নির্বাচিত পোস্ট | লগইন | রেজিস্ট্রেশন করুন | রিফ্রেস

পেশায় ভূতত্ত্ববিদ ।ভালো লাগে কবিতা পড়তে। একসময় ক্রিকেট খেলতে খুব ভালবাসতাম। এখন সময় পেলে কবিতা লিখি। প্রাচ্যের অক্সফোর্ড ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হল ভালো লাগে খুব। ভালোলাগে রবীন্দ্র সংগীত আর কবিতা । সবচেয়ে ভালো লাগে স্বদেশ আর স্বাধীন ভাবে ভাবতে। মাছ ধরতে

সেলিম আনোয়ার

[email protected] Facebook-selim anwarবেঁচে থাকা দারুন একটা ব্যাপার ।কিন্তু কয়জন বেঁচে থাকে। আমি বেঁচে থাকার চেষ্টা করি।সময় মূল্যবান ।জীবন তার চেয়েও অনেক বেশী মূল্যবান।আর সম্ভাবনাময়।সুন্দর।ঢাকাবিশ্বদ্যিালয়ের পাঠ চুকিয়ে নিরস চাকুরীজীবন। সুন্দরতর জীবনের প্রচেষ্টায় নিবেদিত আমি সেলিম আনোয়ার।

সেলিম আনোয়ার › বিস্তারিত পোস্টঃ

বৃষ্টি পড়ে!!!!

০২ রা আগস্ট, ২০২১ রাত ১২:৫৬



বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে— শ্রাবণ বেলার কাব্য করে
রিম ঝিম ঝিম সুর বাজে দুঃখরা তাই ঝরে পড়ে।
পাথর চাপা কান্না গুলো তেমন করেই বুকটা যেন হাল্কা করে।
দুঃখহীন ক্ষণ এনে দেয় তোমার কথাই মনে পড়ে
ধরে নাও আরি কিছু নেই এখন আমার
কেবল কবিতা লেখার ক্ষণটা আছে
ভালবাসার মনটা আছে, কাঁধে একটা পাহাড় আছে।
সেই পাহাড়ের উপত্যকায় সুন্দর একটা ঝর্ণা আছে
সবুজ শ্যামল অরণ্য আছে পাখির কলকাকুলি আছে।

বৃষ্টি পড়ে টাপুর টুপুর এখন তো হায় মধ্য দুপুর
সূর্য মামা যেন ছুটিতে আছে মেঘ বালিকা ব্যস্ত আছে
বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে বেদনারা তাই ঝরে পরে ।
মনটা তাই প্রজাপতি বৃষ্টির শরীরে দুহাত রাখি
জানালার ঐ কার্নিশ বেয়ে বৃষ্টিজল ধেয়ে আসে।
শ্রাবন মেঘের বৃষ্টি যেন আমার দৃষ্টি প্রদীপ হলো
চলার পথে নামে ঢল জোর কদম চলরে চল
নদীর বুকে সাগর পানে, সাগর-বুকে আছে নোনাজল
আমার দুটো চোখেও আছে; মনের বনে ভালোবাসা আছে।

বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে টাপুর টুপুর দেখোনা ঐ শ্রাবণ জল
শ্রাবণ রাজা রাশভারি থেকে থেকে কেবল ঝরে
জানিনা কার অনাদরে— আমি এখন অনেক খুশি
ছুঁয়েছি যে শ্রাবণ জল— দুহাত ভরে
হৃদয়টা তাই যেন সতেজ হলো
আরো সতেজ তাই বৃক্ষগুলো,
সোঁদা মাটির গন্ধ শুঁকে
প্যাঁক প্যাঁক হাসেরা চলে সরোবরে ভাসবে বলে
ব্যাঙেরা সব ঘ্যাঙর ঘ্যাঙ মাছের ঝাঁক কৌতুহলে।
ভিজে কাক ভিজে বৃক্ষ আনন্দ চিত্তে গোসল করে
গৃহবন্দী মানুষ গুলো করোনা বিধি মেনে চলে
যেন তারা খাঁচার পাখি মেলে আঁখি দুর আকাশপানে।
বিশাল ঐ আকাশ যেন খোদার রহম অশেষ কৃপায়
তাদের ভালোবেসেই অবেশেষে বৃষ্টি হয়ে ঝড়ে পড়ে।

