নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

উপহার

১৬ ই জুলাই, ২০২১ সকাল ৯:২৩



গতরাতে তুমি দিয়েছো যে উপহার
এক বুক শূণ্যতা—প্রেমের প্রতিদানে।
ইদানিং তুমি উদ্বিগ্ন থাকো খুব যেন
আমার সারারাত জেগে থাকা নিয়ে।
তাতে যে স্বাস্থ্য নষ্ট হতে পারে
ইদানিং খেয়াল রাখছো খুব তার ।

তুমিহীনতা যে প্রতিনিয়ত কতটুকু বিপন্ন করে
কতটুকু গভীর ক্ষত সৃষ্টি করে— এই বুকে
কতোটা দূর্বল ক্ষীণকায় করে দেয় আমাকে
কতো সুদীর্ঘ সময় ধরে এ ধ্বংসাত্নক কর্মযজ্ঞ
তোমার, তার হিসেব তুমি কতটুকু রেখেছো?

তোমার হিসেবের খাতায় লেখা থাকে শুধু
রাতজাগা ভীষণ কষ্টের —স্বাস্থ্যহীনতার
এত স্বাস্থ্য দিয়ে বলনা তোমার কি দরকার?

পরিপূর্ণ তৃ্প্তি তোমার চাই আমার থেকে তাইতো?
সুস্থ সবল দেহে দীর্ঘদিন বেঁচে থাকা যে চাই-ই চাই।

যে তোমার প্রেমে এখনো সব ছেড়ে
নিঃসঙ্গ এক জীবন বেছে নিতে পারে
দিতে পারে সবজায়গায় সর্বোচ্চ ছাড়
তার প্রতিদানে এই কী তবে সুবিবেচনা তোমার?

রাত জেগে থাকার চেয়ে তুমিহীনতা
সহস্র গুণ কষ্টের তার হিসেব কী আছে?
সুস্বাস্থ্য নিরপত্তা আমারো যে ভীষণ দরকার
কবিতা লিখে . পরিপূর্ণ তৃপ্তি এনে দিতে।

ভণিতা ছাড়ো অবলা এ প্রাণে—
অবিবেচক কষ্ট দিও না আর—
ভালোবেসে গ্রহণ করো মোরে ধন্য করো এবার ।

তোমার প্রেমে অদ্ভুত রকম শুশ্রুষা আছে
প্রিয়তমা, আমার যে তা ভীষণ দরকার।


মন্তব্য ১৪ টি রেটিং +৫/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১০

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে।

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১১

সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । শুভসকাল।

২| ১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:১৯

কাজী ফাতেমা ছবি বলেছেন: দারুণ হয়েছে

১৬ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভাললাগায় অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । শুভসকাল।

৩| ১৬ ই জুলাই, ২০২১ দুপুর ২:০৯

হাবিব বলেছেন: মজবুত শব্দের গাঁথুনি

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৪

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা । শুভসকাল।

৪| ১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫২

ডঃ এম এ আলী বলেছেন:



কবিতা পাঠে মুগ্ধ দারুন হয়েছে উপহার ।

এত ভালবাসার বিনিময়ে কি দিবেন তাহায় ?
নাকি বলবেন ,এই জীবনটাইতো তোমার,
এরচেয়ে বেশী কিছু আছে কি দেবার ?
মনে হল জীবন ধন্য আপনার
সারাজীবন থাকবেন তারি ছায়ায়।
রাতের নির্ঘুম হয়ে থাকা এ জীবন
সঙ্গী হয়ে থাকবে পাশে আজীবন।

এমন ভালবাসা যদি কভু না পাই
করবনা আমি পৃথিবীর মিছে আশা।
নির্ঘুম কোন রাতে পাশে যদি নাপাই
এ জগতের সব ভেঙে হবে চুরমার।
ভালবাসায় উজার করে দেয়া হৃদয়
ভরে দিবে অপ্রাাপ্তি আছি সে আশায়।

অনেক অনেক শুভেচ্ছা রইল

১৬ ই জুলাই, ২০২১ বিকাল ৪:৫৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্ট হয়ে ওঠে অর্থপূর্ণ কবিতা আবার কখনো মূল পোস্টের থেকে ও গভীর তাৎপর্যপূর্ণ । পোস্টে আপনার উপস্থিতি যেন বিশেষ কিছু। মানে বিশেষ একটা উপহার । অলংকারের মত পোস্টকে সুশোভিত করে আলোকিত করে।

কমেন্টে অনেক ধন্যবাদ্ নিরন্তর শুভকামনা্‌ ।

৫| ১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৪

ইসিয়াক বলেছেন: অনবদ্য

১৬ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ইসিয়াক এত লেখালেখির মাঝেও আপনি কমেন্ট করে আমাকে সম্মনিত করলেন । অশেষ কৃতজ্ঞতা আর নিরন্তর শুভকামনা ।

৬| ১৬ ই জুলাই, ২০২১ রাত ৮:১৮

কামাল১৮ বলেছেন: কবির চাই কবিতা,প্রেমিকার চাই প্রেমিক।এই দুইয়ের সমন্বয় কি সম্ভব।কবিরাই ভালো বলতে পারবেন।

১৬ ই জুলাই, ২০২১ রাত ১০:০৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৬

আল-ইকরাম বলেছেন: ধন্যবাদ। মনোযোগ দিয়ে পড়লাম। ভাল লাগলো। নিরাপদে থাকুন।

১৭ ই জুলাই, ২০২১ রাত ৮:৩৮

সেলিম আনোয়ার বলেছেন: কৃতজ্ঞতা মনোযোগ দিয়ে পাঠ করার জন্য । সুস্থ থাকুন নিরাপদ থাকুন নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.