নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস |
[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।
কী করিবো আমি তোমায় ওগো বুঝিনা বুঝিনা
বাসিবো ভালো নাকী করিবো তব বন্দনা
এভাবেই সুদীর্ঘকাল যে কেটে গেলো
ভেবে ভেবে রাত জেগে জেগে অনন্ত সাধনা
তোমার প্রেমের মন্ত্রযপে গুণকীর্তনে।
সাধনায় সিদ্ধি লাভ হয় তা কে না জানে!
বেঁচে থাকার মানে যেনো তোমার আমার— গোপন অভিসার।
ছিন্ন বীণা যেন বেজে ওঠে— মম প্রাণে
মনময়ুরী নেচে ওঠে
অঘোর বর্ষায়, আষাঢ়-শ্রাবণ সম তব প্রেম অবগাহনে;
হাড় কাঁপানো শীতে, শরতে হেমন্তে
কাল বোশেখী ঝড়ে খুঁজি ওগো শুধু তোমারে।
বারে বারে মনে হয় বহ কাঙিক্ষত এক নৈস্বর্গ আছে তোমার ভাঁজে
তব সঙ্গম মৃদঙ্গ যদিও বাজে মম প্রাণে
মুখ ফোটে হয় না বলা তোমাকে তা ভীষণ লাজে।
পৃথিবীটা কেঁপে ওঠে যেমন ভূকম্পনে
তেমন করে
তুমি কী ওঠোনা কেঁপে তব হৃদস্পন্দনে?
প্রেমের স্পৃহায় যৌবনে মৌবনে মৌমাছির গুঞ্জনে
মম কবিতা চয়নে— প্রেমের উদাত্ত আহবানে।
পেটের নীচে যেন উড়ে প্রজাপতি,
বুঝিনা যে হায় তার মতিগতি!
শুধু ভাবি আমার সাথে হয় যদি প্রণয়
কী ক্ষতি ? কী ক্ষতি?
আমাদের মাঝে যে স্রষ্টা আছে
তাই ভালোবেসো শুধু মোরে— করি শুধু এই মিনতি।
কথা দাও যাবে না চলে দূরে কোথাও
তুমি- আমি দু’জনেতো একই সাথে থাকার কথা
একই ছাঁদের নীচে।
এখনো এখানে তিনটি বিছানা যে খালি পড়ে আছে
তোমার অপেক্ষায় থেকে থেকে ভীষণ ক্লান্ত যেন তারা
বল না তোমার কয়টা লাগে স্বর্গসুখে প্রতিরাতে
আমাদের ফুল শয্যায় অপ্রগলভ প্রেমে।
এসোগো এসোনা
ডাকছি যে শুধু তোমায় কাছে এই মায়াবী ক্ষণে
প্রেমের তাড়নায় শত ব্যস্ততা মাঝে
তোমার কী নেই কোন ফাঁক তবে ?
জানি অঘোর বর্ষণে সিক্ত হবে
আজও অবলা এই পৃথিবীর বুক
দূর আকাশ থেকে ফোটায় ফোটায় বৃষ্টি পড়ে
ঢুকে যায় মাটিতে তেমনি করে আমিও না হয়
তোমার মাঝে .. — অস্হি মজ্জায় স্নায়ুতে
সুদীর্ঘ আয়ুতে হৃদকম্পনে প্রেম শিহরণে
তুমি আমি একদেহ একপ্রাণে..
