নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

অর্ধ- বৎসর পূর্তিতে আমাদের কনিষ্ঠ পুত্র মুয়াজের মুখে ভাত অনুষ্ঠানে শুভকামনা

৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৬:৪৯



দেখিতে দেখিতে অর্ধ বৎসর
হয়ে গেলো যে পার,
সুপ্রিয় সূর্য পুত্র আমার,
ঘর আলোকিত করে রাখে
যেমন করে ভোরের সূর্য
দূর করে দেয় তিমির রাতের আঁধার;
তাই আদর করে সূর্যপুত্র ডাকি তাকে।



সদ্য প্রস্পুটিত ফুলের চেয়েও নিষ্পাপ সে যে
সবার আদর নেয় কেড়ে— এক নিমিষে।
ক্রন্দনে তার যে পৃথিবীটাই কেঁদে ওঠে
হাসিতে সুখের স্বর্গ হয় যে বিরচন
সে আমার অনেক প্রিয় জন
অযাচিত কষ্টগুলো মন থেকে ঝরে পড়ে
শ্রাবণ বৃষ্টির ফোটাগুলো যেমন পড়ে—
দূরের ঐ আকাশ থেকে—তেমন করে।




সুন্দর বাসযোগ্য করোনামুক্ত নিরাপদ এক পৃথিবী হোক
সুদীর্ঘ সুস্থ সবল সফল মানবের সেবায় নিবেদিত
সুন্দর একটা বরণীয় জীবন হোক তাদের
কোন কষ্টের ছোঁয়া যেন না লাগে
খোকন সোনার গায়ে।
সাফল্যেরা যেন পদচুম্বন করে তার
জীবন চলা প্রতিটি পদক্ষেপে—
সতত এই কামনা— এই অন্তরে।



যত দূরেই থাকি না কেন
যেন আছি কত কাছে
এই বুকের ভিতর মনের মাঝে
সযতনেই রাখা আছে
দুনয়নের মণি যেন
মুয়াজ সালমান প্রিয়তমা
তোমরা ভালো থেকো সুখে থেকো
স্রষ্টার দরবারে করি এই প্রার্থনা।





আপনরা সবাই দোয়া করবেন । আমাদের দু্ই পুত্র তারা যেন ভালো থাকে সুখে থাকে দেশকে ভালোবেসে সমৃদ্ধির পথে এগিয়ে নিতে পারে। সুদীর্ঘ সুস্থ সফল সুন্দর জীবন লাভ করে।

মন্তব্য ৪৭ টি রেটিং +৯/-০

মন্তব্য (৪৭) মন্তব্য লিখুন

১| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:০৯

ঠাকুরমাহমুদ বলেছেন:




বাচ্চাদের প্রতি শুভ কামনা রইলো। আপনার মনোবসানা আল্লাহপাক কবুল আর মঞ্জুর করুন।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:২৫

সেলিম আনোয়ার বলেছেন: শুভকামনায় অনেক ধন্যবাদ। অশেষ কৃতজ্ঞতা ।

২| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:১৫

আহমেদ জী এস বলেছেন: সেলিম আনোয়ার,




জীবনাকাশে সূর্য্যের মতোই দীপ্তি ছড়াক আপনার পূত্রদ্বয়, সে প্রার্থনা রইলো।
মুখেভাত উপলক্ষ্যে নিবেদিত কবিতাটিও সুন্দর হয়েছে।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:২৬

সেলিম আনোয়ার বলেছেন: আহমেদ জী এস শুভকামনায় এবং কবিতা পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৩| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:২৬

চাঁদগাজী বলেছেন:




আপনার পুত্রদ্বয় ও তাদের মায়ের জন্য শুভকামনা রলো।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:২৭

সেলিম আনোয়ার বলেছেন: আপনার জন্য সুসস্থতা ও দীর্ঘায়ু কামনা করি।


শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: শ্রদ্ধেয় চাদগাজী মেয়েটার জন্য দোয়া যেহেতু করলেন । ছবি আপনার জন্য। আমি বিয়েতে রাজার সাজে। এখানে এসপি দম্পতিও আছে। আরও দুইটা হতে পারতো। এসপি দম্পতির বিয়ের মধ্যে ও কাহিনী আছে। একজন সে সময়কার এএসপি বন্ধুর বিয়েতে আসতে ছিলনা। ;) রাজাকে সমীহ করে সবাই। যে যথার্থ রাজা...