বৃষ্টি পড়ে, বৃষ্টি পড়ে, অবাক দ্যোতনা সৃষ্টি করে মনে
বৃষ্টি পড়ে প্রিয়তমার হিয়ার কোনে বৃষ্টি পড়ে দূরের বনে
সবুজ প্রকৃতি যেন অতীতের সব গ্লানি দেয় মুছে
আকাশ যেন আমার দুচোখ— বৃষ্টি পড়ে বৃষ্টি পড়ে..
কষ্টের শেকড় গুলো উপরে ফেলে বৃষ্টি পড়ে টাপুর টুপুর
দুঃখ পাখিরা যায় উড়ে মিলিয়ে যায় বাদল হাওয়ায় দূর বনে…



রচনা কাল 31 জুলাই, 1:55 PM-এ

মন্তব্য ১৪ টি রেটিং +৩/-০

মন্তব্য (১৪) মন্তব্য লিখুন

১| ০২ রা আগস্ট, ২০২১ রাত ১:০৩

ঠাকুরমাহমুদ বলেছেন:



বৃষ্টি পড়ে টাপুর টুপুর নদে এলো বান। বৃষ্টিতে কখনো মাছ ধরেছেন? কবিতার যাদুকর, কবিতা সুন্দর হয়েছে। +++

০২ রা আগস্ট, ২০২১ রাত ১:১৬

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টিতে মাছ ধরার বিষয় মনে পড়ছে। মাছ ধরতে গিয়ে বৃষ্টি এসেছে মনে আছে।

১ম কমেন্টে ও পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

২| ০২ রা আগস্ট, ২০২১ ভোর ৪:৩৪

ফাহিমা আক্তার বলেছেন: বৃষ্টি ব্যাক্তিগত ভাবে আমার অনেক পছন্দ। কিন্তু ছোটকাল থেকেই সবাই ভিজতে বারণ করে। বৃষ্টি মানুষের মনের ময়লা দূর করপ দেয় আমার মতে। আপনার বৃষ্টি পড়ে দেখে আবারও ভিজতে ইচ্ছে করছে।

০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:০৫

সেলিম আনোয়ার বলেছেন: বৃষ্টিতে ভিজতে আমার ও ভাল লাগে। কেমন শরীর সুশীতল করে দেয় কোমল পরশে। সুয়োগ মত ভিজে নিবেন বৃষ্টিতে । অসাম অভিজ্ঞতা ।

৩| ০২ রা আগস্ট, ২০২১ ভোর ৬:২৪

চাঁদগাজী বলেছেন:



কবিতায় "রিদম" কম, পড়তে কঠিন লাগে; বৃষ্টির কবিতা বৃষ্টির ফোঁটার মতো ঝরে পড়লে ভালো হতো!

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: সুন্দর কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৪| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ১০:১৫

হাবিব বলেছেন: ফেসবুকে পড়েছি আপনার কবিতা। ভালো লেগেছে।

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১২:৪১

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৫| ০২ রা আগস্ট, ২০২১ সকাল ১১:২৯

রানার ব্লগ বলেছেন: বৃষ্টি পরে রিমঝিমিয়ে
আমার চোখে
তোমার গালে

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ।নিরন্তর শুভকামনা ।

৬| ০২ রা আগস্ট, ২০২১ দুপুর ২:২৪

রাজীব নুর বলেছেন: কবি আজ শ্রাবন মাসের ১৮ তারিখ।

০২ রা আগস্ট, ২০২১ দুপুর ২:৫৯

সেলিম আনোয়ার বলেছেন: সুপ্রিয় রাজীব নূর কবিতা লিখেছিলাম শ্রাবণ মাসের ষোলতে।

আপনি শ্র্রাবণ মাসের ১৮ নিয়ে কবিতা লিখতে পারেন।

কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

৭| ০২ রা আগস্ট, ২০২১ রাত ৮:৩০

ইসিয়াক বলেছেন: সুন্দর বৃষ্টি কাব্য।

০২ রা আগস্ট, ২০২১ রাত ১১:৫৩

সেলিম আনোয়ার বলেছেন: কমেন্টে এবং পাঠে অনেক ধন্যবাদ। নিরন্তর শুভকামনা ।

আপনার মন্তব্য লিখুনঃ

মন্তব্য করতে লগ ইন করুন

আলোচিত ব্লগ


full version

©somewhere in net ltd.