প্রেমের মৃদঙ্গ ঐ বাজে দূর ইথার থেকে
এসোগো, এসো না —প্রেমের তাড়নায়
ডাকছি তোমায় কাছে আমার এই লোমশ বক্ষে
নগ্ন পায়ে এসো দেখিবো তোমারে মুগ্ধচোখে;
এসো হে অন্তরতমা মোর কাছে, এইখানে প্রেম আছে।
প্রেম প্রেম ভাবনার ব্যবহারিক পাঠ নিপাতনে সিদ্ধ হবে
আদিমতম ব্যকরণে, ইভ— আদম খেলায় গন্ধম ভক্ষণে
খুলে যাবে চর্মচক্ষু নগ্নতায় মগ্ন হয়ে
তোমাতে আমাতে এইবার হয়ে যাক, যাক না—গভীর প্রণয়
অনেক যতনে…
২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:০০
সেলিম আনোয়ার বলেছেন: ঠাকুরমাহমুদ কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
২| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:১৩
সুদীপ কুমার বলেছেন: ভালো লেগেছে।তবে পেটের নীচে প্রজাপতি উড়ে-ওই চরণটি বুঝতে পারলামনা।
২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:১৬
সেলিম আনোয়ার বলেছেন: আরে এটা একটা অদ্ভুত অনুভূতি প্রেমে পড়লে পেটের উপরে প্রজাপতি উড়ে বরে মনে হয় কেমন সুখকর একটা অনুভূতি ।
৩| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৪০
সুদীপ কুমার বলেছেন: আমি ঠিক ওমন অনুভূতি কোনদিন বুঝতে পারিনি।
২৫ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৪
সেলিম আনোয়ার বলেছেন: সবার নাও হতে পারে। আবারো কমেন্টে ধন্যবাদ।
৪| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:১৫
কামাল১৮ বলেছেন: আদম আর হাওয়া।আদমের শরীর থেকেই জন্ম নিল হাওয়া।হিসাব মতে হাওয়া আদমের মেয়ে হয়ে যায়।তাদের সংঙ্গমে যারা জন্ম নিল তারা হলো ভাই বোন। ভাই বোন তারাও সংঙ্গম করলো।বাবা মেয়ে ভাই বোন কাউকে আর বাদ রাখলো না সংঙ্গম করতে।আল্লাহ ইচ্ছা করলেই দুই যোড়া দম্পতি সৃষ্টি করতে পারতেন তাহলে এই সমস্যা হতো না।এটা এমন কোন কঠিন কাজ ছিলোনা তার জন্য।তা হলে এই আধি পাপ থেকে আমরা রক্ষা পেতাম।আদম ইভকে আনলেন তাই এতো কথা।
কবিতা খুবই ভালো লেগেছে।সাহিত্যিক ভাষা ভালো জানা নাই তাই প্রশংসাও ঠিক মতো করতে পারি না।
২৬ শে জুলাই, ২০২১ রাত ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৫| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:১৮
মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার চারটি লাইন।
পেটের নীচে যেন উড়ে প্রজাপতি,
বুঝিনা যে হায় তার মতিগতি!
শুধু ভাবি আমার সাথে হয় যদি প্রণয়
কী ক্ষতি ? কী ক্ষতি?
২৬ শে জুলাই, ২০২১ রাত ১:৪৮
সেলিম আনোয়ার বলেছেন: মরুভূমির জলদস্যু কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৬| ২৬ শে জুলাই, ২০২১ রাত ১২:৩৭
শাহরিয়ার কবীর বলেছেন:
কবিতা ভালো লাগলো।
২৬ শে জুলাই, ২০২১ রাত ১:৪৯
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে সুস্বাগতম। নিরন্তর শুভকামনা্ ।
৭| ২৬ শে জুলাই, ২০২১ রাত ২:৩১
চাঁদগাজী বলেছেন:
কবিতা অনুভবতার আমেজটাকে ধরে রেখেছে
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৪
সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য ।
৮| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৮:৪৮
চাঁদগাজী বলেছেন:
সম্ভব হলে, অন্যমনস্ক'এর লেখার লিংক দেবেন, ধন্যবাদ।
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৩
সেলিম আনোয়ার বলেছেন: শরৎ চৌধূরী নামে নির্বাচিত পাতায় পাবেন। নিক চেঞ্জ করেছে বোধ হয় ।
৯| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ৯:২২
বিজন রয় বলেছেন: সুন্দর!
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৩৭
সেলিম আনোয়ার বলেছেন: বহুদিন পর ব্লগে সুস্বাগতম বিজন রয়। কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা আপনার জন্য
১০| ২৬ শে জুলাই, ২০২১ সকাল ১০:১৮
শেরজা তপন বলেছেন: কবিতার আকারটা বেশী বড় হয়ে গেছে( আমার জন্য)
তবুও পড়েছি পুরোটা ভাই- ভাল লেগেছে বরাবরের মত
২৬ শে জুলাই, ২০২১ দুপুর ১:৪৫
সেলিম আনোয়ার বলেছেন: ছবির ব্যাকগ্রাউন্ডে বাটু কেভ।
এটা অনেক পুরোনো গুহা। চুনা পাহাড় থেকে চুন পানির সাথে দ্রবীভূত হয়ে ধূয়ে এমন গর্ত হয়েছে। এধরণের আদিম মানুষের বসবাস ।
পুরোটা পড়েছেন তাই এটা আপনার জন্য পুরস্কার।
©somewhere in net ltd.
১| ২৫ শে জুলাই, ২০২১ রাত ১০:৫৬
ঠাকুরমাহমুদ বলেছেন:
আমাদের মাঝেই স্রষ্টা আছেন - চিরো সত্য কথা। স্রষ্টা প্রতিটি মানুষের অন্তরে বসবাস করেন। কেউ স্রষ্টাকে লালন করেন। আর কেউ স্রষ্টার শিকড় সহ উপড়ে ফেলে দেন।
কবিতা মোটামোটি হয়েছে।