৪| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৩৩

শেরজা তপন বলেছেন: অর্ধ বছর পুর্তিতে দেখি ব্যাপক আয়োজন #:-S

আন্তরিক শুভেচ্ছা, ভালবাসা ও শুভকামনা রইল আপনার কনিষ্ঠ সন্তানের প্রতি।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: শুধু আমি থাকতে পারিনি লকডাউনের কারণে। তিার জন্য মন খারাপ।

আপনাকেও অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ৩০ শে জুলাই, ২০২১ সন্ধ্যা ৭:৪৩

কামাল১৮ বলেছেন: সকলের মঙ্গল কামনা করি।বাচ্চারা বেড়ে উ্ঠুক আনন্দে সাথে।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:২৯

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং শুভকামনায় অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ৩০ শে জুলাই, ২০২১ রাত ৮:০৪

হাবিব বলেছেন: অনেক বড় হোক আপনার ছেলে

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:৩১

সেলিম আনোয়ার বলেছেন: আপনার প্রার্থনা যেন কবুল হয়। অনেক ধন্যবাদ অশেষ কৃতজ্ঞতা সঙ্গে থাকার জন্য ।

৭| ৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:১৫

ইসিয়াক বলেছেন: আপনি সহ আপনার পুরো পরিবারের জন্য রইলো শুভ কামনা।

৩০ শে জুলাই, ২০২১ রাত ৯:৪৮

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

৮| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১০:২৯

চাঁদগাজী বলেছেন:




সম্ভব হলে, "অন্যমনস্ক শরৎ"এর লিংক দেবেন; ধন্যবাদ।

৩০ শে জুলাই, ২০২১ রাত ১০:৪০

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় চাদগাজী ওনি ব্লগে এখন আছেন তো। সবার মাথার উপরে দেখা যাচ্ছে ব্লগে খেয়াল করেন। শরৎ চৌধুরি

৩০ শে জুলাই, ২০২১ রাত ১০:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শরৎ চৌধুরী

৯| ৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:৪০

পদাতিক চৌধুরি বলেছেন: অর্ধ বছর পূর্তিতে কাব্যে বাবার প্রার্থনায় ভালোলাগা রইলো।++
দুই ভাইকে অনেক শুভেচ্ছা। অনেক বড় হোক ওরা। দেশের ও দশের কল্যাণে পাঁচজনের অনুকরণীয় হোক কামনা করি।

৩০ শে জুলাই, ২০২১ রাত ১১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা আপনার জন্য ।

১০| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:১৯

মরুভূমির জলদস্যু বলেছেন: আপনার দুই পুত্রের জন্য শুভকামনা, সর্বদা সুস্থ থাকুক, বড় হোক, মানুষের জন্য কাজ করার সুযোগ পাক।

মুসলিমরা মুখেভাত করে!! আগে কখনো দেখেনি মনে হয়।

৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৬

সেলিম আনোয়ার বলেছেন: দেখেন এটা একটা গুরুত্বপূর্ণ ইভেন্ট। শিশুর ৬ মাসে দুধের সঙ্গে অন্য খাবার গ্রহণকরা শুরু করে। এ্টা কি গুরুত্বপূর্ণ নয়?

১১| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:২৫

চাঁদগাজী বলেছেন:



আপনাকে মোগল সম্রাটদের মতো লাগছে, সুন্দর ফটো।

শরৎ চৌধুরী ও অন্যমনস্ক শরৎ একই জন?

৩১ শে জুলাই, ২০২১ রাত ১২:৪৪

সেলিম আনোয়ার বলেছেন:

এইটা ভাল হয়েছে। এখন আমার চেহারা কি খারাপ। মেকাপ ছাড়া আমি কি একটা পরীর মত মেয়ের সঙ্গে বেমানান? নাকি আমি বেশি সুন্দর?

৩১ শে জুলাই, ২০২১ রাত ২:৪৫

সেলিম আনোয়ার বলেছেন: শরৎ চৌধুরী ও অন্যমনস্ক শরৎ একই জন?

হ্যা একজন ।

১২| ৩১ শে জুলাই, ২০২১ রাত ১:১৭

নূর মোহাম্মদ নূরু বলেছেন:

আপনাদের কনিষ্ঠ পুত্র মুয়াজের অর্ধ- বৎসর পূর্তিতে
মুখে ভাত অনুষ্ঠানে শুভকামনা রইলো!! দোয়া করি
সে যেন সার্ধশতবছর রাজ করে পৃথিবীতে।

আপনার বিছাহের ছবি নিয়ে এখনই কোন কমেন্ট করছি না
আপনার মন খারাপ হয়ে যেতে পারে :( !! কনিষ্ঠ পুত্রের মুখে ভাত
অনুষ্ঠানে আপনার মুখ ভার দেখতে চাইনা B:-/ !!

