|  |  | 
| নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস | 
 সেলিম আনোয়ার
সেলিম আনোয়ার
	[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
 
  
নীরবতার মাঝেই তবে সরব হোক আশার বাণী
প্রকাশ্য দিবালোকের মত যেন অবিরত বিজলীর ঝলকানি হয়ে
খুশির ঝিলিক লাগে সকল প্রাণে।
বাঁচার মতই বাঁচুক তবে করেনার রোষানলে পড়ে মৃতপ্রায়
জীবন মোদের— বিশ্ব মানবতা বুকে লয়ে। 
বিনাশী শব্দের অরণ্য থেকে খুশির ঝর্ণাধারা যেন বহে
জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র সুখানুভূতির গহীণ থেকে
মন খারাপের হোক না ছুটি 
এবার তবে —
কিছুটা সময় সুখের দ্যুতি
লাগুক প্রাণে আনমনে চিরোব্যথিত অবয়বে 
যেমন করে, গোধূলির আলো মেখে
ক্লান্ত পাখিরা ফিরে নীড়ে আনন্দ কলরবে
তেমন করে।
নাইবা হলাম শ্রাবণ মেঘেবালিকার সঙ্গী আজ 
মম ইচ্ছে ডানা দুটি মেলে
মন খারাপের কাব্য লিখে, মোদের প্রেম ব্যবচ্ছেদে।
বৃষ্টিরা আজ ঝরুক না হয় শ্রাবণের আনন্দ ধারা হয়ে
সোঁদা মাটির গন্ধে বিভোর হয়ে প্রণয়েরই অনুরাগে।
জীবন যদি সুখ দুঃখ আনন্দ বেদনার জলতরঙ্গ
আমরা না হয় লুটিবো সুখ, খুশির চাদরে বিষন্নতা ঢেকে ।
 
 ১৯ টি
    	১৯ টি    	 +৫/-০
    	+৫/-০  ২৪ শে জুলাই, ২০২১  রাত ১১:৩২
২৪ শে জুলাই, ২০২১  রাত ১১:৩২
সেলিম আনোয়ার বলেছেন: আপনার কমেন্টে গুরুদেবের গানের চরণে পোস্ট খানি সমৃদ্ধ হলো অনেক খানি। অনেক ধন্যবাদ বিজ্ঞ ব্লগার ।
২|  ২৪ শে জুলাই, ২০২১  রাত ১১:৩৪
২৪ শে জুলাই, ২০২১  রাত ১১:৩৪
সাড়ে চুয়াত্তর বলেছেন: কবিতা খুব ভালো লাগলো। বিষণ্ণতা ঢেকে খুশিতে ভাসতে হবে আমাদের ক্ষণিকের জন্য হলেও। দুঃখ-কষ্ট  তো আর সওয়া যাচ্ছে না।  প্লাস +++
  ২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:০৩
২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:০৩
সেলিম আনোয়ার বলেছেন: বিষন্ন সময় পার করার এটিই একমাত্র উপায়।
কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৩|  ২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:৪৩
২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:৪৩
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার
  ২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:৫১
২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:৫১
সেলিম আনোয়ার বলেছেন: মরুভূমির জলদস্যু কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৪|  ২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:৫২
২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:৫২
স্প্যানকড বলেছেন: সুন্দর + ভালো থাকবেন এবং সুস্থ ও নিরাপদ থাকুন।
  ২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:৫৬
২৫ শে জুলাই, ২০২১  রাত ১২:৫৬
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫|  ২৫ শে জুলাই, ২০২১  রাত ৩:০৬
২৫ শে জুলাই, ২০২১  রাত ৩:০৬
চাঁদগাজী বলেছেন: 
অনেক আষহার বাণী।
  ২৫ শে জুলাই, ২০২১  দুপুর ১২:২৬
২৫ শে জুলাই, ২০২১  দুপুর ১২:২৬
সেলিম আনোয়ার বলেছেন: আশা এখন বেঁচে থাকার একমাত্র ভেলা।চাঁদগাজী ।
বাংলাদেশের মানুষ করোনা সচেতন নয়। মাইকোস্কপিক জীবানু সাধারণ চক্ষের দর্শন ক্ষমতার  বাহিরে। তাই বিশ্বাস করা কঠিন। অনেকে তো স্রষ্টাকেই বিশ্বাস করে না দেখা যায় না বলে। 
এদেশের মানুষকে আল্লাহ বাঁচিয়ে রাখে।
৬|  ২৫ শে জুলাই, ২০২১  রাত ৩:০৮
২৫ শে জুলাই, ২০২১  রাত ৩:০৮
চাঁদগাজী বলেছেন: 
৫ নং মন্তব্যে টাইপো:
অনেক *আশার বাণী।
৭|  ২৫ শে জুলাই, ২০২১  সকাল ৮:৩৩
২৫ শে জুলাই, ২০২১  সকাল ৮:৩৩
রানার ব্লগ বলেছেন: কবিতা খানি ভালো লেগেছে!!
