের শিরায় উপশিরায় ধমনীতে
অবাক শিহরণ বয়ে যায়।
দুচোখে প্রেমের নেশা বুকে তৃষা ।

কন্ঠ তোমার বাসন্তী কোকিলের গান
যেন সুরের ঝর্ণাধারা
আমি আকন্ঠ করি তা পান।

তোমার মিলনে যেন স্বার্গসুখ আছে
এইখানে সব আছে— তুমি যা চাও্
চলো না তৃপ্তির ঢেকুর তুলি প্রেমে
ভালোবেসে আমারে আপন করে নাও।

মন্তব্য ৮ টি রেটিং +৫/-০

মন্তব্য (৮) মন্তব্য লিখুন

১| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১২:০৪

কাজী ফাতেমা ছবি বলেছেন: আহারে ভাবী কত ভাগ্যবতি। তারে নিয়ে কত সুন্দর কবিতা
শুভকামনা

১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আমি কিন্তু রান্নাও করতে পারি তেল ছাড়া সব্জি।

২| ১২ ই জুলাই, ২০২১ দুপুর ১:৩০

হাবিব বলেছেন: দারুণ কাব্যগাঁথা!!

১২ ই জুলাই, ২০২১ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ১২ ই জুলাই, ২০২১ বিকাল ৩:৪৭

কবির সরদার বলেছেন: শেষ রাতে বসে থাকা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ভাল একটা স্লিপিং পিল খেয়ে নিবেন।

সুন্দর হয়েছে।

১২ ই জুলাই, ২০২১ বিকাল ৫:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৪| ১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৮

জুন বলেছেন: এত্ত ভালোবাসা বাপরে ! ভাবী কত সৌভাগ্যবতী ।
অনেক সুন্দর কবিতা ।
+

১২ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবঙ পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.