৩১ শে জুলাই, ২০২১ রাত ১:২৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে ধন্যবাদ। করেন মন খারাপ অসুবিধা নাই।

১৩| ৩১ শে জুলাই, ২০২১ ভোর ৫:৩৭

ডঃ এম এ আলী বলেছেন:

আপনার প্রিয় দুই পুত্রের দীর্ঘ সুস্থ , সুন্দর ও সফল জীবন কামনা করছি।

৩১ শে জুলাই, ২০২১ সকাল ৮:৩৩

সেলিম আনোয়ার বলেছেন: ডঃ এম এ আলী

তারা আমার দুনয়নের মণি...শুভকামনায় অশেষ কৃতজ্ঞতা।

১৪| ৩১ শে জুলাই, ২০২১ ভোর ৬:৩৪

সোহানী বলেছেন: ওয়াও দারুন আয়োজন পুত্রের মুখে ভাতে। অনেক অনেক বড় হোক দু'জনেই।

আপনার অনুষ্ঠান দেখে ভাবছি আমিতো আমার দুই সন্তানের এ ধরনের কোন অনুষ্ঠান করিনি। কবে যে ভাত দিয়েছি তাও মনে নাই...।

অফ টপিক: বিয়েতে দাওয়াত না পেলেও ছবি দেখে ভালো লাগছে। ভাবীর জন্য শুভকামনা।

৩১ শে জুলাই, ২০২১ সকাল ৮:৩০

সেলিম আনোয়ার বলেছেন:

বুক ভেঙে আসতেছে।

কত দারুন অভিনয়ে কষ্ট চেপে
তবু আমি ধরা পড়ে গেছি
তখন আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে
গভীর বিরহে সংজ্ঞা কী
পৃথিবীটা থমকে গেছে
পাহাড় চাপা কষ্ট বুকে
মনে মনে আমি বলি
আমি আর ভালোবাসি বলতে পারবোনা
পাথর সময় তারে বলে...
সুপ্রিয় গভীরতম দুঃখ পাখি
তুমি সরে রইলা দূরে
তুমি ছাড়া কমনে বাচি......

সে দুঃখ যদি পাহাড়ের উপর ফেলা হইতো...পাহাড় ভার সহিতে পারতো না্। দুঃখের সংজ্ঞা কি আমাকে দেখলেই চোখে আঙুল দিয়ে দেখানো যেত। এই যে দুঃখ। অতি সংক্ষিপ্ত পরিসরে করেছি বিয়ে। ধূম ধাম করে করলে আমার বিয়ের বহর দেখে মানুষ চমকে যেত। পরীও অবাক হয়ে যেত মুগ্ধ হয়ে যেত ...যাইহোক আমি মনের দুঃখে সরচিত নির্বাসনে। তাইতো আমি একলা থাকি। দুঃখ বুকে ধরে রাখি। আবার কয় কয়দিন যোগাযোগ করি নাই্ ।আমি যে মরে গেছি তা বলে না.. :((


১৫| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৮:৪৯

জুন বলেছেন: মুয়াজের জন্য রইলো অনেক অনেক ভালোবাসা আর শুভকামনা। সালমানও ভালো থাকুক সবার দোয়ায়। ভালো লাগলো সন্তানের প্রতি আপনার গভীর মমতা দেখে।

৩১ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: তাদের আমি অনেক আদরে জড়িয়ে নেই বুকে । দুঃখ ভুলার গান আমার বেচে থাকার প্রেরণা।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

০১ লা আগস্ট, ২০২১ সকাল ৮:৪২

সেলিম আনোয়ার বলেছেন: সালমান ছিল অনুষ্ঠানের অন্যতম মধ্যমণি হয়ে।

১৬| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ৯:২৫

সাড়ে চুয়াত্তর বলেছেন: মুয়াজ জীবনে অনেক অনেক বড় মানুষ হউক এই কামনা করছি। আমিন। ভালো থাকবেন।

৩১ শে জুলাই, ২০২১ সকাল ১০:৫৫

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

১৭| ৩১ শে জুলাই, ২০২১ সকাল ১১:৫০

হাসান কালবৈশাখী বলেছেন:
রাজার সাজে বিয়ের ছবিটা অপুর্ব। দেখে চোখ জুড়িয়ে যায়।
মুখেভাত উপলক্ষ্যে কবিতাটিও সুন্দর হয়েছে।
মাষ্টার মুয়াজের অর্ধ-বৎসর পূর্তিতে 'মুখে ভাত' অনুষ্ঠানে শুভকামনা !! দোয়া।