  ২৫ শে জুলাই, ২০২১  দুপুর ১২:২৭
২৫ শে জুলাই, ২০২১  দুপুর ১২:২৭
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮|  ২৫ শে জুলাই, ২০২১  সকাল ১১:৫০
২৫ শে জুলাই, ২০২১  সকাল ১১:৫০
কাজী ফাতেমা ছবি বলেছেন: ভালো লাগলো
  ২৫ শে জুলাই, ২০২১  বিকাল ৩:১১
২৫ শে জুলাই, ২০২১  বিকাল ৩:১১
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে পাঠে এবং ভালো লাগায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৯|  ২৫ শে জুলাই, ২০২১  দুপুর ১:৪১
২৫ শে জুলাই, ২০২১  দুপুর ১:৪১
রাজীব নুর বলেছেন: কেন যে আমি কবিতা লিখতে পারি না!!!!
  ২৫ শে জুলাই, ২০২১  বিকাল ৫:৫৭
২৫ শে জুলাই, ২০২১  বিকাল ৫:৫৭
সেলিম আনোয়ার বলেছেন: কবিতা লিখলেই কবি হওয়া যায় না। কবিতা সাধনার ব্যাপার । কেবল ভাগ্যবানের হাতে ধরা দিবে। এই যে এত কবিতার ছড়াছড়ি। কবি কিন্তু হাতে গোনা কজনা। কালিদাস থেকে এ পর্যন্ত। ছন্দ মাত্রা মিলালেই কবি হয়ে যায় না।
চেষ্টা করতে থাকুন । সাধনা করতে থাকুন। বায়ান্ন বজ্রাঘাতের পরে আপনিও হযে ওঠতে পারেন কবি ।
আমিও চেষ্টায় আছি প্রিয়তমার সঙ্গমে তবেই যদি হতে পারি একজন কবি... 
১০|  ২৫ শে জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৪৭
২৫ শে জুলাই, ২০২১  সন্ধ্যা  ৬:৪৭
আল-ইকরাম বলেছেন: সেলিম ভাই অনেক ভাল লাগলো আপনার ভাবাবেগ। সত্যিই মুগ্ধ হয়েছি। নিরাপদে থাকুন আর সময় করে আমার ব্লগে একটু ঘুরে আসুন। নতুন একটি লেখা পোস্ট করলাম এইমাত্র।
  ২৫ শে জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:১১
২৫ শে জুলাই, ২০২১  সন্ধ্যা  ৭:১১
সেলিম আনোয়ার বলেছেন: আল-ইকরাম, কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
©somewhere in net ltd.
১| ২৪ শে জুলাই, ২০২১  রাত ১১:২৮
২৪ শে জুলাই, ২০২১  রাত ১১:২৮
ঠাকুরমাহমুদ বলেছেন:
কবিতার যাদুকর, আমার প্রিয় একটি গান আপনার জন্য
=====================================
মনে রবে কি না রবে আমারে
সে আমার মনে নাই।
ক্ষণে ক্ষণে আসি তব দুয়ারে,
অকারণে গান গাই॥
চলে যায় দিন, যতখন আছি
পথে যেতে যদি আসি কাছাকাছি
তোমার মুখের চকিত সুখের
হাসি দেখিতে যে চাই--
তাই অকারণে গান গাই॥
=====================================
কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর