নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

নাইবা হলাম..

২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:০৩



আমি নাইবা হলাম প্রিয়ো তোমার
নাইবা হলাম— হৃদয় কাড়া মুখ,
এটুকু ভেবো রযেছি তোমারই সাথে
তোমার চলার সেই আয়োজনেরই মাঝে ভালোবেসে উন্মুখ;
যেন কতো অনন্ত যুগ।

ওগো তুমি কেন বলোনি?
বলোনি হতে পারবো না আ্মি— তোমার;
তুমিইতো বলেছিলে প্রতিদিন যেন লিখি কবিতা
সেভাবেই চলছে যেন কত যুগ যুগ ধরে।
কেন তবে দিয়েছিলে সেভাবেই প্রেমের অনুমতিটা।

কেনো তুমি বলোনি রাঙাতে পারবো না আমি— তোমাকে
অনন্ত বর্ষায় রঙধনু সাতরঙে।
ষড় ঋতুর পরিক্রমায় কতো আষাঢ় শ্রাবণে
আমি যে আমাকে বিলীন করে দিয়েছি
তোমার ভালোবাসা জড়িত প্রতিটি কথায় তাড়িত হয়ে।

বন্ধু তুমি ভালো থেকো— থাকিবো আমি আমারই মতো
ছিলাম যেমন এখনো নইকি তেমন?
তুমি কী রয়েছো সেই আগেরই মতন?
বৃষ্টির নুপুর পড়ে যেন ধিনতা ধিনতা ছম ছম ভারত নাট্যম।

আমিতো তোমার সবকিছুতেই চাই আনন্দ উল্লাস,
যা মুছে দেবে তোমার অতীত ব্যর্থতা সব
হৃদয়ে তোমার ছড়াবে নতুনত্বের প্রণয়ের আভাস..

হাজারো আয়োজনের মাঝে
নিজেকে বদলানোর সীমাহীন চেষ্টার কাছে
আমি মেনেছি যেন হার।

ভেঙেছি গড়েছি শ্রাবণ ঢলে প্লাবনে তটিনীর দুইকূলে
ভেসেছি নেয়েছি গেয়েছি যে রবীন্দ্রগান তুমি আমার হবে বলে
তোমাকে রাখিবো মনে অনন্তকাল, তুমি নাইবা হলে— আমার
প্রতিদিন লিখে যাবো কবিতা মেঘ বৃষ্টির খেলাতে..

শুধু এটুকু জেনে নিও প্রিয়তমা . .
আমি যে শুধুই তোমার;
তোমায় নিয়েই বাঁধিবো ভাঙা গড়ার সাধের নীড়
জীবনের পড়ন্ত বেলার প্রতিটি প্রহরে শ্রাবণে আষাঢ়ে…



মন্তব্য ১৬ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৬) মন্তব্য লিখুন

১| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:২৭

কামাল১৮ বলেছেন: কবিরা প্রেমের কবিতা লিখতেই সাচ্ছন্দবোধ করে এটা ঠিক।কিন্তু সমাজের অন্যান্য দিক নিয়েও লিখা দরকার।এমন অনেক কবি আছে যারা জীবনে একটা প্রেমের কবিতা না লিখেও বড় মাপের কবি।একই বিষয় ঘুরিয়ে ফিরিয়ে কতো আর ভালো লাগে।প্রেম ছাড়াও জীবনে অনেক কিছু আছে।সীমা লংঙ্গন করলাম নাতো?

২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৫

সেলিম আনোয়ার বলেছেন: দারুন কথা বলেছেন। করোনা নিয়ে লিখতে লিখতে টা্ইপড হয়ে যাচ্ছি। পরিবর্তন আনা দরকার। যার বিরহের কাব্য ভাল লাগে তার জন্য বিরহের উপঢৌকন ।

২| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:৩০

চাঁদগাজী বলেছেন:



করোনার কারণে আপনাকে দুরে ঠেলে রাখার চেষ্টা।

২৭ শে জুলাই, ২০২১ রাত ১০:৩৬

সেলিম আনোয়ার বলেছেন: করোনাতো আমার হয়নি। আমি ডাবল টিকা নেয়া। করোনা প্রুফড । কমেন্টে ধন্যবাদ।

৩| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:০০

ইসিয়াক বলেছেন: ভালো লাগলো সেলিম ভাই।
আপনার বরষার কবিতাগুলো অনেক অনেক সুন্দর। সময়ের অভাবে সব পোস্টে মন্তব্য করা হয়নি। ভালো থাকুন সবসময়।

২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:১২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ইসিয়াক । নিরন্তর শুভকামনা ।

৪| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:০৭

মরুভূমির জলদস্যু বলেছেন: চমৎকার হয়েছে কবিতা। +

২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:১৪

সেলিম আনোয়ার বলেছেন: মরুভূমির জলদস্যু কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:৪২

পদাতিক চৌধুরি বলেছেন: সুন্দর কাব্যে ভালোলাগা রইলো।

শুভেচ্ছা প্রিয় কবিবরকে।

২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:৫০

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ ইসিয়াক । নিরন্তর শুভকামনা ।

৬| ২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৬

সুদীপ কুমার বলেছেন: প্রতিদিন লিখে যান।
ভালোলাগা রইলো।

২৭ শে জুলাই, ২০২১ রাত ১১:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: কবি

বিরহ সুধা ঢালি মোর প্রিয়ার সনে
বিরহ যে সে খুব ভালোবাসে
এ আর কিছু নয় লিখে লিখে তারে কাছে
টেনে আনা ভালবাসা সবচেয়ে দামি
মিছে নয় মিছে নয়...

৭| ২৮ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৬

আলমগীর সরকার লিটন বলেছেন: চমৎকার লাগল কবি দা অনেক শুভেচ্ছা রইল

২৯ শে জুলাই, ২০২১ রাত ১:০১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

৮| ২৮ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২০

রাজীব নুর বলেছেন: সুন্দর আবেগ থেকে সুন্দর কবিতা।

২৯ শে জুলাই, ২০২১ রাত ১:০২

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ । নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.