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১২:২৪

সেলিম আনোয়ার বলেছেন: আপনাকেও অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

১৮| ৩১ শে জুলাই, ২০২১ দুপুর ১২:৪৯

আল-ইকরাম বলেছেন: সেলিম ভাই আপনার বাচ্চা ও পরিবারের সকলের জন্য শুভ কামনা রইল। স্বীয় কর্মে ও চিন্তায় একজন সত্য মানুষ হয়ে উঠুক আপার স্নেহেন ধন। এই হোক আমার হৃর্দিক প্রত্যাশা। সুখী থাকুন, খুশি থাকুন এবং নিরাপদে নিজে থাকুন ও অন্যদের নিরাপদে রাখার কাজে সচেষ্ট থাকুন।

৩১ শে জুলাই, ২০২১ দুপুর ২:৫৮

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা শুভকামনা। ভালো থাকুন সতত ।

১৯| ৩১ শে জুলাই, ২০২১ বিকাল ৩:৩৬

রাজীব নুর বলেছেন: শুভ কামনা।

০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৪:৫৬

সেলিম আনোয়ার বলেছেন: অশেষ কৃতজ্ঞতা শুভকামনা। ভালো থাকুন সতত ।

২০| ৩১ শে জুলাই, ২০২১ রাত ৮:৩৯

মিরোরডডল বলেছেন:



মুখে ভাত অনুষ্ঠানে কি করে ?
বাচ্চাদের জন্য শুভকামনা ।


০১ লা আগস্ট, ২০২১ বিকাল ৫:১৩

সেলিম আনোয়ার বলেছেন: মুখে ভাত একটা শিশুর জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ ধাপ। সাধারণ প্রথম ছয়মাস শুধু মাতৃস্তন্য শিশুদের খাবার। ছয়মাস পর দুখের সাথে অল্প অল্প করে অন্য খাবার দেয়ার অবতারণা। সেই মহেন্দ্র ক্ষণ উদযাপন করা। বাড়ি শুদ্ধ লোক একসাথে হয়ে ধুমধুমের সাথে সন্তানের মুখে ভাত তুলে দেয়। এটা শিশুর জীবনের নব সূচন। তার পর এ উপেক্ষ্যে কেক কাটা নানাবিধ সুস্বাদু খাবার দিয়ে পারিবরিক উদযাপন। মুসলমান রা এ উপলক্ষ্যে কুরআন খতন দান ছদকা এতিমদের খাবার পরিবেশন করতে পারে। সন্তানের মঙ্গল কামনা প্রার্থনার আয়োজন করতে পারে যা তার জীবনের চলার পথের পাথেয় হয়ে থাকবে।
রোস্ট কিন্তু সালমান খেয়েছে ।
ধন্যবাদ আপনাকে শুভকামনায়। আমাদের সন্তান যেন সতত থাকে দুধে ভাতে।

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৪৭

সেলিম আনোয়ার বলেছেন:


আর এরকম একটা কবিতা লিখতে হয় সন্তানের শুভকামনায় ..... :)

২১| ০৩ রা আগস্ট, ২০২১ বিকাল ৫:৪১

আমি তুমি আমরা বলেছেন: আপনার পুত্রের জন্য শুভকামনা রইল।

আমার এক বন্ধু ছিল, বরিশাল বাড়ি। আমি প্রথম এই রীতির সাথে পরিচিত হই ওর কন্যাসন্তানের 'মুখে ভাত' অনুষ্ঠানের মাধ্যমে। এটা কি বরিশাল-বরগুনা অঞ্চলের রীতি?

০৫ ই আগস্ট, ২০২১ ভোর ৫:৪২

সেলিম আনোয়ার বলেছেন: বরিশাল বিষয়ে আমার ধারণা নেই। প্রগ্রামটি আমার কাছে যৌক্তিক মনে হয়েছে। অনুষ্ঠানটি পাটগ্রাম লালমণিরহাটে হয়েছে। ওখানে এটার প্রচলন থাকা অস্বাভাবিক নয় । এটা জেনে ভালো লাগলো যে বরিশাল-বরগুণা অঞ্চলে অনুষ্ঠানটির প্রচলন আছে। এটি আগে জানা থাকলে আমার বড় সন্তান সালমানের জন্য এমন আয়োজন করতাম। এটি ছিল একটি ঘরোয়া আয়োজন।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.