নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

সুস্বাগতম হে সুপ্রিয় শ্রাবণ ধারা !!!!

১৫ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:১০



আষাঢ়ের মেঘেরা যাচ্ছে নাইয়োর অপরূপ সাজে,
তাই যেন আজিকার আকাশের এতো রূপ আছে।

জানি আসিছে যে শ্রাবণ মেঘ— আষাঢ় মাস হলে শেষ
মেঘকাটা রৌদ গায়ে মেখে আছে দাঁড়িয়ে বৃক্ষ— সতেজ ।

আকাশের বুকে আছে জেনো জল পতনের ছন্দ,
আজকেই শেষ নয় তবু দূরে থেকে আসে ভেসে
আশু শ্রাবণের গন্ধ।

আষাঢ়ের ভালোবাসা শেষেই বাজিবে শ্রাবণ ধারা মৃদঙ্গ।
শ্রাবণের মাদলে পড়বে লুটিয়ে ধূলো ধূসর চলার পথে,
অযাচিত কষ্ট সব ফিরবে তাই আজি বাড়ি ব্যর্থ মনোরথে।

গৃহবন্দী এই জীবনের আপাতত ছুটি
আনন্দে তাই চলছে যেন মেঘ বৃষ্টি আলোর লুটোপুটি।

আমরা হবো মুক্তবিহঙ্গ মানিকজোড় কপোত কপোতী
সুপ্রিয় নগরীর প্রাণে তাই যেন বাজে মুক্তির অনুভূতি।

শ্রাবণে প্লাবণ হলে তটিনীর বুকে বহিবে স্রোতধারা,
নৌকো নদী খেলাতে মোরা হবো যে পাগলপারা।

শ্রাবণ মেঘের ভেলায় চড়ে আসছে সেই কাল
বিদায় আষাঢ় ভালোবাসার—
সুস্বাগতম হে! সুপ্রিয় শ্রাবণ— সঙ্গমকাল।

মন্তব্য ৪ টি রেটিং +১/-০

মন্তব্য (৪) মন্তব্য লিখুন

১| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৮:০৩

শোভন শামস বলেছেন: শ্রাবণের সুন্দরে সিক্ত কবিতা

১৫ ই জুলাই, ২০২১ রাত ১০:০৫

সেলিম আনোয়ার বলেছেন: আজ রাত বারোটার পর শ্রাবণ রাজার আগমন ।


কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

২| ১৫ ই জুলাই, ২০২১ রাত ৯:১৮

কামাল১৮ বলেছেন: সবাই কবি নয়,কেউ কেউ কবি।কবিতায় ভালোলাগা।

১৫ ই জুলাই, ২০২১ রাত ১১:০৩

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.