নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
সুপ্রিয় ফুল ওগো
সুপ্রিয় ফুল ওগো সুবাস ছড়াও তুমি
সুবাসে মৌ মৌ করে ওঠুক সারা গাঁ
কেউ যেন বাদ পড়ে না— তাতে
অযোগ্যতার মিথ্যে অজুহাতে ।
ফুলের ঘ্রাণে সবার যেমন আছে অধিকার
তেমিনি করে কবিতাও সার্বজনীন
আমি যেন কভু তাতে করি না অবিচার।
শ্রাবণের বৃষ্টি যেমন করে
সবার জন্যই নিবেদিত ফোঁটা ফোঁটা পড়ে
তেমনি করেই আলো-বাতাস, স্রষ্টার দয়া
সমগ্র সৃষ্টির তরে— যুগ যুগ ধরে।
মনটা আমার শুধু স্রষ্টারই নিয়ন্ত্রণে
তার ইচ্ছেতেই ভালোবাসা অথবা ঘৃণা
হৃদয় নিঙড়ে পড়ে।
ধরে নিতে পারো মনটা আমার
তোমার কাছেই যায় ছুটে তারই ইশারায়
মন ছাড়া বাকি যা আছে
সবার তরে দিই বিলিয়ে ন্যায্য অধিকারে।
প্রেমের মাঝে থাকে বাড়াবাড়ি
প্রেমের মাঝে থাকে বাড়াবাড়ি
খাঁটি প্রেমিক যারা
ভয় করে না তারা— করোনা মহামারি
বিধিনিষেধ থাকা সত্ত্বেও
কত জনে যে সিক্ত হলো
সুতীব্র চুম্বনে খবরের কাগজে খুঁজে পাবে তা
যদিও ছিল তাদের করোনায় মৃত্যুর হাত ছানি।
প্রেমে ছিল যারা পাগলপারা
একজনের অসতর্কতায় হতে পারে অন্য প্রাণহানি
করোনা যে ভীষণ সংক্রামক ব্যাধি, তাই বলি
ওগো প্রাণের প্রিয়তমা সতর্কতা অবলম্বন করো
প্রয়োজনে গৃহবন্দি থেকে স্বাস্থ্যবিধি মেনে।
অমূল্য তব জীবন করো হে নিরাপদ
তোমার আমার প্রেমে যেন ব্যাঘাত না ঘটে
এই প্রেম যে দূরারোগ্য রোগ
নশ্বর এই ধরাধামেও তাতে আছে স্বর্গসুখ।
ওগো প্রিয়তমা অসতর্কতায় করোনা বাঁধিও না
না না অভিসারে তোমার করোনা বাঁধা আমি মানবো না ।
তাই বলি শুনো দিয়া মন
করোনাকে না বলে দাও—এখন।
আমার প্রেমে দাও না তুমি করোনা ঝুঁকিমুক্ত সাঁড়া
তব প্রতি মম প্রেম যে আনায় আনায় পূর্ণ ষোলআনা।
১৮ ই জুলাই, ২০২১ রাত ১২:২৪
সেলিম আনোয়ার বলেছেন: ১ম কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।
২| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৩৬
আল-ইকরাম বলেছেন: দু’টি কবিতা’ই সুন্দর। একটিতে ফুল ও স্রষ্টা ও অন্যটিতে করোনা ও প্রিয়া। বাহ! বেশ। সত্যিই তো লেখক তথা বোদ্ধার দায়িত্ব যোদ্ধার থেকেও বেশী। তাই এঁদের প্রতি স্রষ্টার খুশিও বেশী। শুভেচ্ছা নিরন্তর।
১৮ ই জুলাই, ২০২১ রাত ১২:৫০
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১:০২
মরুভূমির জলদস্যু বলেছেন: দুটিই দুই রকম ভালো হয়েছে স্যার।
১৮ ই জুলাই, ২০২১ রাত ১:১৪
সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় ব্লগার কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪| ১৮ ই জুলাই, ২০২১ সকাল ১০:২৮
হাবিব বলেছেন: দারুণ কবিতা সেলিম ভাই।
বরাবরের মতোই দারুণ সৃষ্টি
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ১৮ ই জুলাই, ২০২১ বিকাল ৩:০৫
দেয়ালিকা বিপাশা বলেছেন: বাহ চমৎকার কবিতা লিখেছেন। শুরু এবং শেষটা অসাধারন।
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ১৮ ই জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৮
সোহানী বলেছেন: চমৎকার কবিতা কবি ভাই।
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪২
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৭| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৮:১৪
মনিরা সুলতানা বলেছেন: শিরোনাম পড়েই চলে এলাম, বেশ লেখা।
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৩
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য । ঈদ মোবারক ।
৮| ১৮ ই জুলাই, ২০২১ রাত ৯:৪১
ডঃ এম এ আলী বলেছেন:
আহ কি সুন্দর প্রেমময় কবিতা
পাঠে মনে প্রাণে আনে মুগ্ধতা।
আপনার এই কবিতাটি পাঠের সময়
প্রথেমই বাকিটুকু পড়ুন এর ঠিক নীচে
দেখা গেল Half ounce gold coin 2021
নামে এমনতর একটি এড রয়েসে ভেসে
বর্তমান বাজারে যার দাম লক্ষ টাকার উপরে ।
এড দেখে মনে হলো ফুল দিয়ে প্রেম নিবেদনের
পালা মনে হচ্ছে এখন যেতেছে ক্রমেই অস্তাচলে।
যাহোক, ফুলের জয় বজায় থাকুক প্রেমের বাজারে,
একামনাই করে যাই কবি সাহিত্যিকসহ বিশ্বের সকল
প্রেমিক প্রেমিকা সকাশে,কাব্য পাঠেও যেন তা বিকাশে।
শুভেচ্ছা রইল
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য । ঈদ মোবারক ড. এম এ আলী ।
৯| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১০:৫০
পদাতিক চৌধুরি বলেছেন: দুটোই ভালো হয়েছে।কি সুন্দর নির্মল প্রেমানাভূতি।
শুভেচ্ছা প্রিয় কবিবরকে।
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। ঈদ মোবারক পদাতিক চৌধুরি।
১০| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১১:১১
সোনাবীজ; অথবা ধুলোবালিছাই বলেছেন: কবিতায় প্লাস প্রিয় কবি সেলিম আনোয়ার ভাই+
শুভেচ্ছা নিন।
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। ঈদ মোবারক সোনাবীজ; অথবা ধুলোবালিছাই
১১| ১৮ ই জুলাই, ২০২১ রাত ১১:৩৪
খায়রুল আহসান বলেছেন: প্রেমিক কবি'র কবিতাগুলো প্রেমের সুবাতাস ছড়িয়ে যায়! +
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। ঈদ মোবারক খায়রুল আহসান ভাই।
১২| ১৯ শে জুলাই, ২০২১ রাত ১২:০৬
কালো যাদুকর বলেছেন: অসাধারন।
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য। ঈদ মোবারক কালো যাদুকর
১৩| ২২ শে জুলাই, ২০২১ রাত ৩:১৩
ডঃ এম এ আলী বলেছেন:
২৩ শে জুলাই, ২০২১ রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন:
©somewhere in net ltd.
১| ১৭ ই জুলাই, ২০২১ রাত ১১:৫৪
নতুন-আলো বলেছেন: সুন্দর কবিতা। ++